বন্ধ কমিটি গঠন
তৃণমূলের শ্রমিক-কর্মচারী সংগঠনে অন্তর্দ্বন্দ্ব চরমে
তৃণমূলের শ্রমিক-কর্মচারী সংগঠন আইএনটিটিইউসি-র নেতৃত্ব নিয়ে অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এমন অবস্থা, বিদ্যুৎ বণ্টন সংস্থার শ্রমিক ইউনিয়নের বৈধতার প্রশ্ন আদালতকে মীমাংসা করতে হচ্ছে। আবার তিন জেলায় সরকারি কর্মচারী সংগঠনের কমিটি গঠনে গণ্ডগোলের জেরে কমিটি গঠন প্রক্রিয়াই স্থগিত রাখা হয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, কর্মীরা ব্যস্ত থাকায় পঞ্চায়েত ভোটের পরে কমিটি গঠন হবে।
২০১২ সালে বিদ্যুৎ বণ্টন সংস্থায় তৃণমূলের বিধায়ক ও শ্রমিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন সংগঠন ‘পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ কর্মী এবং শ্রমিক ইউনিয়ন’ আইএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী দোলা সেনের নেতৃত্বাধীন ইউনিয়নকে অবৈধ বলে দাবি করে তাদের সমস্ত কাজকর্মের উপরে স্থগিতাদেশ চেয়ে একটি মামলা করে। মামলা করেছিলেন ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক বলাইলাল দাস। দীর্ঘদিন শুনানির পর সম্প্রতি নগর দায়রা আদালতের ১৩ নম্বর বেঞ্চ সেই দাবি খারিজ করে দেয়। অর্থাৎ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় দোলার ইউনিয়নকেই বৈধ বলে আদালত স্বীকৃতি দিল। দোলার ইউনিয়নের হয়ে মামলা লড়েন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। তিনি বলেন, এই ইউনিয়নের কাজের উপরে স্থগিতাদেশ আদালত খারিজ করে দিয়েছে।
বিচারক তাঁর রায়ে বলেছেন, একই দলের দু’টি প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন যে ভাবে নিজেদের বৈধ বলে দাবি করছে, তা দুর্ভাগ্যজনক। দু’পক্ষের নথিপত্র খতিয়ে দেখা দেখে বিচারক দোলার ইউনিয়নের পক্ষে রায় দেন। শোভনবাবুর সংগঠনের আইনজীবী শিবনাথ ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন।
পঞ্চায়েত ভোটের আগেই সমস্ত জেলায় সরকারি কর্মীদের সংগঠন ইউনাইটেড ফেডারেশনের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল ইউনাইটেড ফেডারেশনের চেয়ারম্যান বিধায়ক মৃগেন মাইতিকে। প্রতি জেলায় ৩১ জনের কমিটি গঠিত হবে। কিন্তু পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার পরে শনিবার উত্তর ২৪ পরগনাতেও গণ্ডগোলের জেরে কমিটি গঠন করা যায়নি। মৃগেনবাবু নিজের পছন্দমতো কমিটি গঠন করছেন, এই অভিযোগ তুলে কোথাও মনোজ চক্রবর্তী, কোথাও মঙ্গলময় ঘোষ, কোথাও জীতেন ঘোষ প্রমুখ তাঁদের ঘনিষ্ঠদের নিয়ে সভাকক্ষ ত্যাগ করেন। আগামী কাল, বুধবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কমিটি গঠন হওয়ার কথা ছিল। ১০ মে মালদহে কমিটি গঠন প্রক্রিয়া শেষ হওয়ার কথা। কিন্তু সোমবার বিকেলে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেন, আপাতত কমিটি গঠন বন্ধ থাকবে।
পার্থবাবু বলেন, “পঞ্চায়েত ভোটের কারণেই ইউনাইটেড ফেডারেশনের কমিটি গঠন স্থগিত রাখা হয়েছে। ভোটের পরে কমিটি গঠন হবে।” এ দিকে ফেডারেশন সূত্রে খবর, কোচবিহারে রবীন ঘোষ, শিলিগুড়িতে গৌতম দেব, বালুরঘাটে বিপ্লব মিত্র, রায়গঞ্জে অমল আচার্য ও মালদহে সাবিত্রী মিত্র তাঁদের পছন্দমতো ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করতে চাইছিলেন। এঁরা সকলেই বিধায়ক। গৌতমবাবু ও সাবিত্রী দু’জনে মন্ত্রীও। ফলে তাঁদের কথা ফেলা যাচ্ছিল না। এতে মৃগেনবাবুর আপত্তি আছে। এই পরিস্থিতিতে ফেডারেশনের কমিটি গঠন বন্ধ করাই শ্রেয় পথ বলে মনে করেছেন তৃণমূল নেতৃত্ব।

এই সংক্রান্ত আরও খবর

পুরনো খবর



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.