তিনটি পৃথক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন বরযাত্রী। পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের উপরে বলরামপুর থানার মালতি গ্রামের অদূরে এক মোটরবাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। রমেশ সর্দার (১৯) নামে ওই যুবককে বলরামপুর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হলে চিকিতসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা থানা এলাকার জোজোসারমালি গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, রমেশ একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন।
সোমবার রাতেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বুদ্ধেশ্বর সিং মুড়া (২৫) নামে বাঘমুণ্ডি থানার রেলা গ্রামের এক যুবকের। স্থানীয় পুটরা গ্রামে একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তিনি। একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, বিয়েবাড়ি সেরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী বোঝাই গাড়ি গাছে ধাক্কা মারায় ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ঝালদা-বাঘমুণ্ডি রাস্তায় কালিমাটি গ্রামের অদূরে। ঝালদার পুস্তি গ্রাম থেকে একটি ম্যাটাডরে তাঁরা বাগমুণ্ডির হরিডি গ্রামে ফিরছিলেন। ফেরার পথে একটি বাঁকে গাছে ধাক্কা মেরে ম্যাটাডর উল্টে যায়। আহতদের স্থানীয় পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। পরে সাত জনকে পুরুলিয়া সদর হাসপাতালে এবং এক জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক। |