বাছাই বারো
পর্যটনে প্রতিশ্রুতি
পর্যটন শিল্পের ক্ষেত্রে নতুন বিনিয়োগ টানতে গজলডোবায় বিশাল এলাকা চিহ্নিত হয়েছে। দার্জিলিঙের কাছে লামাহাটে নয়া পর্যটন কেন্দ্র তৈরি করেছে রাজ্য সরকার। চিলাপাতা এবং চুমুকডাঙিতে পর্যটনকেন্দ্র তৈরির প্রস্তাব। চা পর্যটন এই বছরও সাফল্যের মুখ দেখেনি। উত্তরবঙ্গ নিয়ে অ্যাকশন প্ল্যানের কথা বলেছে রাজ্য। দুই দশক পড়ে পর্যটকের জন্য খুলে দেওয়া হয় লালকুঠিও।

লাইট, ক্যামেরা, দার্জিলিং
পাহাড়ে ফের বলিউড কলিং। ‘বরফি’-র স্বাদ না মেলাতেই ফের শ্যুটিং দার্জিলিঙে। এ বার শুরু ‘ইয়ারিয়া’। আগ্রহী একঝাঁক পরিচালক। নতুন বছরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দার্জিলিং জমজমাট!

পাহাড়ে প্রাপ্তি
জিটিএ হয়েছে। পাহাড় শান্ত। এ বছর পাহাড়ে ছিল পর্যটকের ঢল। মুখ্যমন্ত্রী গিয়েছেন, আশ্বাস দিয়েছেন সাহায্যের। তবে বিমল গুরুঙ্গরা এখনও আর্থিক অনুদানের প্রশ্ন নিয়ে সরব। সরব রাজ্যের হাতে থাকা দফতর, সংরক্ষিত বনাঞ্চল পুরোপুরি হস্তান্তর না হওয়ায়। মাঝেমধ্যে উঠছে ফের আলাদা রাজ্যের দাবিও।

তরাই-ডুয়ার্স
বানারহাটে হিন্দি কলেজ, মেটেলিতে আইটিআই-র ঘোষণা। চা শ্রমিকদের করম উৎসবে সরকারি ছুটি না মিললেও কিছু বাগান ছুটি দিয়েছে। শ্যামল সেন নেতৃত্বাধীন কমিটি সাংসিং-র দুটি মৌজাকে জিটিএতে অন্তর্ভুক্তির প্রস্তাব। আদিবাসী মহিলা ফুটবল প্রতিযোগিতা দীর্ঘদিন পর চালু হয়েছে। ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু থামেনি। উদ্ধার হয়েছে হাতির দাঁত। ডুয়ার্সের জঙ্গলে চোরাশিকার থামেনি বলেই সন্দেহ।

কী শিক্ষা হল
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষকে কলার ধরে নিগ্রহে অভিযুক্ত তৃণমূলের নেতা-কর্মীরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরাবৃত্তি এড়াতে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আজও রূপরেখা হয়নি। তবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকা আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত রেজিস্ট্রার দিলীপ সরকারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় করেছে পুলিশ। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। কোচবিহারে নতুন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস হয়েছে। জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ কিন্তু এগোয়নি।

স্বাস্থ্যের হাল
মেডিক্যাল কলেজের হাল ফেরেনি। এখনও খোলেনি ট্রমা সেন্টার। মালদহে শিশু মৃত্যু ঘটেছে। ৮ হাসপাতালের উন্নতিতে বরাদ্দ ১০ কোটি টাকা। নার্সিং ট্রেনিং কলেজের ঘোষণা হলেও কাজ হয়নি। শিলিগুড়িতে ইএসআই হাসপাতাল, পুরসভার ও বেসরকারি উদ্যোগের হাসপাতাল ছাড়া দুটি সংস্থা জমি নিলেও কাজে অগ্রগতি নেই। রায়গঞ্জে এইমস নিয়ে জমির টানাপোড়েন চলছেই।

পথের কাঁটা
কোচবিহারে উড়ান চালু হয়েই বন্ধ। বাগডোগরায় রাতে বিমান ওঠানামাও অথৈ জলে। বাগডোগরা-দার্জিলিং হেলিকপ্টার সার্ভিস চালুর কথা। কাজ এগোয়নি। ছ’জেলায় জাতীয় সড়ক বিপজ্জনক। রেলবাস চালু হয়ে বন্ধ। এনবিএসটিসি’র আর্থিক অবস্থার জেরে স্বেচ্ছাবসর প্রকল্প ঘিরে নানা প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠনগুলি।

শিল্পে বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি দফতর পাহাড়-সমতলে ১০টি ইনকিউবেশন সেন্টার গড়বে। বুনিয়াদপুরে রেলের ওয়াগান তৈরির কারখানার শিলান্যাস। এনজেপিতে রেলের অ্যাক্সেল কারখানা বন্ধ। চা শিল্পের পুনরুজ্জীবনের জন্য নতুন করে রূপরেখা তৈরি হয়নি। দুটি চা বাগান আজও বন্ধ। উদ্বিগ্ন শ্রমিকরা।

বিষণ্ণ বাগান
বন্ধ ঢেকলাপাড়া, মধু এবং দলমোড় চা বাগান। ঢেকলাপাড়ায় মৃত্যুমিছিল চলছেই। দলমোড়ে গত পাঁচমাসে মারা গিয়েছে ২৫ জন। রাজ্যের বহু মন্ত্রী, আমলা বাগানগুলি ঘুরেছেন। মিলেছে প্রতিশ্রুতি, বাগান খোলার আশ্বাস। কাজের কাজ কিছুই হয়নি। সরকারি প্রকল্পগুলি চললেও তা যথেষ্ট নয় বল শ্রমিকেরাই বারবার জানাচ্ছেন। বাগানের শ্রমিকদের জমির পাট্টার দাবি এখনও অধরা।

শাসনে প্রশাসনে
উত্তরবঙ্গের একমাত্র পুলিশ কমিশনারেট চালু হয়েছে শিলিগুড়িতে। জলপাইগুড়ি জেলাকে ভেঙে আলিপুরদুয়ার নতুন জেলা তৈরির ঘোষণা হয়েছে। পাহাড়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠন। তবে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ এই বছরও চালু হল না।

মাঠে-ময়দানে
শিলিগুড়ির অঙ্কিতা দাস এবং সৌম্যজিৎ ঘোষের অলিম্পিক যাত্রা। আইপিএলে ঋদ্ধিমান ও দেবব্রত। আর সবচেয়ে বড় পাওনা শিলিগুড়ির মেথিবাড়ির বাসিন্দা ভরত ছেত্রী এখন ভারতীয় হকি দলের অধিনায়ক। এই বছরেই শিলিগুড়িতে বসেছে ফেডারেশন কাপের আসর।

এবং ত্রিফলা
শিলিগুড়ি এবং জলপাইগুড়ি শহরে প্রায় ১৪ কোটি টাকা খরচ করে লাগানো হয়েছে ত্রিফলা আলো। এতে প্রায় ৫ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। সিপিএম, কংগ্রেস-সহ বিভিন্ন সংগঠনের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও জানানো হয়েছে। আর শোরগোলের মধ্যে বহু জায়গায় ত্রিফলা ভেঙেও পড়েছে। কোথাও আবার মেলেনি বিদ্যুৎ সংযোগও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.