আজমলের সঙ্গে জোট-ইঙ্গিত গগৈয়ের
সন্ন লোকসভা নির্বাচনে এআইইউডিএফ-এর সঙ্গে কংগ্রেসের আঁতাত হতে চলেছে। শিলচরে এসে এমন ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি বলেন, এ ব্যাপারে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে এ আই ইউ ডি এফ সভাপতি বদরুদ্দিন আজমলের কথাবার্তা হচ্ছে।
এক দিন গগৈই বলেছিলেন, হু ইজ আজমল? আজ আর এমনটা বলতে চান না তিনি। কারণটাও স্পষ্ট করে দেন সাংবাদিকদের কাছে। মুখ্যমন্ত্রী বলেন, “সে দিন আজমল না ছিলেন সাংসদ, না বিধায়ক। আজ তিনি সাংসদ। তাঁর দলই বিধানসভায় প্রধান বিরোধী দল।” তাই বলে লোকসভা নির্বাচনে আজমলকে যে ভয় পাচ্ছেন না এমন কথাও শুনিয়ে রাখেন গগৈ। তাঁর মন্তব্য, “আঁতাত না-হলে লোকসভায় আজমল বাহিনীর পক্ষে বিশেষ কিছু করা সম্ভব হবে না। কংগ্রেস অসমের ১৪ আসনে একক ভাবে অন্তত ৯টি আসনে জয়ী হবে।” মুখ্যমন্ত্রী যে কংগ্রেস-এআইইউডিইফ আঁতাতের প্রতীক্ষায়, তা টের পাওয়া গিয়েছে তাঁর জনসভাতেও। মোদীকে নাগাড়ে আক্রমণ করলেও রাজ্য বিধানসভার সর্ববৃহৎ বিরোধী দলটি সম্পর্কে তিনি ছিলেন নীরব। দীর্ঘ বক্তৃতার একবারে শেষ প্রান্তে স্রেফ তিনটি বাক্যে দায় সারেন‘ইউডিএফ-কে ভোট দেবেন না। কারণ প্রতিটি ভোটই মূল্যবান। এই মূল্যবান ভোট নষ্ট করবেন না’।
৪৮৪ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের জন্য গত কাল শিলচর আসেন তিনি। ওই সব প্রকল্পের মধ্যে ৪২৫ কোটি টাকাই তাঁর হাজার কোটি টাকার গুচ্ছপ্রস্তাবের অন্তর্গত। বিধানসভা ভোটের আগে শিলচরে তিনি ঘোষণা করেছিলেন, বরাকের ১৫টি আসনের সব ক’টি পেলে হাজার কোটি টাকার প্যাকেজ দেবেন। প্রথমে ১৩টি তে জয়ী হয় কংগ্রেস। পরে উপনির্বাচনে জেতে আরও একটি। সে জন্য প্রথম দফায় ৮০টি সড়ক এবং ১০টি সেতু তৈরির মঞ্জুরি দিয়েছেন বলে গগৈ জানান। তাঁর দাবি, মাত্র তিন জেলার জন্য এত টাকার প্যাকেজ আগে দেশে কোথাও কখনও হয়নি। কাজের অগ্রগতি দেখে বাকি টাকার প্রকল্প শীঘ্রই তিনি ঘোষণা করবেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.