|
|
|
|
তৃণমূল সমর্থকের দোকানে আগুন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভোট পরবর্তী গোলমালের জেরে এক তৃণমূল সমর্থকের আসবাবপত্রের দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পশ্চিম ন্যাকড়া বাজারে। এদিকে আগুন লাগার ঘটনায় দলের সমর্থকদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে সিপিএম। দলের সমর্থকদের গ্রেফতার না করার জন্য বুধবার সকালে পাঁশকুড়া থানার সামনে বিক্ষোভ দেখান সিপিএম সমর্থকরা। পরে পুলিশ তাঁদের হঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, দোকানে আগুন লাগানোর অভিযোগ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া থানার পশ্চিম ন্যাকড়া বাজারে কাঠের আসবাবপত্র তৈরির দোকান স্থানীয় বাসিন্দা শেখ জাকির হোসেনের। এলাকায় তৃণমূলকর্মী বলে পরিচিত জাকির। এ বার পঞ্চায়েত ভোটের আগে পশ্চিম ন্যাকড়া গ্রামে সিপিএমের দলীয় অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছিল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। পঞ্চায়েত ভোটে ওই গ্রামে সিপিএম প্রার্থী জিতে গেলে ফের উত্তেজনা বাড়ে। মঙ্গলবার গভীর রাতে স্থানীয় তৃণমূলকর্মী শেখ জাকির হোসেনের আসবাবপত্র তৈরির দোকানে আগুন লাগে। ওই ঘটনায় সিপিএমের ৫ সমর্থক জড়িত বলে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে জাকির। তাঁর অভিযোগ, “বাড়ি থেকে কিছুটা দূরেই আমার দোকান। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ আগুন লাগার ঘটনা জানতে পেরে ছুটে গিয়ে দেখি কয়েকজন দৌড়ে পালাচ্ছে। ওদের চিনি। ওরা সিপিএমের সমর্থক।”
এ দিকে, অভিযোগ মিথ্যা দাবিতে বুধবার সকালে এলাকার একশোর বেশি সিপিএম সমর্থক পাঁশকুড়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। দলের কাউকে গ্রেফতার না করার দাবি তোলেন তাঁরা। সিপিএমের পাঁশকুড়া উত্তর লোকাল কমিটির সম্পাদক কালীপদ মণ্ডল বলেন, ‘‘ভোটের আগে ওই এলাকায় তৃণমূলকর্মীরা আমাদের সমর্থকদের নানা ভাবে হুমকি দিয়েছিলেন। এমনকী আমাদের দলীয় অফিস ভাঙচুর করেছিলেন তৃণমূল সমর্থকরা। তা সত্ত্বেও ওই বুথে আমাদের দলের প্রার্থী জয়লাভ করেছে। সেই রাগে ওরা মিথ্যা অভিযোগ করছে।” |
|
|
|
|
|