পাচারকারী সন্দেহে ধৃত দুই মহিলা
পাচারকারী সন্দেহে দু’জন মহিলাকে গ্রেফতার করেছে শক্তিপুর থানার পুলিশ। রবিবার দুপুরে শক্তিপুরের কাজিপাড়ার এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এবং পরে বেলডাঙা থানার দেবকুণ্ড গ্রামের এক ব্যক্তির হাতে তুলে দেয় বলে প্রতিবেশী দুই মহিলার প্রতি অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই গ্রামের লোকজন ওই দুই মহিলাকে আটক করে। পরে শক্তিপুর থানার পুলিশ গ্রামে এসে তাঁদের উদ্ধার করে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “ওই দুই মহিলাকে ধরা হয়েছে। প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ। ঘটনার তদন্ত চলছে। উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে। তবে ওই কিশোরীকে যার হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ, সেই ব্যক্তির খোঁজে পুলিশের তল্লাশি চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর তিনটে নাগাদ সাটুই-চৌরীগাছা বাজারে বেড়াতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায় প্রতিবেশী ওই দুই মহিলা। ওই কিশোরীর দাদা সিরাজুল শেখ বলেন, “ওই দুই মহিলার সঙ্গে বোনকে যেতেও দেখেন গ্রামের লোকজন। পরে সন্ধ্যা পর্যন্ত বোন বাড়ি ফিরে না আসায় আমাদের সন্দেহ হয়। তখন বিষয়টি জানতে পারি। গ্রামবাসীদের সঙ্গে আমাদের কথাবার্তা শুনতে পেয়ে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে ওই দুই মহিলার এক জন। তখন গ্রামবাসীরা তাকে ধরে জেরা করতে শুরু করে। ওই মহিলা তখন অন্য মহিলার নামও জানায়।”
এর পরেই উত্তেজিত গ্রামবাসীরা ওই দুই মহিলাকে আটক করে বিক্ষোভ দেখায়। বিষয়টি জানতে পেরে শক্তিপুর থানার পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সোমবার দুপুরে ওই কিশোরী শক্তিপুর থানায় হাজির হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। সিরাজুল বলেন, “সন্ধ্যা পর্যন্ত বোনের খোঁজ না পেয়ে চাইল্ড লাইনে ফোন করে বিস্তারিত জানাই।”
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী কামনগর কাজিপাড়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। ওই কিশোরীরা ৪ ভাই ও ৫ বোন। তার মধ্যে ৩ বোনের বিয়ে হয়ে গিয়েছে। বাবা পেশায় কৃষিজীবী আহাদ আলি শেখ বলেন, “আমার নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে বেলডাঙা থানার দেবকুণ্ড এলাকার রাজু শেখের হাতে তুলে দেয় প্রতিবেশী ওই দুজন মহিলা। ওই রাজু শেখের আগে বিয়ে হয়েছিল। তার ৪ সন্তানও রয়েছে।”
মুর্শিদাবাদ চাইল্ড লাইনের সদস্য রাহাতুল্লা শেখ বলেন, “জেলায় বিয়ের নামে নারী পাচার নতুন কোনও ঘটনা নয়। রেজিনগর, বেলডাঙা থানা এলাকায় ওই পাচারচক্র অত্যন্ত সক্রিয় রয়েছে। ওই কাজে গ্রামের মহিলারা আড়কাঠি হিসেবে কাজ করে থাকে। এক্ষেত্রেও ওই দুজন মহিলা দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছিল বলে ওই কিশোরীকে কাউন্সেলিং করে জানতে পেরেছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.