টুকরো খবর |
গাঁজা কারবারির হামলায় জখম
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
গাঁজার ঠেক নিয়ে প্রতিবাদ করেছিলেন গ্রামবাসীরা। সেই রাগে রাতের বেলা একটি বাড়িতে হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠল গাঁজা কারবারির বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে হলদিয়া পুরসভার চাপি গ্রামে ঘটনাটি ঘটে। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত শেখ সইফুল। শিল্পশহরের ৩ নম্বর ওয়ার্ডের পানা ও চাপি সীমান্তের কাছেই মাইতি পাড়া। তারই অদূরে ফাঁকা মাঠের মাঝে মুসলিম পল্লির যুবক সইফুল মাস খানেক আগে একটি গাঁজার অস্থায়ী ঠেক খুলেছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় প্রতিবাদ জানান মাইতি পাড়ার বাসিন্দারা। সেই সময় সইফুল তাঁদের হুমকি দেন। রবিবার রাত দেড়টা নাগাদ স্থানীয় আশুতোষ মাইতির বাড়িতে শাবল নিয়ে সইফুল হামলা চালান বলে অভিযোগ। ঘুমন্ত সরস্বতীদেবী, আশুতোষবাবু ও তাঁর ছেলে আশিসকে ব্যাপক মারধর করেন। চিৎকার করলে পালিয়ে যান। হলদিয়া মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় তিন জনকেই। প্রাথমিক চিকিৎসার পর ছেলে আশিসকে ছেড়ে দেওয়া হলেও সরস্বতীদেবীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তর করা হয়। হাসপাতালে জখম আশুতোষ মাইতি বলেন, “গ্রামের সকলে সইফুলের গাঁজার ঠেক নিয়ে প্রতিবাদ জানালেও আমি তাতে ছিলাম না। কিন্তু আমাদের বাড়িটি ফাঁকা এলাকায় হওয়ায় সইফুল হামলা চালায়।” রাত সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় সইফুলকে। ওই এলাকার তৃণমূল কাউন্সিলর স্বপন নস্কর বলেন, “গাঁজার ব্যবসার প্রতিবাদ করাতেই মারধর।” হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “ কী কারণে এই হামলা এখনও পরিষ্কার নয়। গাঁজার ঠেকের যে অভিযোগটি উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
ধর্ষণের দায়ে ১০ বছর জেল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বধূকে ধর্ষণের দায়ে ১০ বছরের জেল হল এক ব্যক্তির। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কৌশিক ভট্টাচার্য বুধবার তমলুক থানার মথুরী গ্রামের বাসিন্দা হিমাংশু মান্নাকে এই সাজা শোনান। জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের ২৫ ডিসেম্বর সকালে তমলুক থানার মথুরী গ্রামের বাসিন্দা হিমাংশু মান্নার ধান খেতে দিনমজুরের কাজ করছিলেন পাশের গ্রামের এক বিধবা। অভিযোগ, একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন হিমাংশু। পরে ঘটনার কথা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বধূর অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ হিমাংশু মান্নার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। বুধবার অভিযুক্ত হিমাংশু মান্নাকে ধর্ষণের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
|
নতুন মহকুমাশাসক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কাঁথির নতুন মহকুমা শাসক হলেন সরিৎ ভট্টাচার্য। তিনি আগে হাওড়া সদরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সরিৎবাবু সুমিত গুপ্তের স্থলাভিষিক্ত হলেন। সুমিতবাবু বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হয়ে যাচ্ছেন। |
|