নতুন পোপের উপর বিশেষ আশা ভারতের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রথম ল্যাটিন আমেরিকান পোপের সাদামাঠা চিন্তায় আশান্বিত ভারতীয় ক্যাথলিক চার্চ। দিল্লির আর্চবিশপ অনিল কোউটো জানিয়েছেন, নতুন পোপ হয়তো প্রতিনিধি বাছাইয়ের জন্য এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার মতো দেশগুলির উপর জোর দেবেন। এ বার ভ্যাটিকানে ভারতীয় প্রতিনিধির সংখ্যা বাড়তে পারে। চার্চের পক্ষ থেকে ভারত সফরের নিমন্ত্রণও জানানো হবে নতুন পোপকে। পোপের নির্বাচন পদ্ধতিতে কার্ডিনাল হিসেবে পাঁচ জন ভারতীয়র উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। অন্য দিকে, পরিচয় হিসেবে ফ্রান্সিস নামটিই বেছে নিলেন কেন, সে কথা রবিবার নিজেই ব্যাখ্যা করলেন নতুন পোপ। দ্বাদশ-ত্রয়োদশ শতকের ইতালীয় যাজক সন্ত ফ্রান্সিসের জনসেবায় অনুপ্রাণিত হয়েই নিজে জনগণের ফ্রান্সিস হয়ে উঠেছেন পোপ। বুধবার পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর এই নামটিই নিজে বেছে নিয়েছেন ৭৬ বছরের এই ল্যাটিন আমেরিকান ব্যাক্তি। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আগে থেকেই সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন পোপ ফ্রান্সিস। তাঁর মন্তব্য, ‘গরিব মানুষের জন্য কাজ করছে গরিব চার্চ। এটাই আমার স্বপ্ন।’
|
গ্রেফতার জঙ্গি
সংবাদসংস্থা • করাচি |
গ্রেফতার করা হল নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-জাঙ্গভির শীর্ষ কম্যান্ডার কোয়ারি আব্দুল হায়িকে। অভিযোগ, ২০০২ সালে মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের নৃশংস হত্যার ঘটনায় তিনি জড়িত। পুলিশ সূত্রে খবর, রবিবার করাচিতে তাঁকে গ্রেফতার করা হয়। |