দলটার নাম যেহেতু পাকিস্তান, তাই ক্রিকেট জুয়া- গড়াপেটা নিয়ে কোনও আপসে যেতে রাজি নয় আইসিসি ও ভারতীয় বোর্ড। তাই অন্যান্য বার আন্তর্জাতিক সিরিজের ম্যাচে যেখানে আইসিসি-র অ্যান্টি করাপশন ইউনিটের (এসিইউ) এক জন প্রতিনিধি থাকেন, এ বার থাকছেন দু’জন।
ইডেনে এসিইউ-র দুই অফিসার এন এস ভির্ক এবং ধরমবীর সিংহ যাদব থাকবেন। সন্দেহজনক ব্যক্তিরা যাতে ড্রেসিংরুম বা টিম হোটেলের কাছে ঘেঁষতে না পারে, সেই দিকে কড়া নজর রাখার জন্য এঁদের সঙ্গে ভারতীয় বোর্ডের অ্যান্টি করাপশন সেলের রবি সাওয়ান্তও থাকবেন।
পাকিস্তান দল কলকাতায় চলে আসছে সোমবার দুপুরে। চার্টার্ড বিমানে। তবে ভারতীয় ক্রিকেটাররা বেশির ভাগই আসছেন মঙ্গলবার। নতুন বছর উপলক্ষে তাঁদের এক দিন ছুটি দেওয়া হয়েছে। ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য আসবেন সোমবার। বাংলার দুই ক্রিকেটার সামি আহমেদ এবং অশোক দিন্দাও সোমবারই ঘরে ফিরছেন।
যে উইকেটে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ হয়েছিল, সেই উইকেটেই হচ্ছে ভারত-পাক ওয়ান-ডে। টেস্ট উইকেটে ঘাস ছিল না বললেই চলে। এ বার হাল্কা ঘাস থাকবে বলে জানালেন কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়। বাউন্স ও গতিও রয়েছে এই উইকেটে। |