|
|
|
|
লোকসভা ভোটে লড়বেন রিও |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
২১ ফেব্রুয়ারি |
দলের অধিকাংশ নেতা-সদস্যের আপত্তি সত্ত্বেও সভাপতির জেদের কাছে হার মেনে শেষ অবধি নেফিয়ু রিওকেই লোকসভা ভোটে প্রার্থী করছে এনপিএফ। দল ও শাসক ‘ড্যান’ জোটের নেতাদের অনুরোধে গত লোকসভা নির্বাচনে লড়েননি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও। কিন্তু এ বার এনডিএর পক্ষে ভোটের হাওয়া চলছে। রিওর আশা, ক্ষমতায় ফিরলে বিজেপি এনডিএ সরকারে তাঁকে যথাযোগ্য সম্মান দেবে। মন্ত্রীসভায় ঠাঁই পাবেন তিনি। তাই দিল্লি থেকে আর দূরে থাকতে চাইছেন না রিও।
এদিকে তাঁর হাতে গড়া এনপিএফ দলে স্তম্ভ বলতে একমাত্র তিনিই। বিজেপি ও সংযুক্ত জনতা দলের সাহায্য নিয়ে ‘ড্যান’ জোট গড়ে প্রাক্তন কংগ্রেস নেতা রিও নাগাল্যান্ডে কংগ্রেস যুগের অবসান ঘটিয়েছিলেন। রিও দিল্লি গেলে রাজ্যে দল ও জোট কে সামলাবে তা নিয়ে সমস্যা! আজ বিষয়টি নিয়ে বিশদ বৈঠক করে ‘ড্যান’ জোট। বৈঠক শেষে জানানো হয়, জোটের তরফে রিওকেই সর্বসম্মত প্রার্থী করা হচ্ছে। অন্য দলগুলিকেও রিওকে সমর্থন করার অনুরোধ করেছে ‘ড্যান’। কিন্তু ভিতরের খবর, বৈঠকেও রিওকে দিল্লি পাঠাবার বিরোধিতা করেন অনেকে। কিন্তু খোদ রিও দিল্লি যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। আনুষ্ঠানিকভাবে জোটের তরফে বলা হয়, নাগা সমস্যা নিয়ে সরব হওয়ার জন্য দিল্লিতে একজন পোড় খাওয়া, সরব ও দক্ষ নেতা পাঠানো প্রয়োজন। সেক্ষেত্রে রিও ভিন্ন বিকল্প নেই। তবে রিও সাংসদ হয়ে গেলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়নি। এনপিএফ-এর বিক্ষুব্ধ নেতাদের দাবি, রিও দিল্লি যাওয়ার পরে রাজ্যে দল বা জোট দুর্বল হয়ে পড়লে তার দায় রিওকেই নিতে হবে। |
|
|
|
|
|