|
|
|
|
ছিনতাই পরচুলা সমেত ট্রাক, দোষী ধরতে সড়ক অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ছিনতাই হয়ে গেল প্রায় চার টন পরচুলা বোঝাই ট্রাক। এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও মাল উদ্ধারের দাবিতে এগরা-বাজকুল রাজ্য সড়কে রাস্তার ভগবানপুর থানা এলাকার নতুন রাস্তার মোড়ে মঙ্গলবার সকালে প্রায় তিন ঘণ্টা পথ অবরোধ করলেন পরচুলা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও শ্রমিকেরা। পুলিশ এসে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পরচুলা ব্যবসায়ী তথা ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জামিরুদ্দিন মল্লিকের দাবি, চুরি যাওয়া ওই পরচুলার দাম প্রায় কয়েক কোটি টাকা। ভগবানপুর থানা এলাকার সংখ্যালঘু ও আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রায় তিরিশ হাজার মানুষ ওই ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। ওই ব্যবসার হাত ধরেই দু’দশক ধরে মানুষেরা আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন। ব্যবসায় যুক্ত শ্রমিকদের অধিকাংশই আবার মহিলা।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ভগবানপুর থানা এলাকার বাসিন্দা পরচুলা ব্যবসায়ী শেখ তামিজ আলি, জামিরুদ্দিন মল্লিক, রেজ্জাক শাহ ও শেখ রাজীব মোট ৫৮ বস্তা পরচুলা ট্রাকে করে অন্ধ্রপ্রদেশের এলুড়ে রফতানির জন্য পাঠান। ট্রাকে ছিলেন চালক, খালাসি ও ভগবানপুরের বেঁউদিয়ার বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী শেখ বাবলু। |
|
অবরোধ হঠাতে ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র। |
তাদের দায়িত্ব ছিল পরচুলার বস্তাগুলিকে হাওড়ার শালিমারে পৌছে তা ট্রেনে তুলে দেওয়া। চালক, খালাসি ও শেখ বাবলু পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল ও তমলুক থানায় জানান, “সোমবার ভোরে তমলুকের ভান্ডারবেড়িয়ার কাছে দু’টি ছোট গাড়ি তাদের পথ আটকায়। এর পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তিন জনকেই আলাদাভাবে দুটি গাড়িতে তুলে দিয়ে দুষ্কৃতীদের একজন ট্রাকটি নিয়ে চম্পট দেয় খড়্গপুরের দিকে। আর তাদের সাঁইরাইলের রোহিণীর জঙ্গলে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে।” প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গোটা ঘটনার সঙ্গে তাদের যোগসাজস থাকতে পারে। দুষ্কৃতীদের সন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্যবসায়িক শত্রুতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
ব্যবসায়ী শেখ তামিজ আলি বলেন, “চুরি হয়ে যাওয়া ওই মাল উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় দেড়শ ছোট ব্যবসায়ী ও হাজার দশেক শ্রমিক। ওই মাল বিক্রির পরেই টাকা হাতে পেতেন শ্রমিক ও ব্যবসায়ীরা। তাঁরা ঋণ করেই ব্যবসা চালান। ওই মাল উদ্ধার না হলে শুধু ব্যবসায় সঙ্কট নয়, শ্রমিক ও ব্যবসায়ীরা না খেয়ে মারা যাবেন।” ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা পরচুলা ব্যবসায়ী হারুন রশিদ বলেন, “ওড়িশার ঝাড়সুগদায় ট্রেন থেকে প্রায়ই মাল চুরি হচ্ছে। মাল উদ্ধার না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।” |
|
|
|
|
|