নবদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে রবিবার সাধারণ গ্রন্থাগার সাংস্কৃতিক মঞ্চে অষ্টম বর্ষ বাংলা কবিতা উৎসবের আয়োজন করা হয়। কলকাতা-সহ বিভিন্ন জেলার ৬৫ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে প্রকাশিত এক গুচ্ছ পত্রিকা সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ সংখ্যা হিসেবে প্রকাশ করেছে। তার মধ্যে মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা রানিনগর শেখপাড়া থেকে আজিজুল ইসলামের সম্পাদনায় ‘বৈশাখী’ পত্রিকা এবং লালবাগ থেকে প্রকাশিত পার্থসারথী উপাধ্যায় ও সঞ্জীব নিয়োগী সম্পাদিত ‘বিনির্মাণ ১২’ পত্রিকা অন্যতম। মৃত্যুর পরে প্রকাশিত সিরাজ সংক্রান্ত যাবতীয় লেখা বৈশাখী পত্রিকার সিরাজ সংখ্যায় ঠাঁই পেয়েছে।
|
কলাঙ্গনের আয়োজনের সম্প্রতি নবদ্বীপ টাউন ক্লাব মঞ্চে ধ্রুপদী নৃত্য সন্ধ্যার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে কত্থক নৃত্য পরিবেশন করেন সংস্থার প্রধান রুচিস্মিতা সাহা। তবলায় সজল কর্মকার ও সারেঙ্গিতে বিজয় মিশ্র সঙ্গত করেন। দ্বিতীয় পর্বে সংস্থার শিক্ষার্থী শিল্পীরা ‘বর্ষা’, ‘হারিয়ে যাওয়া ছেলেবেলা’ এবং ‘রিদম্ অফ জয়’ শীর্ষক তিনটি ভিন্ন স্বাদের নৃত্যালেখ্য উপস্থাপনা করেন।
|
নবদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে রবিবার সাধারণ গ্রন্থাগার সাংস্কৃতিক মঞ্চে অষ্টম বর্ষ বাংলা কবিতা উৎসবের আয়োজন করা হয়। কলকাতা-সহ বিভিন্ন জেলার ৬৫ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। দ্বাদশ পর্বে পড়ল মানসিক প্রতিবদ্ধীদের সংগঠন ‘মনন’। ওই উপলক্ষে গত ৩ মার্চ নবদ্বীপ বৈদিকপাড়ায় সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মননের সদস্যদের হাতে গোলাপ ফুল উপহার হিসেবে তুলে দেন শহরের বিশিষ্ট মানুষজন। পরে ২৫ জন মানসিক প্রতিবন্ধী সঙ্গীতের তালে সমবেত নৃত্য পরিবেশন করেন।
|
মুর্শিদাবাদ বইমেলায় প্রকাশিত হয়েছে সম্পাদিত ‘অয়ন’ পত্রিকা। ১৯৮০ সালে প্রকাশিত ওই পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় কবিতা, গল্প, গ্রাম জীবনের লোকছড়া নিয়ে নিবন্ধ ও গ্রন্থ আলোচনা। এ ছাড়াও বইমেলায় প্রকাশিত হয়েছে ‘মহার্ণব’। পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় মুর্শিদাবাদের কুটির শিল্প সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
|
সংস্কৃত গবেষক ও কৃষ্ণনাথ কলেজের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান কেদারেশ্বর চক্রবর্তী সংস্কৃতে অনুবাদ করেছেন গীতাঞ্জলির ৪০টি কবিতা। ‘সংস্কৃতানূদিতঃ গীতাঞ্জলীঃ’ নামে তা প্রকাশিত। ১৯১২-২০১৩ নোবেল প্রাপ্তির শতবর্ষ উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা জানাতেই এই প্রকাশ।
|
ধুবুলিয়ার ‘মিষ্টিমুখ’ পত্রিকা এ বারের বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ধুবুলিয়ার নেতাজি পার্কে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্প্রতি পত্রিকার বিশেষ সংখ্যা ‘অমর একুশে’ প্রকাশিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে ওই ছড়া পত্রিকায় লিখেছেন তরুণকান্তি বারিক, রামচন্দ্র পাল, অপূর্বকুমার কুণ্ডু ছাড়াও অনেকে। |