ঐতিহ্য-ভ্রমণ বন্ধের মুখে
র্যটকদের গৌড়, আদিনা, পাণ্ডুয়া ঘোরাতে বাতানুকূল বাস পরিষেবা চালু করেছিল রাজ্যের পর্যটন দফতর। বছর ঘুরতে না ঘুরতেই পরিষেবা বন্ধের মুখে। পরিষেবা আর চলবে কি না তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
২০১৩ সালে মার্চ মাসে এই বাস পরিষেবা শুরু হয়। পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১১ মাসে ২৮ দিন বাস চালানোর জন্য পর্যাপ্ত সংখ্যক পর্যটক পাওয়া গিয়েছে। এর মধ্যে মাত্র চার দিন বাসে ভিড় ছিল। বাকি দিনগুলি অর্ধেকের কম সংখ্যক পযর্টক নিয়ে বাস চালাতে বাধ্য হচ্ছেন মালদহ ট্যুরিস্ট লজ কর্তৃপক্ষ।
মালদহে ইংরেজবাজারের বিধায়ক তথা রাজ্যের পযর্টনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “প্রয়োজনীয় সংখ্যক পযর্টক না মেলায় বাস পরিষেবাটি নিয়মিত চালানো যাচ্ছে না। শীঘ্রই জেলার সব হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করব।” এ দিকে বাস না চলায় বঞ্চিত হচ্ছেন ওই পরিষেবা নিতে আগ্রহী পর্যটকেরা। প্রায় দিনই রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন এলাকা থেকে আসা বহু পযর্টক টুরিস্ট লজে বাস পরিষেবার জন্য ফোন করেও বাস পরিষেবা না পেয়ে ক্ষাভ প্রকাশ করছেন। তাঁরা ক্ষুব্ধ হলেও অর্থনৈতিক কারণেই বাস চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন মালদহ ট্যুরিস্ট লজের ম্যানেজার উমেশ সিংহ।

প্রায় দিনই ট্যুরিস্ট লজ চত্বরে দাড়িয়ে থাকে বাসটি।—নিজস্ব চিত্র।
তিনি বলেন, “৩০ আসনের বাসে কমপক্ষে ১০ জন যাত্রী না পাওয়া গেলে বাস চালানো হয় না। অত কম যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। বাতানুকূল বাসটিতে প্রশিক্ষিত গাইড দিয়ে, সকাল-দুপুরের খাবার দিয়ে এক দিন গৌড়, আদিনা, পাণ্ডুয়া ঘোরাতেখরচ চার হাজার টাকারও বেশি। কমপক্ষে ১০ জন পর্যটক হলে তবেই বাসের খরচ উঠবে।”
বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী রাজ্যের পযর্টন মন্ত্রী হওয়ার পর রাজ্য পযর্টন উন্নয়ন নিগমের উদ্যোগে মাথা পিছু ৪০০ টাকায় জলখাবার ও দুপুরের খাবার-সহ গৌড়, আদিনা, পাণ্ডুয়া ঘোরার এই প্যাকেজ ট্যুরটি চালু করেন। সকাল সাড়ে আটটায় মালদহ ট্যুরিস্ট লজ থেকে প্রাতরাশ সেরে পযর্টকদের নিয়ে বাসটি ছাড়ত। লোটন মসজিদ, বাংলাদেশ সীমান্ত কোতুয়ালি দরওয়াজা, তাঁতিপাড়া মসজিদ, পিয়াস বাড়ি মোড় হয়ে রামকেলির মন্দির, বারোদুয়ারি, ফিরোজ মিনার, দাখিল দরওয়াজা, রসুল মসজিদ, ফতে খান সমাধি, চামকাঠি মসজিদ, গুমটি গেট, লুকোচুরি দরওয়াজা ও রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখে মালদহে ফেরে। ট্যুরিস্ট লজে দুপুরে খাবার খেয়ে ফের আদিনা ও পান্ডয়া রওনা। সেখান থেকে ফের বিকেলে মালদহে ফিরত বাসটি। শীতাতপ নিয়ন্ত্রিত সেই বাসটি পড়ে রয়েছে ট্যুরিস্ট লজ চত্বরেই। এই পরিষেবার পর্যটকহীন অবস্থার জন্য রাজ্যের সরারসরি পযর্টন দফতরকে দায়ী করেন মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্টের চেয়ারম্যান দিলীপ অগ্রবাল। তিনি বলেন, “পযর্টন দফতর যে এই বাসের পরিষেবা চালু করেছে অথচ তার প্রচার নেই। যে ভাবে বাসটিকে নিয়ে প্রচার করা উচিত ছিল তা হয়নি।” পর্যটন দফতর জানিয়েছে, বাসটির সম্পর্কে জানাতে নতুন ভাবে প্রচার চালানো হবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.