টুকরো খবর |
নকলে বাধা, অশান্তি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
নকলে বাধা দেওয়ায় মঙ্গলবার সমশেরগঞ্জের জয়কৃষ্ণপুর হাই স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ। প্রধান শিক্ষক হুমায়ুন আলি বলেন, “ইচ্ছে মতন নকলে বাধা পেয়ে ক্ষুব্ধ ছিল পরীক্ষার্থীদের একাংশ। তারাই শেষ দিনে স্কুলে চেয়ার, টেবিল, বেঞ্চ ভাঙচুর করে। হেনস্থা করা হয় কয়েকজন শিক্ষককে। পুলিশ এসে ওই পরীক্ষার্থীদের সরিয়ে দেয়। অন্য দিকে সুতির ছাবঘাটি হাই স্কুলে নকল দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে এক যুবক। অভিযোগ, পুলিশ তাঁকে বেধড়ক মারধর করে। পরীক্ষা শেষে শুরু হয় জনতা-পুলিশ খন্ডযুদ্ধ। ক্ষুব্ধ অভিভাবকেরা এক পুলিশকে স্কুলে আটকে রাখে। পরে পুলিশ নকল সরবরাহকারী জখম যুবককে হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুলের প্রধান শিক্ষক সদানন্দ হাজরা বলেন, “ঝামেলা হয়েছে স্কুলের বাইরে। পরীক্ষা শেষ হয়েছে নির্বিঘ্নেই।”
|
মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
থ্যালাসেমিয়া আক্রান্ত এক মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল ঘূর্ণী হাই স্কুলের পরিচালন সমিতির সম্পাদক গৌতম রায়ের বিরুদ্ধে। অভিযোগ, পরীক্ষা শুরুর পরীক্ষার্থীরা গেটের সামনে হট্টগোল করছিল। পরে ভিতরে ঢুকে তারা একটি পাখাও ভাঙে বলে অভিযোগ। এতেই গৌতমবাবু প্রান্তিক দাস নামে ওই পড়ুয়াকে মারধর করে বলে অভিযোগ। কৃষ্ণনগর এভি হাই স্কুলের ওই ছাত্রের দাবি, আমি ঝামেলায় ছিলাম না। তবুও আমাকে মারা হল। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছে ওই পড়ুয়া। অভিযুক্ত গৌতমবাবু তৃণমূল নেতা। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের আপ্ত সহায়ক। অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, “স্কুলের সম্পত্তি নষ্ট করায় ওই ছাত্রকে বকাঝকা করা হয়েছে মাত্র। মারধরের প্রশ্নই ওঠে না।” আইসি আলোকরঞ্জন মুন্সি বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”
|
কলেজ ছাত্রীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী সোনামনি ঘোষের (১৯) দেহ মেলে নাকাশিপাড়া বিডিও অফিস চত্বরে। তাঁর বাড়ি ধুবুলিয়ার বাহাদুরপুরে। পুলিশ জানায়, সোমবার সকালে ওই ছাত্রী গৃহশিক্ষকের কাছ পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কথা ছিল, সেখান থেকে কলেজ ঘুরে বাড়ি ফিরবেন। মৃতার জামাইবাবু দুর্বাষা ঘোষ বলেন, “বাড়ি ফিরতে দেরি করায় শ্বশুরমশাই কৃষ্ণনগরে যান। জানতে পারেন, সোনামনি টিউশন বা কলেজ যায়নি।” মঙ্গলবার সকালে দেহ মেলে ওই পড়ুয়ার। মৃতার পরিবারের দাবি, আত্মহত্যা করতে অতদূর যাবে কেন? এটা খুন।
|
পালাল ৭ তরুণী
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
হোম থেকে ফের পালিয়ে গিয়েছেন সাত তরুণী। তাঁদের মধ্যে ৬ জনই অবশ্য বাংলাদেশি। শনিবার সিজেএম আদালত তাঁদের বেলডাঙার একটি হোমে থাকার নির্দেশ দেয়। সেখানে যেতে রাজি না হওয়ায় রবিবার তাঁদের ফের বহরমপুরের সিজেএম আদালতে তোলা হয়। হোমে কোনও অশান্তি না করার শর্তে বিচারক তাঁদের পুনরায় রেজিনগর হোমে ফেরানোর নির্দেশ দেন। হোমে আসার পথে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে ওই তরুণীরা। এক জন জখম হন। মঙ্গলবার রেজিনগরের সেই হোম থেকেই পালান তাঁরা।
|
যুবক খুনে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
শ্বাসরোধ করে এক যুবককে খুনের দায়ে পুলিশ দু-জনকে গ্রেফতার করেছে। আটক করেছে আরও তিন। গত শনিবার বড়ঞার গোদাপাড়ার সফিক শেখের (৩২) দেহ মেলে ময়ূরাক্ষীর বাঁধে। মৃতের বাবা শেখ নারুল ইসলাম প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। তাঁর দাবি, ওই যুবকেরা সফিককে ফোন করে ডেকে খুন করে।
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়না, টাকা ও দু-টি মোবাইল লুঠ করল দুষ্কৃতীরা। সোমবার রাতে দশটা নাগাদ ডাকাতেরা নাকাশিপাড়ার বিল্বগ্রামের বিশ্বনাথ দাসের বাড়িতে চড়াও হয়। বাড়িতে সেই সময় ছিলেন বিশ্বনাথবাবুর স্ত্রী ও দুই ছেলে। তাঁরা জানান, আগ্নেয়াস্ত্র দেখিয়ে আলমারি থেকে সোনার গয়না, কয়েক হাজার টাকা ও মোবাইল লুঠ করে পালায় দুষ্কৃতীরা।
|
জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বিয়ে বাড়িতে এসে জলে ডুবে মৃত্যু হল দুই বোনের। নাম খালিদা খাতুন (১৩) ও মোজলেফা খাতুন (১১)। বাড়ি মালদহের শিমুলতলা চরে। মঙ্গলবার ফরাক্কার শিকারপুরে একটি বিয়ের অনুষ্ঠানে আসে ওই দুই বোন। দুপুরে অনুষ্ঠান বাড়ি লাগোয়া গঙ্গায় ছোট নৌকায় করে ঘোরার সময় জলে পড়ে যায় তারা। ঘণ্টাখানেক পর মেলে তাদের মৃতদেহ।
|
বিক্ষোভ |
মঙ্গলবার জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য চেক না পেয়ে চাকদহের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান জমিদাতারা। দাবি, জমি হস্তান্তরের কাগজে সইয়ের পর সরকার চেক দিতে ঢিলেমি করছে।
|
অস্বাভাবিক মৃত্যু |
কৃষ্ণনগরের দিগনগরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে দশম শ্রেণির এক ছাত্রের। নাম সৌরভ ঘোষ (১৬)।
|
|
ডোমকলের জোতকানা গ্রামে পোস্ত গাছ পুড়িয়ে দিল পুলিশ। ছবি: বিশ্বজিৎ রাউত।
|
|
বেহাল রঘুনাথগঞ্জ-ওমরপুর রাজ্য সড়ক। —নিজস্ব চিত্র। |
|