অস্থায়ী ঘর বানিয়ে গাইঘাটার চালুন্দিয়া খাল দখলের প্রতিবাদ করতে গিয়ে শুক্রবার রাতে বকচরা পাড়ুইপাড়াতে প্রহৃত হয়েছিলেন ওই ‘খাল বাঁচাও মঞ্চ’-এর সম্পাদক নন্দদুলাল দাস। গুরুতর জখম অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ দিকে, এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মঞ্চের পক্ষ থেকে রবিবার বিকেলে গাইঘাটার চাঁদপাড়ায় মিছিল হয়। আধ ঘণ্টা যশোহর রোড অবরোধ করা হয়। সাধারণ মানুষও তাতে সামিল হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই গাইঘাটার চালুন্দিয়া খালের একাংশ দখল করে প্রোমোটারির চেষ্টার অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দারা।
দখলদারি রুখতে গড়া হয় ‘চালুন্দিয়া খাল বাঁচাও মঞ্চ’। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নন্দদুলালবাবু জানিয়েছেন, খালের পাড় দখলের জন্য কয়েক জন দালাল অস্থায়ী ঘর তৈরি করছে জানতে পেরে ঘটনাস্থলে গেলে রড দিয়ে তাঁকে কয়েক জন মারধর করে।
মঞ্চ সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই অস্থায়ী ঘর তৈরির বিষয়টি বিডিও পার্থ মণ্ডল-সহ প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হয়েছে।
পুলিশের তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, শুক্রবারের ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়েছে। এক মহিলাও মঞ্চের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মারের অভিযোগ করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। |