|
|
|
|
|
|
|
• মিউচুয়াল ফান্ডে লগ্নি করতে চাই। কিন্তু এ নিয়ে দু’টি প্রশ্ন রয়েছে—
(১) মিউচুয়াল ফান্ডে সুদের হার বা লাভ কি ব্যাঙ্ক আমানতে সুদের হারের থেকে বেশি?
(২) এই ক্ষেত্রে লগ্নির বিষয়ে পরামর্শ দিতে পারে, এমন কোনও সংস্থার নাম ও ঠিকানা জানাবেন।
দেবাশিস মিত্র, উঃ ২৪ পরগনা
মিউচুয়াল ফান্ডে লগ্নির সময়ে প্রথমেই যে কথাটা মনে রাখতে হবে, তা হল এই ফান্ড গ্রাহককে কোনও নির্দিষ্ট সুদ দেয় না। নির্দিষ্ট সুদ দেয় ব্যাঙ্কের আমানত বা বন্ড। মিউচুয়াল ফান্ডের রিটার্নের পুরোটাই শেয়ার বাজারের উপর নির্ভরশীল। তাই বাজার উঠলে, আপনার ফান্ডের রিটার্নও ভাল হবে বলে মনে করা হয়। আবার বাজারের হাল ভাল না হলে, রিটার্ন খারাপ হতে পারে।
আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, বাজারে অসংখ্য সংস্থা রয়েছে, যারা এই ধরনের পরামর্শ দিয়ে থাকে। তাই আলাদা করে কোনও নির্দিষ্ট সংস্থার নাম, ঠিকানা দেওয়া সম্ভব নয়। বরং আপনি প্রথমেই যান অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (অ্যামফি)-র ওয়েবসাইট www.amfiindia.com-এ। সেখানে আপনার পক্ষে সুবিধাজনক জায়গার নাম ও পিন নম্বর দিয়ে খুঁজলেই বিভিন্ন সংস্থার নাম, ঠিকানা ও ফোন নম্বর পাবেন। তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
|
|
|
|
|
|