টুকরো খবর
এনায়েতপুর অস্ত্র-কাণ্ডে শরিকি সমর্থন
এনায়েতপুর অস্ত্র-কাণ্ডে সিপিএমের পাশেই দাঁড়াল সিপিআই। খোদ লিখিত বিবৃতি দিয়ে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা। গত বুধবার মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর থেকে মাটি খুঁড়ে ৭০টি বন্দুক-রাইফেল উদ্ধার করে যৌথ বাহিনী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার সহ ১২ জন সিপিএম নেতা-কর্মীর নামে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মামলাও রুজু করে। ইতিমধ্যে রেণুপদ সিংহ নামে এক সিপিএম কর্মী এ ঘটনায় গ্রেফতারও হয়েছেন। সিপিএমের বক্তব্য, একটি মিথ্যে মামলা। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের ফাঁসানোর চেষ্টা। রবিবার লিখিত বিবৃতি দিয়ে সিপিআইয়েরও বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে নির্বাচনে সাফল্য পেতেই এমন অভিযোগ। দলের জেলা সম্পাদকের কথায়, “এনায়েতপুরের ঘটনায় জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক সহ নেতা-কর্মীদের মিথ্যে মামলায় জড়ানো হয়েছে।” পঞ্চায়েত নির্বাচন যাতে অবাধ-শান্তিপূর্ণভাবে হতে পারে, সেই পরিবেশ গড়ে তোলার জন্যও সমস্ত রাজনৈতিক দলের কাছে আর্জি রেখেছেন সন্তোষবাবু। তাঁর কথায়, “পঞ্চায়েত নির্বাচন এক রাজনৈতিক সংগ্রাম। মানুষ তাঁদের মত স্বাধীন ভাবে নির্ভয়ে প্রকাশ করুন। সুস্থ রাজনৈতিক সংগ্রাম হোক। শান্তিপূর্ণ এ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পুলিশ-প্রশাসন তার নিরপেক্ষ ও যথাযথ ভূমিকা পালন করুক।” এনায়েতপুর অস্ত্র-কাণ্ড নিয়ে যখন মেদিনীপুর জুড়ে শোরগোল চলছে, ঠিক সেই সময় সিপিআইয়ের এই বিবৃতি তাত্‌পর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল।

ফের কাউন্সিলরদের তলব
খড়্গপুরে বৈঠক হয়েছে। তবে সমাধানসূত্র মেলেনি। পরিস্থিতি দেখে দলের ‘বিদ্রোহী’ কাউন্সিলরদের সঙ্গে কথা বলতে মেদিনীপুরে তলব করলেন সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা। শনিবার দলের জেলা কার্যালয়ে এসে সন্তোষবাবুর সঙ্গে কথা বলেছেন কাউন্সিলর তৈমুর আলি খান। আজ, সোমবার জেলা কার্যালয়ে আসার কথা আর এক কাউন্সিলর লিপিকা বাগদির। জেলা সম্পাদক ‘বিদ্রোহী’ কাউন্সিলরদের সঙ্গে সরাসরি কথা বললেও সমস্যার সমাধান হবে কি না, সে নিয়ে সংশয় রয়েছে দলের মধ্যেই। দলেরই এক সূত্র জানাচ্ছে, কাউন্সিলররা তাঁদের অবস্থানে অনড়। তাঁদের বক্তব্য, পুরসভায় স্থিতাবস্থা ফেরাতে চেয়েই তৃণমূলের পুরপ্রধানকে সমর্থন করতে চেয়েছেন। এক সপ্তাহ আগে খড়্গপুরের মহকুমাশাসককে চিঠি দেন খড়্গপুর পুরসভার ৩ সিপিআই কাউন্সিলর। চিঠিতে তাঁরা জানান, তৃণমূলের জহরলাল পাল পুরপ্রধান হলে তাঁদের সমর্থন থাকবে।

অস্বাভাবিক মৃত্যু ছাত্রের
রহস্যজনক ভাবে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। শনিবার সকালে চন্দ্রকোনা রোডের ন্যাড়াকোপা গ্রামের এক কুয়ো থেকে দুর্গাপদ মুর্মু (২২) নামে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি চন্দ্রকোনা রোডেরই আমশোলের বলরামপুরে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপদ আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে বাড়ির কাছেই ন্যাড়াকোপা গ্রামে গিয়েছিলেন। রাত ন’টার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। এ দিন সকালে ওই বিয়েবাড়ি থেকে ৩০০ মিটার দূরে এক কুয়োর মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অগভীর, ছোট কুয়োর মধ্যে থেকে দেহ উদ্ধারের পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত্যুর পিছনে প্রণয়ঘটিত কারণ থাকতে পারে।

ফের দুর্ঘটনা দাঁতনে
ফের পথ-দুর্ঘটনা হল ৬০ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানা এলাকার বামুনপুকুরে। পুলিশ জানিয়েছে, এক ট্রলি সুবর্ণরেখা নদীর চর থেকে বালি তোলার কাজ করছিল। বামুনপুকুর থেকে ললিতাপুর যাওয়ার পথে একটি দশচাকার ট্রাক পিছন থেকে ওই ট্রলিকে ধাক্কা মারলে ছিটকে পড়ে যান স্থানীয় কেশরম্ভা গ্রামের বাসিন্দা খালাসি চন্দন মাইতি। গুরুতর আহত চন্দনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। প্রসঙ্গত, শনিবার সকালে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই জাতীয় সড়কেই ছয় জনের মৃত্যু হয়েছিল। তার জেরে স্থানীয় মানুষ যান নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভও দেখান।

আশ্বাসই সার
প্রশাসন আশ্বাসের পরেও বিদ্যুত্‌ সরবরাহ ব্যবস্থা রয়েছে আগের মতোই। এর জেরে ক্ষতি বাড়ছে ধান ও বাদাম চাষের। এমন অভিযোগ তুলে এগরা-বেলদা রাস্তায় ফের অবরোধ শুরু করলেন দাঁতন ২ ব্লক এলাকার বাসিন্দারা। সকাল সাড়ে দশটায় বিদ্যুতের কয়েকটি লাইন কেটে অবরোধ শুরু হয়। চাষিদের অভিযোগ, বিদ্যুত্‌ দফতর ও প্রশাসনের কর্তারা আশ্বাস দিয়েছিলেন আট ঘণ্টা অন্তর বিভিন্ন এলাকায় পালা করে বিদ্যুত্‌ সরবরাহ করা হবে। কিন্তু, হয়নি কিছুই।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃত প্রভাস দাসের (৫৫) বাড়ি চন্দ্রকোনা থানার কুঁয়াপুরে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ন’টা নাগাদ প্রভাসবাবু দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। তখন মেদিনীপুরগামী এক ট্রাক কুঁয়াপুর বাজারে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরই ট্রাকটিকে আটক এবং চালককে গ্রেফতারের দাবিতে স্থানীয়েরা চন্দ্রকোনা-মেদিনীপুর সড়ক অবরোধ করেন। পুলিশ গিয়ে অবরোধ তোলে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ট্রাকটির খোঁজ চলছে।

ধর্ষণে অভিযুক্ত ধৃত
তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত অশোক কর সবংয়ের গোবিন্দপুরের বাসিন্দা। শুক্রবার রাতে প্রতিবেশী ওই তরুণীকে অশোক ধর্ষণ করে বলে অভিযোগ। মেদিনীপুর মেডিক্যালে মহিলার ডাক্তারি পরীক্ষা হয়। শনিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার মেদিনীপুর সিজেএম আদালত ধৃতকে ১৪ দিন জেল হেফাজতে পাঠিয়েছে।

পোস্ত চাষ নষ্ট
ডেবরা থানার ভগবানপুরে পোস্ত চাষ হয়েছিল বলে অভিযোগ এসেছিল পুলিশের কাছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এলাকায় গিয়ে ওই চাষ নষ্ট করল পুলিশ। রবিবার ডেবরা থানা থেকে পুলিশের একটি দল ভগবানপুরে যায়। দেখে, অভিযোগটি ঠিক। এলাকার প্রায় ২ ডেসিমেল জমিতে অবৈধ পোস্ত চাষ হয়েছে। এরপরই পোস্ত গাছ কেটে তা পুড়িয়ে দেওয়া হয়। ডেবরা থানার ওসি কৃষ্ণেন্দু হোতা বলেন, “অভিযোগ পেয়েই পদক্ষেপ করা হয়েছে।”

শিক্ষক কনভেনশন
দুই শিক্ষক সংগঠন এবিটিএ এবং এবিপিটিএ’র যৌথ কনভেনশন হল মেদিনীপুরে। শনিবার জেলা পরিষদ হলে এই অনুষ্ঠানে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ, এবিপিটিএ’র জেলা সম্পাদক সত্যেন বেরা প্রমুখ।

মেদিনীপুরে শিবির
আর্ট অফ লিভিং-এর মেদিনীপুর শাখার পরিচালনায় এক প্রি-টিচার্স ট্রেনিং শিবির হল মেদিনীপুরে। মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে গত শুক্রবার থেকে শুরু হয়েছিল এই শিবির। শেষ হয় রবিবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ ভিন্ রাজ্য থেকেও সদস্যরা এসে এই শিবিরে যোগ দেন। শিবিরে প্রাণায়ম-যোগার প্রশিক্ষণ দেওয়া হয়।

বার্ষিক অনুষ্ঠান
খড়্গপুর শহরের ইন্দা যোগ ব্যায়াম কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান হল রবিবার। ইন্দা গার্লস স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের সভাপতি সম্পদ কুন্ডু সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ সহ প্রাণায়াম ও যোগা প্রদর্শন হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.