মাইক্রোসফট উৎকর্ষ কেন্দ্র গড়ছে রাজ্যে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সব কিছু ঠিকঠাক চললে মাইক্রোসফট ইন্ডিয়া রাজ্যে উৎকর্ষ কেন্দ্র (সেন্টার অব এক্সেলেন্স) গড়বে। মঙ্গলবার বেঙ্গল চেম্বারের এক অনুষ্ঠানে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মাইক্রোসফটের এই প্রস্তাবের আইনি দিকগুলি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দফতর। তাদের সম্মতি পাওয়ার পরে সংস্থাটির সঙ্গে এ নিয়ে মউ স্বাক্ষর করবে রাজ্য। সংশ্লিষ্ট সূত্রের খবর, সল্টলেক সেক্টর ফাইভে জায়গা দেওয়া হতে পারে সংস্থাটিকে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত মাইক্রোসফট আইটি ইন্ডিয়ার রাজ বিয়ানি অবশ্য উৎকর্ষ কেন্দ্র নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, ভারতে হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে মাইক্রোসফটের দুটি ইঞ্জিনিয়ারিং কেন্দ্র রয়েছে।
|
মুম্বইয়ে লুপ-এর ব্যবসা হাতে নিচ্ছে এয়ারটেল
নিজস্ব প্রতিবেদন |
মুম্বইয়ে লুপ মোবাইলের ব্যবসা কিনে নিচ্ছে এয়ারটেল। মঙ্গলবার এয়ারটেল এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তি অনুযায়ী, মুম্বইয়ে লুপ মোবাইলের ৩০ লক্ষ গ্রাহক এখন এয়ারটেলের আওতায় আসবেন। মুম্বইয়ে এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৪০ লক্ষ। এই সংযুক্তির ফলে মুম্বইয়ে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়াবে টেলিকম সংস্থাগুলির মধ্যে সবচেয়ে বেশি। লেনদেনের অঙ্ক নিয়ে অবশ্য মুখ খোলেনি এয়ারটেল। তবে সংবাদ সংস্থা জানিয়েছে, লগ্নির অঙ্ক প্রায় ৭০০ কোটি টাকা। মুম্বইয়ে এখন এয়ারটেলের টাওয়ারের সংখ্যা ৪ হাজারেরও বেশি। সংযুক্তির ফলে লুপের ২৫০০ টাওয়ারও তাদের হাতে আসবে।
|
মোটরবাইকের দর কমাল হোন্ডা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
১৮ ফেব্রুয়ারি |
অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম গাড়ির উৎপাদন শুল্ক কমানোর পর ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থা দাম কমানোর কথা জানিয়েছে। এ বার তাতে যোগ দিল দ্বিচক্রযান নির্মাতা হোন্ডা মোটর-সাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া-ও। মঙ্গলবার সংস্থা জানিয়েছে, তাদের বাইকের দাম ১,৬০০-৭,৬০০ টাকা পর্যন্ত কমছে। অন্তর্বর্তী বাজেটে ৪% শুল্ক কমার পুরো সুবিধাই যাতে গ্রাহক পান, সে দিকে নজর রেখেই এই দাম কমানো হয়েছে বলে দাবি তাদের।
|
মহেশতলায় নিজেদের আবাসন প্রকল্পের বাসিন্দাদের জন্য ক্লাব চালু করল ইডেন সিটি। সংস্থার দাবি, এই ‘দ্য এলিক্সার’ ক্লাবটিতে বাসিন্দাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা, সুইমিং পুল, সিনেমা হল, রেস্তোরাঁ থাকবে। তার বাইরেও দিন রাতের চিকিৎসা ব্যবস্থা, আলাদা পাঠাগার, বিপণি ও অতিথিদের থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। |