সংবাদ সংস্থা • নয়াদিল্লি
১৮ ফেব্রুয়ারি |
আর্থিক বৃদ্ধির হারকে টেনে তোলার উপরেই এখন সবচেয়ে বেশি নজর কেন্দ্রের। অন্তর্বর্তী বাজেট পেশের ঠিক একদিন পরে মঙ্গলবার নতুন করে এই অঙ্গীকারের কথা জানালেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। কেন্দ্রের নীতির সঙ্গে ভারতীয় রিজাভর্র্ ব্যাঙ্ককেও যে তাল মিলিয়ে চলতে হবে, কার্যত এ দিন সেই ইঙ্গিতও দেন তিনি।
প্রসঙ্গত, গত মাসেই শীর্ষ ব্যাঙ্কের একটি কমিটি মূল্যবৃদ্ধিকে বাগে আনার উপরেই জোর দেওয়ার সুপারিশ জানিয়েছে। তারা চায় খুচরো বাজারের মূল্যবৃদ্ধিকে ৪ শতাংশের আশেপাশে নামিয়ে আনতে। আরবিআই গভর্নর রঘুরাম রাজনও এর আগে মন্তব্য করেছেন, মূল্যবৃদ্ধির উপর লাগাম পরানোই শীর্ষ ব্যাঙ্কের অগ্রাধিকার।
এই ক্ষেত্রে চিদম্বরম অবশ্য কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্কের নীতির মধ্যে সমন্বয়েরই পক্ষপাতী। এ দিন সেই সমন্বয়ের গুরুত্বের কথাই এক সাক্ষাৎকারে নতুন করে বলেছেন তিনি। চিদম্বরম বলেন, উন্নয়নশীল বিশ্বের যে কোনও রাষ্ট্রেই মূল্য স্তরে স্থিতি এবং বৃদ্ধির উঁচু হারের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হয়।
এপ্রিল-মে মাসে আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে চিদম্বরমের মন্তব্য যথেষ্ট যুক্তিযুক্ত বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, বুথ ফেরত সমীক্ষায় আগেই পূর্বাভাস মিলেছে, কংগ্রেস জোট সরকারকে ভোটদাতারা ক্ষমতাচ্যুত করতে পারেন। আর, ঢিমেতালে চলা অর্থনীতি এবং উন্নয়নে শ্লথগতিই সে ক্ষেত্রে হবে তার অন্যতম কারণ। |