লগ্নি সংস্থার কর্তা গ্রেফতার তালড্যাংরায়
নিজস্ব সংবাদদাতা • তালড্যাংরা |
আমানতকারীদের প্রাপ্য টাকা ফেরত না দিয়ে প্রতারণার অভিযোগে একটি অর্থলগ্নি সংস্থার কর্তাকে গ্রেফতার করল বাঁকুড়ার তালড্যাংরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ভজহরি ঘোষ ‘বসুন্ধরা রিয়েল এস্টেট অ্যান্ড প্রজেক্ট লিমিটেড’ নামে একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তালড্যাংরার নাচনা গ্রামে তাঁর বাড়ি। রবিবার ওই গ্রামেরই বাসিন্দা ভক্তরঞ্জন ঘোষ তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে সোমবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, বছর চারেক আগে ‘বসুন্ধরা রিয়েল এস্টেট এন্ড প্রজেক্ট লিমিটেড’ নামে তালড্যাংরায় ওই সংস্থা অফিস খুলে মোটা সুদের লোভ দেখিয়ে বাসিন্দাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। এর বছর দুয়েক পরে তালড্যাংরা থেকে অফিস উঠে যায়। ভক্তরঞ্জন ঘোষের অভিযোগ, “পাঁচ বছরে দ্বিগুণ করে দেওয়ার আশ্বাস দিয়ে ভজহরি আমার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছিলেন। কিছুদিন আগে আমি টাকা ফেরত চাইলে তিনি মূল টাকাও ফেরত দিতে রাজি হননি। তাই পুলিশের কাছে অভিযোগ করেছি।” পুলিশের দাবি, ভজহরি অন্য আমানতকারীদেরও টাকা দ্বিগুণ করে দেননি। বার বার তাগাদা করেও লাভ না হওয়ায় অনেকেই হাল ছেড়ে দিয়েছিলেন। সারদা-কাণ্ডের জেরে এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগ হল। তাঁকে জেরা করে ওই সংস্থা সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ।
|
খাদানে মৃত্যু দুই শ্রমিকের
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
খাদানে পাথর চাপা পড়ে মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার দুপুরে কংসাবতী নদী তীরবর্তী রানিবাঁধ থানার আকখুটা লাগোয়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন নিমাই বাউরি (৪২) ও সুনীল বাউরি (৩৫)। তাঁদের বাড়ি খাতড়া থানার গোপীনাথপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খাদানে পাথর কাটছিলেন এলাকার জনা পাঁচেক শ্রমিক। সেই সময় উপর থেকে পাথরের চাঁই নীচে পড়ে। পাথরের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু’জনের। খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন দেহ দু’টি গ্রামে নিয়ে যায়। সন্ধ্যায় রানিবাঁধ থানার পুলিশ গ্রাম থেকে দেহ দু’টি উদ্ধার করে। পরে দেহ দু’টি খাতড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের কাছে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ করা হয়নি। এস ডি পি ও (খাতড়া) কল্যাণ সিংহ রায় বলেন, “পাথর চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি শোনার পরেই খোঁজ নিয়ে দেখার জন্য স্থানীয় থানাকে বলা হয়। তবে কেউ কোনও অভিযোগ করেননি। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করা হবে। ঘটনার তদন্ত করা হচ্ছে।” পুলিশের একটি সূত্র জানাচ্ছে, ওই খাদানের বৈধতা রয়েছে কি না তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
|
অস্ত্র-সহ ধৃত দুই সিপিএম কর্মী
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
এলাকায় ঝামেলা পাকাবার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার অভিযোগে দুই সিপিএম কর্মীকে মারধর করলেন তৃণমূল কর্মীরা। পুলিশ তাঁদের গ্রেফতার করে। সোমবার রাতে বিষ্ণুপুর থানার বাবলাবনি গ্রামের ঘটনা। পুলিশের দাবি, ধৃত মিঠু বাগদি ও অশোক রায়ের কাছ থেকে একটি ওয়ান শর্টার পিস্তল মিলেছে। মারধরে জখম দু’জনকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও সিপিএমের বিষ্ণুপুর জোনাল কমিটির সম্পাদক জয়ন্ত চৌধুরীর দাবি, “স্মরণসভা থেকে ফেরার পথে ওই কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়।” তৃণমূলের বিষ্ণুপুর ব্লক সভাপতি মথুর কাপড়ির পাল্টা দাবি, “হামলার উদ্দেশে পিস্তল নিয়ে সিপিএমের লোকেরা এলাকায় ঘুরছে।”
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কালবৈশাখীর মধ্যে বাজ পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ জানিয়েছে, তাঁর নাম চপলা মাহাতো (৭০)। তিনি হুড়া থানার কেশবপুরের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় ঘরের দাওয়ায় বসে থাকার সময় ঝড়-বৃষ্টির মধ্যে বাজ পড়ে তিনি আহত হন। প্রথমে তাঁকে হুড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয। সেখান থেকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
তরুণের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া-কোটশিলা শাখার গৌরীনাথধাম স্টেশনের অদূরে রেললাইনের ধার থেকে সোমবার রাতে ধ্রুবজ্যোতি কুমার (১৮) নামে এক তরুণের দেহ উদ্ধার করেছে রেলপুলিশ। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের হাউজিং কমপ্লেক্স এলাকায়। সোমবার সকাল থেকেই সে নিখোঁজ ছিল। প্রাথমিক তদন্তে রেলপুলিশের অনুমান, কোনও ট্রেনের ধাক্কায় ওই তরুণের মৃত্যু হয়েছে।
|
বেসরকারি অর্থলগ্নি সংস্থাগুলি সম্পর্কে মানুষকে সজাগ করতে মঙ্গলবার রাইপুরে মহামিছিল করল তৃণমূল। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সিপিএমের কুৎসা ও অপপ্রচারের বিরোধিতার প্রচার করা হয়। মিছিলে হাজির ছিলেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কো-চেয়ারম্যান অরূপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্যামল সরকার প্রমুখ। |