একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের এটিএম ভেঙে লুঠপাঠের চেষ্টায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার বুদবুদের ঘটনা। ধৃতের নাম শৈলেন লোহার। বুদবুদের শুকডালের বাসিন্দা তিনি। পুলিশ জানায়, সবদিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোর তিনটে নাগাদ বুদবুদের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম শাবল দিয়ে ভেঙে টাকা বের করার চেষ্টা করে শৈলেন। মেশিনটি প্রায় ভেঙেও ফেলে সে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে শৈলেনকে পুলিশের হাতে তুলে দেন। তাঁরাই জানান, তখন ওই এটিএমে কোনও নিরাপত্তা রক্ষী ছিল না। এরপর পুলিশ শৈলেনকে বুদবুদ থানায় নিয়ে যায়। শৈলেনের পরিবারের তরফে অবশ্য দাবি করা হয়েছে, সে শারীরিক ভাবে অসুস্থ এবং বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদেও ভুগছে। অসুস্থতার কথা স্বীকার করেছে পুলিশও।
|
মালগাড়ি আটকে কয়লা লুঠ রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মালগাড়ি থামিয়ে প্রায় দেড়শো টন কয়লা লুঠ করল দুষ্কৃতীরা। শনিবার রাতে নর্থ ব্রুক সেন্ট্রাল ডিপোর কাছে ময়রাবাঁধের ঘটনা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, তাঁরা নিমচা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। আসানসোল ডিআরএমকেও লিখিত অভিযোগ পাঠিয়েছেন। কর্তৃপক্ষের দাবি, গাড়ির চালকের সঙ্গেও দুষ্কৃতীদের যোগসাজশ ছিল। তাই ইচ্ছাকৃত ভাবে মালগাড়ি কয়েক ঘণ্টা দাঁড় করিয়ে দেওয়া হয়। এর আগে ১৯ জানুয়ারি, ৪, ১১ এবং ১৪ ফেব্রুয়ারিও একইভাবে দুষ্কৃতীরা হঠাৎ দাঁড়িয়ে পড়া মালগাড়ি থেকে কয়লা লুঠ করেছিল। প্রত্যেক বার ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং ডিআরএমকে জানানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
শাহবাগের সমর্থনে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বাংলাদেশের শাহবাগ প্রজন্ম চত্বরে চলা আন্দোলনের সমর্থনে মিছিল করলেন অন্ডালের বুদ্ধিজীবীরা। রবিবার উখড়া বাজপেয়ী মোড় থেকে মিছিল শুরু করেন তাঁরা। মিছিলের পরে লিটল ম্যাগজিন ‘অর্ণব’-এর পঁচিশ বছর উপলক্ষে চিলড্রেন্স অ্যাকাডেমি প্রাঙ্গণে কবিতা উৎসব আয়োজিত হয়। কবি আশিস সান্যাল, কার্তিক মোদক-সহ ৩০ জনেরও বেশি কবি স্বরচিত কবিতা পাঠ করেন।
|
আটকে রাজধানী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ইঞ্জিনে যান্ত্রিক গোলমালের জেরে বর্ধমানের গলসি স্টেশনের কাছে আটকে পড়ল ডাউন হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। পরে অন্য ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটিকে বর্ধমান স্টেশনে নিয়ে যাওয়া হয়। বর্ধমানের, স্টেশন ম্যানেজার গোপাল চট্টরাজ বলেন, “আধ ঘণ্টার জন্য ট্রেনটি আটকে পড়েছিল। এর জন্য কোনও ট্রেন বাতিল হয়নি।”
|
দখল উচ্ছেদ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবৈধ আবাসন উচ্ছেদে অভিযান করলেন ইসিএল কর্তৃপক্ষ। রবিবার কুলটির চিনাকুড়ি এলাকায় দখল করে রাখা প্রায় ১২টি আবাসন খালি করা হয়েছে। এছাড়া ইসিএলের জমিতে অবৈধ নির্মাণ করে যারা বসবাস করছেন সেই সমস্ত বাসস্থানের বিদ্যুৎ এবং জলের লাইনের সংযোগও ছিন্ন করে দিয়েছেন ইসিএল কর্তৃপক্ষ।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। তাঁর নাম অষ্টম আঁকুড়ে (২৮)। বাড়ি গলসির সালুন গ্রামে। রবিবার সকালে বাড়ির কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ মেলে। পুলিশের দাবি, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক।
|