বাড়িতে কেউ না থাকার সুযোগে হাবরার পশ্চিম কামারথুবা এলাকার একটি বাড়ি থেকে কয়েক ভরি সোনার গয়না ও নগদ কয়েক হাজার টাকা চুরি হয়ে গেল। শনিবার দুপুরের ঘটনা। গৃহকর্তা গৌতম দাসঠাকুর পুলিশকে অভিযোগে জানিয়েছেন, স্ত্রীকে নিয়ে তিনি কুলপুকুর এলাকায় একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তখনই চুরি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
গাজনের মেলা দেখতে যাওয়ার কথা বলে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ডায়মন্ড হারবারের হরিণডাঙার পূর্বপাড়া এলাকার বাসিন্দা মানসী পুরকাইত (২৩)। রবিবার সকালে গলায় মাফলারের ফাঁস লাগানো অবস্থায় বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে, রামরামপুর থেকে তাঁর দেহ উদ্ধার করল পুলিশ।
|
মোহনবাগানকে আই লিগ থেকে নির্বাসনের প্রতিবাদে কলকাতার পরে বিক্ষোভ ছড়াল জেলায়। রবিবার বিকালে ডায়মন্ড হারবার বাসস্ট্যান্ডের কাছে বিক্ষোভ সভার আয়োজক, স্থানীয় মোহনবাগান ফ্যানস্ অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের পুর প্রধান পান্নালাল হালদার-সহ অনেকে।
|
বিভূতিভূষণ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি আয়োজিত ৮ দিনের বিভূতিমেলা শেষ হল রবিবার। মেলা এ বার ১৯ তম বছরে পড়ল বলে জানিয়েছেন উদ্যোক্তারা। |