খেলার টুকরো খবর

প্রথম ডিভিশনে জয়ী মিলনী

প্রথম ডিভিশন ক্রিকেট লিগে কল্যাণ স্মৃতি সঙ্ঘকে ৮ উইকেটে হারাল মিলনী। প্রথমে ব্যাট করে কল্যান ৩৫ ওভারে ১১৬ রান করে। দলের অভিজিৎ শিকদার করেন ৩১ রান। মিলনীর অরিত্র চট্টোপাধ্যায় ওরফে লুথার ১৫ রানে ৪ উইকেট নিয়ে কল্যাণের ব্যাটিং লাইন-আপে ধস নামান। তাঁকে যোগ্য সঙ্গত করেন ২০ রানে ২ উইকেট দখল করা প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়। পরে ব্যাট করতে নেমে মিলনী মাত্র ১৬ ওভারে ১১৯-২ রান করে। অরিন্দম দাস ৪১ বলে ৫১ রান করেন ও সুদীপ চট্টোপাধ্যায়ে ২৬ রানে অপরাজিত থাকেন। তবে মিলনীর ১১ জনই ছিলেন বহিরাগত ক্রিকেটার। দলে ছিলেন শিবশঙ্কর পাল, অরিত্র চট্টোপাধ্যায়, জয়জিত বসু, প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়, অরিন্দম দাসের মত ক্রিকেটারেরা। অন্য দিকে, কল্যাণ ৯জন বর্তমান ও প্রাক্তন বাংলার ক্রিকেটারদের নিয়ে আসে। কিন্তু ম্যাচ একপেশে হয়ে পড়ায় দর্শকদের প্রত্যাশা মেটেনি। অপর ম্যাচে শিবাজি সঙ্ঘ ১৩ রানে হারায় বর্ধমান লোকো ইয়ং মেনস সোসাইটি বা ব্লিজকে। শিবাজী প্রথমে ৪০ ওভারে ২৩০-৮ রান করে। দলের পঙ্কজ সাউ ৫৭ রান, সুরজিৎ দাস ৪৩ রান করেন। ব্লিজের অভিষেক দাস ৪৯ রানে ২ উইকেট ও সুজিৎ যাদব ৪৫ রানে ২ উইকেট পান। জবাবে ব্লিজ ৪৫ ওভারে ২১৭-৮ রান করে। তাদের অভিষেক দাস ৮৩ বলে ১০৯ রান করেন। তার মধ্যে ৮টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি ছিল। দলের দেবপ্রিয় সুর করেন ৫৪ রান। কিন্তু তা সত্ত্বেও দলকে জেতাতে পারেননি তাঁরা। শিবাজীর উজ্জ্বল দাস ১৭ রানে ২ উইকেট ও সুরজিৎ দাস ২৮ রানে ২ উইকেট নেন।

জয়ী অগ্রণী সঙ্ঘ
কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট লিগে রবিবার আপনজন ক্লাবকে হারিয়ে জিতল অগ্রণী সঙ্ঘ। কাটোয়া কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় এ দিন অগ্রণী সঙ্ঘ ১৪৬ রান তোলে। অগ্রণী সঙ্ঘের হয়ে সর্ব্বোচ্চ রান করেন মহম্মদ রিয়াজউদ্দিন (৭৫ রান)। জবাবে আপনজন ক্লাব ১৩৫ রান করে। অন্যদিকে শনিবারের খেলায় কাটোয়া কলেজ বড় ব্যবধানে যুবশক্তিকে হারিয়ে দেয়। কাটোয়া কলেজের হয়ে ব্যাটে ও বলে উভয় ক্ষেত্রেই সফল হন প্রভাকর ঘোষ।

জয়ী স্টার ক্লাব

রানিগঞ্জ থানা ও রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় শনিবারের খেলায় বিজয়ী হল স্টার ক্লাব রনাই। রনাই মাঠে তারা ব্লুমেক্স ইগারাকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ইগারা ১৪২ রানে সব উইকেট হারায়। ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় স্টার ক্লাব। ৬টি উইকেট নিয়ে খেলার সেরা বিজয়ী দলের নাদিম খান।

জিতল হরিপুর
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেটে শনিবার আসানসোল স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল হরিপুর এসসি। তারা সুভাষ এসিকে ৪ উইকেটে হারায়। ৬ উইকেটে জয়ের রান তুলে নেয় হরিপুর।


চলছে সুপার ডিভিশন ক্রিকেট। দুর্গাপুরের এমএএমসি মাঠে তোলা নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.