টুকরো খবর
হাতি মৃত্যুতে যজ্ঞ রাজাভাতখাওয়ায়
ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রুখতে যজ্ঞ করলেন রাজাভাতখাওয়ার বাসিন্দারা। রবিবার থেকে পাম্পু বস্তিতে গণেশ মন্দিরে যজ্ঞ শুরু হয়। দুশো মহিলা কলসি ও ধর্মগ্রন্থ নিয়ে র্যালি করে। পুজো আয়োজক কেশব শর্মা বলেন, “সাতদিন ব্যাপী বিশ্বশান্তির জন্য যজ্ঞ করা হচ্ছে। রাজাভাতখাওয়ার মধ্যে দিয়ে যাওয়া লাইনে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনায় বাসিন্দারা হতাশ। হাতিকে এঁরা বা মহাকাল রূপে পূজো করেন। যে ভাবে পরিবেশ ও জঙ্গল ধংস হচ্ছে তা রুখতে, শান্তি কামনায় পুজোর আয়োজন করা হয়।” আজ, সোমবার রাজাভাতখাওয়ায় হাতি মৃত্যু রুখতে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক করবেন বনকর্তারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রবীন্দ্র পাল সাইনি জানান, বৈঠকের পরে তাঁরা দুর্ঘটনাস্থলে ঘুরে দেখবেন। ওই দিনই কলকাতার একটি সংস্থার সঙ্গে বনকর্তারা ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু এড়াতে রেল লাইনে ‘এলিফ্যান্ট রিপ্লেন্ট সিস্টেম’ নামে এক আধুনিক ‘ডিভাইস’ বসানোর ব্যাপারে কথা বলবেন। রাজাভাতখাওয়ার বৈঠকে উপস্থিত থাকবেন রেলের কর্তারাও।

গয়েরকাটায় চুরি রুখতে গিয়ে জখম
কাঠ চুরি রুখতে গিয়ে এক ব্যক্তির অস্ত্রের আঘাতে এক বনকর্মী জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মরাঘাট রেঞ্জের খুঁট্টিমারি জঙ্গলে। বন দফতর সূত্রে জানা যায়, ওই বনকর্মীর নাম মাধব রাভা। তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। ধৃতের নাম মারফাস খালকো। তার বাড়ি গয়েরকাটার হিন্দুপাড়ায়। বন দফতরে সূত্রের খবর, ওই দিন রাতে রেঞ্জের ৪ কর্মী টলহদারি করছিলেন। গভীর রাতে তাঁরা কুড়ুল দিয়ে গাছ কাটার শব্দ পান। সেদিকটায় এগোলে ছয় জনের দুষ্কৃতী দলের মুখোমুখি হয়ে যান বন কর্মীরা। পাঁচ জন দুষ্কৃতী পালিয়ে গেলেও এক জন ধারাল অস্ত্র দিয়ে মাধববাবুর হাতে আঘাত করেন বলে অভিযোগ। তাকে ধরে ফেলেন বন কর্মীরা। এদিন ধৃত যুবক জানান, তিনি ইচ্ছে করে মাধববাবুকে আঘাত করেননি। অস্ত্রটি হাত ফসকে গিয়ে তাঁর হাতে লেগেছে। প্রয়োজনের তুলনায় বনকর্মী কম থাকায় দুষ্কৃতীরা জঙ্গলে হানা দিয়ে অবাধে গাছ কাটছে বলে অভিযোগ করছেন কর্মীদের একাংশ। বনকর্মীর সংখ্যা বাড়ানো না হলে কয়েক বছরে মরাঘাট সহ বেশ কয়েকটি জঙ্গলে ব্যাপক হারে গাছ চুরি হবে বলে আশঙ্কা করছেন তারা। বনকর্মীদের সংখ্যা কম থাকার কথা স্বীকার করেন ডিএফও। জলপাইগুড়ি ডিভিশনের ৮টি রেঞ্জ ও ২২টি বিট অফিসে ৪৫০ বনকর্মী থাকার কথা। রয়েছেন ৩৪৩ জন। যাদের গড় বয়স ৫৫। জুন মাসে ৪৩ জন অবসর নেবেন। কর্মী না বাড়ালে সমস্যা প্রকট হবে তা মেনে নেন বনাধিকারিকরা।

স্বস্তি। ফালাকাটার দক্ষিণ খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্রে রাজকুমার মোদকের তোলা ছবি।

হাতির হানায় মৃত্যু কৃষকের
খেতের ফসল বাঁচাতে গিয়ে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক কৃষকের। শনিবার সকালে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার সাগরাকাটা গ্রামের ঘটনা। মৃতের নাম হারাধন ঘোষ (৫২)। বাড়ি ওই গ্রামেই। স্থানীয় বাসিন্দা সুভাষ তুং বলেন, “সাগরাকাটা গ্রাম লাগোয়া কাঁটাবেশিয়া জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে হারাধনবাবুকে তাড়া করে শুঁড়ে আছড়ে মারে।” হাতি তাড়ানো ও ক্ষতিপূরণের দাবিতে পরে বৃন্দাবনপুর বিট অফিসে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বন দফতরের বৃন্দাবনপুর বিটের আধিকারিক বিশ্বনাথ মুদিকোড়া বলেন, “হাতিটি দলছুট দাঁতাল। আমরা তাড়াবার চেষ্টা চালাচ্ছি। মৃতের পরিবারের হাতে এ দিনই ৫০ হাজার টাকা তুলে দেওয়া হবে। দেহ ময়না-তদন্ত হওয়ার পরে আরও ৫০ হাজার টাকা দেওয়া হবে।”

দূষণ প্রতিরোধে বিদেশীরা
নানা সাজে।—নিজস্ব চিত্র।
দোলের আগে মায়াপুরে দেশী-বিদেশী পর্যটকে ঠাসা ভিড় রবিবার সকালে ওঁদের দেখে থমকে গিয়েছিল। অদ্ভূত সাজে সজ্জিত একদল বিদেশী পই পই করে মানুষকে বোঝাচ্ছেন পরিবেশ দূষনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। বিশ্ব বৈষ্ণব রাজ সংগঠনের সদস্য হিসেবে ওঁরা কেউ এসেছেন কলম্বিয়া, কেউ পেরু, কেউ চিলি, কেউবা ব্রাজিল থেকে। বিদেশীদের কেউ সেজেছেন দূষনে ভরা গঙ্গা। তাঁর নীল শাড়ির উপর আটকানো প্লাস্টিকের টুকরো, আবর্জনা। কেউ সেজেছেন পৃথিবী মাতা। দূষনে তিনি কালো হয়ে গিয়েছেন। কারোর বা সর্বাঙ্গে নারী নির্যাতন, শিশু নিগ্রহ বন্ধের দাবিতে সতর্কবানী। কলম্বিয়ার শ্যামা কৃষ্ণপ্রিয়া দাসী বা বুলগেরিয়ার ব্রহ্মসংহিতারা বলেন, “বোঝালে মানুষ আমাদের কথা শোনেন। সদ্য সমাপ্ত কুম্ভমেলায় ২৫০টি ডাস্টবিন নদীর ধারে রেখেছিলাম। সেখানে ফুল বেলপাতা ফেলতেন লোকজন। দোলেও আমরা চাই পরিবেশ দূষন বন্ধ হোক।” বিশ্ব বৈষ্ণব রাজ সংগঠনের সম্পাদক তথা মায়াপুর বৃন্দা মিশনের প্রধান পরমাদ্বৈত স্বামী বলেন, “মায়াপুর জুড়ে বিভিন্ন জায়গায় ৫০টি ডাস্টবিন রাখা হয়েছে। এই অস্থায়ী ডাস্টবিনে নোংরা জড়ো করে দূষণ রুখব।”

চোরাশিকারি ধৃত
দু’টি বন্দুক-সহ এক চোরাশিকারিকে ধরল ওড়িশা পুলিশ। দিন তিনেক আগে সিমিলিপাল সংলগ্ন অংশে তল্লাশি চালায় পুলিশ ও বনরক্ষীরা। সিমিলিপাল পাহাড়ের পাদদেশে ভোলাগড়িয়া গ্রামে হানা দিয়ে তারা ঝুলা মুন্ডা নামে মেদিনীপুরের গোপীবল্লভপুর এলাকার এক বাসিন্দাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঝুলা মুন্ডার কাছ দু’টি বন্দুক ও প্রচুর কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সিমিলিপাল অভয়ারণ্যে আন্তঃরাজ্য চোরাশিকারি দল তৎপর।

বন্দি
ছবি: সব্যসাচী ইসলাম।
রবিবার দুপুরে গ্রামের ভিতরে এই হায়নাটিকে ঘুরতে দেখে আতঙ্ক ছড়ায় বীরভূমের নলহাটি থানার মধুপুরে। পরে গ্রামবাসী মাছ ধরার জাল দিয়ে হায়নাটিকে ধরে ফেলেন। বন দফতর হায়নাটিকে উদ্ধার করেছে। জেলা বন আধিকারিক কিশোর এস মাঁকড় বলেন, “সম্ভবত খাদ্যের সন্ধানে লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গল থেকে বছর ১৫-১৬-র পুরুষ হায়নাটি এখানে ঢুকে পড়ে। রাজ্যের কোনও চিড়িয়াখানায় বা জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হবে।”

বন্যপ্রাণী উদ্ধার
৩টি সাপ, ১টি ঈগল ও ১টি বনবিড়াল উদ্ধার করল পিপল ফর অ্যানিম্যালের সদস্যরা। রবিবার দুপুরে রায়গঞ্জের বোগ্রাম ও আব্দুলঘাটায় পোলট্রি ফার্ম থেকে সাপ, রায়গঞ্জের সুদর্শনপুর থেকে একটি ঈগল ও বিকালে রায়গঞ্জের রাসবিহারী মার্কেট থেকে একটি অসুস্থ বনবিড়াল উদ্ধার করে তারা।

জলপাইগুড়ি শহরে ১ নম্বর ওয়ার্ডের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন করলা নদীতে
গজিয়ে উঠেছেএকটি চর। নদীর জল কম থাকায় গরু মোষ অনায়াসে সেখানে
গিয়ে ঘাস খায়। নদী এ ভাবে মজে যাওয়ায় উদ্বিগ্ন বাসিন্দারা।—নিজস্ব চিত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.