টুকরো খবর
দিকভ্রষ্ট লঞ্চের ধাক্কা নদীচরে
কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে কয়েকশো যাত্রী সমেত একটি লঞ্চ আটকে পড়ল জুনপুটের কাছের একটি চরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরে লঞ্চটি খেজুরির রসুলপুর ঘাট থেকে দক্ষিণ ২৪ পরগনার মায়া গোয়ালিনী ঘাটে যাচ্ছিল। প্রায় শতাধিক যাত্রী ছিলেন লঞ্চটিতে। ভোরে কুয়াশা থাকায় দিকভ্রষ্ট হয়ে লঞ্চটি জুনপুটের দিকে গিয়ে চড়ায় ধাক্কা মারে। ফলে ফুটো হয়ে যায় লঞ্চে। সেই ফুটো দিয়ে জল ঢুকতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকেন। খবর পেয়ে উদ্ধার কাজে ছুটে আসেন স্থানীয় রসুলপুর ও পেটুয়াঘাটের মাঝিরা। আসে খেজুরি থানার পুলিশ ও হলদিয়ার কোস্টাগার্ডরাও। হোভার ক্রাফট করে উদ্ধার করা হয় বেশ কিছু যাত্রীকে। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা। খেজুরি থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান জানান, অতিরিক্ত যাত্রী বহন এড়াতে ফেরি ঘাটগুলিতে পুলিশের নজরদারি বাড়ানোর জন্য জেলার পুলিশ সুপারকে জানানো হবে।

প্রতারণার অভিযোগে ধৃত
প্রতারণার অভিযোগে ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার উচ্চপদস্থ এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে দাসপুর থানার ধরমপুর থেকে সুকান্ত মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে মঙ্গলবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক ধরে ওই অর্থলগ্নি সংস্থাটি দাসপুরে রয়েছে। স্বল্প সময়ে মোটা অঙ্কের টাকা ফেরতের আশায় এলাকার অনেকেই গ্রাহক হয়েছিলেন এই সংস্থার। কিন্তু ঠিক সময়ে টাকা ফেরত না পেয়ে বেশ কয়েকজন গ্রাহক পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সুকান্তবাবুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, এ বার সুকান্ত মণ্ডলকে জেরা করে সংস্থার আসল মালিকের খোঁজে তল্লাশি চালানো হবে।

বোমা বাঁধতে গিয়ে বিষ্ফোরণ, ধৃত এক
বোমা বাঁধতে গিয়ে মঙ্গলবার দুপুরে বিষ্ফোরণে আহত হলেন তিন জন। চন্ডীপুর থানার সুলতানপুর গ্রামে কয়েকজন দুষ্কৃতী বোমা বাধাতে গেলে বিষ্ফোরণ ঘটে। ঘটনায় শেখ খালেক নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য একজনকে পুলিশ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তমলুক জেলা হাসাপাতালে ভর্তি করে। বাকি দু’জন পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ খালেক দাগি দুষ্কৃতী। দীর্ঘ দিন ধরেই সে নানা সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত। দুষ্কর্ম করার উদ্দেশ্যেই খালেক নিজের বাড়িতে আরও তিন জনকে জড়ো করে বোমা বাঁধছিল। বিষ্ফোরণের পর বাকি দু’জন আহত অবস্থাতেই চম্পট দেয় বলে গ্রামবাসীর দাবি।

মানসের আশ্বাস
রবিবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ছ’জনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে ঝাড়গ্রামের মানিকপাড়ায় দমকলের একটি ইঞ্জিন ও মানিকপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির পরিকাঠামোর উন্নয়নের দাবিটি বিধানসভায় তুলবেন বলে জানালেন প্রদেশ কংগ্রেস নেতা বিধায়ক মানস ভুঁইয়া। মঙ্গলবার মানিকপাড়ায় দলীয় কমি সভায় এসে মানসবাবু বলেন, “এলাকাবাসীর এই দাবি দু’টি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে লিখিত ভাবে জানাব।” এ দিন পোড়া বাড়িটি পরিদর্শন করেন মানসবাবু। ঘটনাস্থল থেকে জেলাশাসককে ফোন করে ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারকে প্রশাসনিক সাহায্য দেওয়ার দাবিও জানান।

শুরু আম্ভী মেলা
পটাশপুরে শুরু আম্ভী মেলা। —নিজস্ব চিত্র
শুরু হল তিন দিনের আম্ভী মিলন মেলা। মঙ্গলবার পটাশপুর ১ ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আম্ভীতে এই মেলা এ বার তৃতীয় বর্ষে পড়ল। উদ্বোধন করেন বেলদা-শিবানন্দ যোগ সাধনাশ্রমের যোগাচার্য আনন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিডিও বুবুল বাগচী, বিশিষ্ট চিকিৎসক বিজনবিহারী রথ প্রমুখ। মেলায় প্রতিদিনই থাকছে প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃষি প্রশিক্ষণ শিবির।

জ্ঞানেশ্বরীর পরিত্যক্ত ইঞ্জিনে আগুন
আগুন লাগল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের পরিত্যক্ত ইঞ্জিনটিতে। মঙ্গলবার সকালে সর্ডিহার রাজাবাঁধে রেল লাইনের ধারে পড়ে থাকা কামড়ায় আগুন কী ভাবে লাগল তা জানা যায়নি। খবর পেয়েই ঝাড়গ্রাম পুলিশ ও রেল পুলিশ সেখানে পৌঁছয়। ঝাড়গ্রাম থেকে দমকল গিয়ে আগুন নেভায়। প্রসঙ্গত, ২০১০ সালের ২৭ মে গভীর রাতে নাশকতার জেরে দুর্ঘটনাগ্রস্ত হয় হাওড়া থেকে মুম্বইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। মারা যান ১৪৮ জন যাত্রী। সেই থেকে ইঞ্জিন ও কামরার দোমড়ানো কঙ্কালগুলি আজও লাইনের ধারে পড়ে রয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.