টুকরো খবর |
সংযোগ নেই, বিল আসছে
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
বিদ্যুৎ সংযোগই নেই। অথচ বিল আসছে। বেলডাঙার সুজাপুর-কুমারপুর পঞ্চায়েত এলাকার কয়েকশো পরিবার রাজীব গাঁধী গ্রামীণ বৈদ্যুতিকরণ প্রকল্পের অধীনে বিদ্যুৎ সংযোগ চেয়ে আবেদন করেছে। এখনও সংযোগ মেলেনি। বিল কিন্তু এসেই যাচ্ছে। গ্রামের বাসিন্দা সুফল মণ্ডল বা কার্তিক মণ্ডলেরা বলেন, “বাড়িতে বিদ্যুতই নেই। তবু মাস খানেক আগে বিল আসে। বিদ্যুৎ দফতরের অফিসে নালিশও করেছিলাম। তা সত্ত্বেও পুনরায় বিল এসেছে।” স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কংগ্রেসের সফিকুর রহমান বলেন, “পর পর দু’বার একই ভুল কি করে হল বুঝতে পারছি না।” বেলডাঙা বিদ্যুৎ বন্টন দফতরের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট লালন কৃষ্ণ রায় বলেন, “নথিতে ভুল থাকায় এই বিপত্তি। সংশোধন করা হচ্ছে।”
|
বাদকুল্লায় দুষ্কৃতী হানা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
|
বাদকুল্লার সোনার দোকানে চুরির পর।—নিজস্ব চিত্র। |
শনিবার রাতে বাদকুল্লায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের একটি শাখায় ডাকাতির চেষ্টা করে দুষ্কৃতীরা। এ দিন রাতে জানালা ভেঙে ব্যাঙ্কের ভিতরে দুষ্কৃতীরা ঢোকে। কিন্তু আলমারি লন্ডভন্ড করা ছাড়া বিশেষ একটা সুবিধা করে উঠতে পারেনি ওই ডাকাতেরা। লুঠ হয়নি টাকা। ব্যাঙ্কের ম্যানেজার শ্যামাপ্রসাদ ঘোষ বলেন, “দুষ্কৃতীরা হানা দিলেও তারা কিছুই নিতে পারেনি।” কিন্তু ওই রাতেই ব্যাঙ্কের নীচের তলার একটি সোনার দোকানে চুরি হয়েছে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন ব্যাঙ্কের জানালা ভাঙা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেখে ব্যাঙ্ক থেকে কোনও টাকা পয়সা খোওয়া যায়নি। কিন্তু সোনায় দোকান থেকে কয়েক ভরি গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
|
ভস্মীভূত পান বরজ
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
ভস্মীভূত হয়ে গেল বিঘে পাঁচেকের একটি পানের বরজ। রবিবার সকালে নাগাদ মুরুটিয়ার ফুলকোতলা এলাকার ওই বরজে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। খানিকক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। করিমপুর-১ ব্লকের বিডিও তাপস মুখোপাধ্যায় বলেন, “পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। জেলা উদ্যানপালন দফতরে ক্ষয়ক্ষতির রিপোর্ট পাঠানো হবে। ক্ষতিগ্রস্ত চাষীদের সাহায্যও করা হবে।” করিমপুরের দমকলের ওসি সুখেন সরকার জানান, দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ পরিষ্কার নয়।
|
কংগ্রেসে যোগদান
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সুতির সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নুরুল হক, পঞ্চায়েত সদস্য জ্যোৎস্নারা বেগম সহ কয়েকশো সমর্থক আরএসপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। দলত্যাগী নুরুল হক বলেন, “দল বাম আদর্শ হারিয়েছে। তাই কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেসে যোগ দিলাম।” আরএসপির জেলা কমিটির সদস্য জানে আলম মিঞা বলেন, “জেলা পরিষদে মনোনয়ন না পাওয়ার সম্ভবনা আঁচ করে নুরুল হক সদলবলে কংগ্রেসে গিয়েছেন।”
|
অনিয়মিত জল নিয়ে বিপাক
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
জনস্বাস্থ্য কারিগরি দফতরের অনিয়মিত জল সরবরাহে বিপাকে পড়েছেন বড়ঞা ব্লকের বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি, আড়াই দশক আগে তৈরি পাম্পের সংস্কার হয়নি। তাই মাঝেমধ্যে ব্যাহত হয় জল সরবরাহ। বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণেন্দু রায় বলেন, “জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মীদের সমস্যার কথা বার কয়েক জানিয়েছি। তাঁরা নজর দেন না।”
|
বেহাল ফেরিঘাট
নিজস্ব সংবাদদাতা • রেজিনগর |
রেজিনগরের শক্তিপুরে যাওয়ার পথের ফেরিঘাটের বেহাল দশা। এক পশলা বৃষ্টিতেই ভাগিরথীর ওই নদী ঘাটে যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। জমে যায় প্যাচপেচে কাদা। ঝুঁকি নিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলকে ওই পথ দিয়েই ঘাটে যোতে হবে। স্থায়ী ফেরিঘাট প্রসঙ্গে বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের রোকেয়া বিবি বলেন, “খুব তাড়াতাড়ি সমস্যা মেটানোর চেষ্টা হবে।”
|
ভাঙা কালভার্ট
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
গ্রামে ঢোকার প্রধান রাস্তার উপরের কালভার্ট ভেঙে পড়েছে। জলঙ্গির নওদাপাড়া গ্রামের মানুষের দীর্ঘ দিনের দাবি সত্ত্বেও তা মেরামতির ব্যাপারে নিশ্চুপ প্রশাসনিক কর্তারা। স্থানীয় সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আহসান শেখ বলেন, “মূলত টাকার অভাবেই থমকে রয়েছে কাজ। বিডিও-কেও জানিয়েছি। টাকা মিললেই শুরু হবে কালভার্ট সংস্কার।”
|
সেচ প্রকল্পের উদ্বোধন |
একগুচ্ছ ক্ষুদ্র সেচ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার রানিনগরে ওই অনুষ্ঠানে সৌমেনবাবু বলেন, “কৃষি প্রধান ডোমকলের জলাশয়গুলিকে আগের রুপে ফিরিয়ে দিলে সেচের পাশাপাশি উপকৃত হবেন মৎস্যজীবীরাও।”
|
দুর্ঘটনায় মৃত্যু |
শনিবার লছিমন ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে এক শিশুর। নাম সুরাইয়া খাতুন (৩)। বাড়ি নাকাশিপাড়ার বিলকুমারী এলাকায়। জখম ১৫ জন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
|
গাছ পড়ে মৃত্যু |
ঝড়ে ঘরের উপরে গাছ পড়লে ইতি মণ্ডল (২৪) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার বাড়ি নদিয়ার হাঁসখালির হাজরাখাল এলাকায়। পুলিশ জানায়, রবিবার দুপুরে আচমকা দমকা হাওয়ায় বাড়ির উপর কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়াতেই এই দুর্ঘটনা। |
|