টুকরো খবর
ফেব্রুয়ারিতে ডুয়ার্স উৎসব
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নবম ডুয়ার্স উৎসব। রবিবার আলিপুরদুয়ার সার্কিট হাউসে ডুয়ার্স উৎসবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে চলবে উৎসব। আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। তবে গতবার উৎসবের হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করে তৃণমূল নেতারা যোগ দেননি। তৃণমূল কংগ্রসের রাজ্যের সহ সভাপতি জহর মজুমদার জানান, আমরা উৎসবের বিরোধী নই। গত বছরের উৎসবে একটি সংস্থা ১৭ লক্ষ টাকা নিয়ে পালায়। সেই ঘাটতি কী ভাবে মেটানো হয়েছে তা পরিষ্কার নয়। তবে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান তথা উৎসবের সাধারণ সম্পাদক দীপ্ত চট্টোপাধ্যায় জানান, গত বছরের হিসাব সাধারণ সভায় পেশ করা হয়েছে। গত বছর একটি সংস্থা ১৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি থানায় অভিযোগ জানানো হয়। হিসাবে প্রায় ১৯ লক্ষ টাকা ঘাটতি রয়েছে। আমরা সবাইকে সাধারণ সভায় ডেকেছিলাম। তবে সাধারণ মানুষের জন্য নবম ডুয়ার্স উৎসব হবে।

কিসান ক্রেডিট কার্ডে বাধা বাম-প্রভাব, নালিশ বেচারামের
কিসান ক্রেডিট কার্ড সহজে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কৃষি দফতরের কিছু বাম প্রভাবিত কর্মী সংগঠনের সদস্যারা পরোক্ষভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। রবিবার ফালাকাটায় কিসান ও খেত মজুর তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দেন বেচারামবাবু। তিনি বলেন, “কৃষি দফতরের বাম প্রভাবিত সংগঠনের একাংশ সদস্য সরকারকে হেয় করতে চাইছে। কিসান ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি করা হচ্ছে। এটা বেশিদিন চলতে দেওয়া হবে না।” ময়নাগুড়িতে তৃণমূল কিসান খেত মজুর সংগঠনের সমাবেশ ফরওয়ার্ড ব্লক নেতারা কৃষি দফতরকে ব্যবহার করে সরকারি টাকা লুঠপাট চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি, বাম আমলের নানা ঘটনার তদন্ত করে প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। কৃষি ফার্মগুলির জমিতে ধান ও গম ফলিয়ে কৃষকদের উন্নতমানের বীজ দেওয়ার পাশাপাশি উৎপাদিত ফসল খাদ্য দফতরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। এ দিনই ফালাকাটায় কৃষি ফার্ম পরিদর্শন করে পরে জানিয়েছেন তিনি। এর জন্য রাজ্যে ১৯৫টি ফার্ম তৈরি করা হবে বলেও তিনি জানান।

পণের দাবিতে অত্যাচার, ধৃত
পণের দাবিতে স্ত্রীর উপরে অত্যাচার চালানোর অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ভক্তিনগর থানার প্রণামী মন্দির রোডের একটি ফ্ল্যাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম প্রবেশ অগ্রবাল। তাঁর বাড়ি অসমের জোরহাটে মারিয়ানিতে। সেখানেই তাঁর চেম্বার রয়েছে। প্রণামী মন্দির রোডের একটি ফ্ল্যাটে তাঁর স্ত্রী সরিতাদেবী মেয়েকে নিয়ে থাকেন। শনিবার রাতে সেখানে গিয়ে প্রবেশবাবু এবং তাঁর বাবা সরিতাদেবীর উপর অত্যচার চালান বলে অভিযোগ। সরিতাদেবী অভিযোগ করে জানান, ২০০৮ সালে ৮ মার্চ তাঁর সঙ্গে প্রবেশবাবুর বিয়ে হয়। সে সময় ১০ লক্ষ টাকা নগদ ছাড়াও সোনা অলঙ্কার সহ বিভিন্ন জিনিস তাঁর স্বামীর হাতে তুলে দেন সরিতে দেবীর অভিভাবকেরা। বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে আরও টাকার দাবিতে স্ত্রীর উপরে তাঁর স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা অত্যাচার শুরু করেন বলে অভিযোগ। তাঁকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় বলে তিনি পুলিশকে জানিয়েছেন। এক বছর পরে তিনি কন্যা সন্তানের জন্ম দিলে তাঁর উপর অত্যচার আরও বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে তিনি অসম থেকে শিলিগুড়িতে এসে প্রণামী মন্দির রোডে থাকতে শুরু করেন। তার পরেও স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে নির্যাতন চালাতে থাকেন বলে অভিযোগ। শনিবার রাতেই তিনি বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “আইন মেনে ধৃতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

জয়ী বামেরা
বুড়াগঞ্জ হাইস্কুলের পরিচালন সমিতির ভোটে জিতল বামেরা। রবিবার ভোট হয়। ৬টি আসনেই বাম প্রার্থীরা তৃণমূল প্রার্থীদের হারান। জেলা বামফ্রন্ট আহ্বায়ক অশোক ভট্টাচার্য বলেন, “তৃণমূল শিক্ষায় যে নৈরাজ্য তৈরি করেছে তাতে বীতশ্রদ্ধ মানুষ সুযোগ পেলেই জবাব দিচ্ছেন।”

দেহ উদ্ধার
রেল লাইনের ধারে উদ্ধার হল এক যুবকের দেহ। রবিবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার স্টেশনের কাছে। নাম মোহন ঘোষ (২৬)। বাড়ি জংশন রাম মান্দির এলাকায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.