টুকরো খবর
কৃষকদের জন্য
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কৃষকদের জন্য বিশেষ ‘কিসান ক্রেডিট স্মার্ট কার্ড’ আনল আইডিবিআই ব্যাঙ্ক। এর মাধ্যমে ঋণের জন্য নির্দিষ্ট ঊর্ধ্বসীমার মধ্যে কৃষকরা যত বার খুশি ধার নিতে এবং শোধ দিতে পারবেন। এ জন্য সংশ্লিষ্ট কৃষক বা স্বনির্ভর গোষ্ঠীকে একটি ক্রেডিট কার্ড এবং পাশ বই দেওয়া হবে। কার্ডটির সাহায্যে এটিএম থেকে টাকা তুলে তা চাষ কিংবা সেই সংক্রান্ত অন্যান্য কাজের (বীজ ও সার কেনা, ফসল ওঠার পরের খরচ ইত্যাদি) জন্য ব্যবহার করা যাবে। চাষের জমির পরিমাণ, কোন শস্য চাষ করা হচ্ছে, এ জন্য লগ্নি কত এই সব কিছু বিচার করে ঋণের সীমা নির্ধারণ করা হবে বলে ব্যাঙ্কের দাবি। বিশেষ সুবিধা পাবেন প্রান্তিক চাষিরা।

নতুন স্বাস্থ্য বিমা
গ্রাহকদের জন্য নয়া স্বাস্থ্য বিমা প্রকল্প ‘ট্যাক্স প্লাস হেল্থলাইন’ আনল চোলমণ্ডলম এমএস জেনারেল ইনশিওরেন্স। এই প্রকল্পে দু’টি ভাগ রয়েছে—
১) হাসপাতাল এবং
২) আউটপেশেন্ট ডিপার্টমেন্ট।
সংস্থার দাবি, প্রথমটির আওতায় হাসপাতালের খরচ, তার আগের ৬০ দিন এবং পরের ৯০ দিনের চিকিৎসার খরচ মিলবে। পাওয়া যাবে অ্যাম্বুলেন্স, শরীরের অঙ্গ বদল হলে তার দাতার চিকিৎসার খরচ এবং দিনের দিন চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়, এমন ১৪১টি পরিষেবার খরচও। আর দ্বিতীয়টিতে পাওয়া যাবে ডাক্তারের ফি, চশমা, দাঁতের চিকিৎসা, ওষুধ ইত্যাদির খরচ। নিয়ম মেনে করছাড় মিলবে বিমা প্রিমিয়ামের উপর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.