যানজট মুক্ত করতে উদ্যোগ, ধাক্কাধাক্কি
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
যানজট মুক্ত করতে রবিবার সকালে কান্দি থানার পুলিশ পথে নামলে কিছু রিকশাচালক তার প্রতিবাদ করে। পুলিশ ও রিকশাচালকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পড়ে গিয়ে এক রিকশাচালক জখম হন বলেও অভিযোগ। কান্দি থানার আইসি কৌশিক ঘোষ বলেন, “রাস্তায় রিকশা দাঁড় করিয়ে রেখে যাত্রী তোলার ফলে যানজট হয়। পুলিশ তাই রিকশাচালকদের আবেদনও করেছে কয়েকবার। তা সত্ত্বেও কিছু রিকশাচালক কর্ণপাত করেননি। ফলে পুলিশ বাধ্য হয়ে পথে নেমে এদিন রাস্তা যানজট মুক্ত করে। তখ পুলিশ ও রিকশা চালকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।” এদিন প্রায় ৪৫ মিনিট কান্দি বাসস্ট্যান্ড মোড়ে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান রিকশাচালকরা। কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আনিরুল শেখ (৩৫) নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছে সুতি থানার গাজিপুরে। শনিবার নিজের ঘরে কেরোসিনের কুপি জ্বালিয়ে ঘুমিয়েছিলেন তিনি। ওই কুপি উল্টে বিছানায় আগুন ধরে গিয়ে গুরুতর জখম হন আনিরুল। ওই রাতেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে এদিন তাঁর মৃত্যু হয়।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
গাছের ডালের সঙ্গে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় রবিবার সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এক যুবকের। মৃতের নাম দোকড়ি মণ্ডল (৩৫)। বাড়ি রঘুনাথগঞ্জ থানার দফরপুরের চাঁইপাড়ায়। |