|
|
|
|
ধোনিকে বেশি নম্বর দিতেই হবে বললেন স্বয়ং কপিল |
গৌতম ভট্টাচার্য • কলকাতা |
প্রথম ম্যাচটায় ভারত মোড়-ঘোরানো অবিশ্বাস্য জয় পেয়েছিল। দ্বিতীয়টায় রোমাঞ্চকর প্রত্যাবর্তনের পরেও হেরে গিয়েছে।
তবু সেই ঊনত্রিশ বছর আগে জয়ী ম্যাচের স্থপতির বিশ্বাস, রবিবার তিনি হেরে গিয়েছেন। তিনি কপিল দেব নিখাঞ্জ টেলিফোনে আনন্দবাজারকে দেওয়া প্রতিক্রিয়ায় বললেন, “ধোনির এই ইনিংসটাকে আমার আগে রাখব।”
কপিল এমন একজন ক্রিকেট বিশ্লেষক, যিনি তুলনা একেবারেই পছন্দ করেন না। মনে করেন কন্ডিশন, প্রতিপক্ষ, পরিস্থিতি, খেলার নিয়ম দুটো বিভিন্ন সময়ে এত আলাদা যে তুলনাটা আসলে হয়ই না। তবু সার্বিক বিচারে এগিয়ে রাখছেন ধোনিকে। কপিলের সহ-খেলোয়াড়রা অনেকে আজও মনে করেন টানব্রিজ ওয়েলসের সে দিনের ১৭৫-এর চেয়ে ভাল ওয়ান ডে ইনিংস আজ পর্যন্ত কোনও ভারতীয় খেলেননি। সে দিন ১৭-৫ থেকে কিরমানির সহযোগিতায় যে ভাবে কপিল টেনে তুলেছিলেন দলকে, তিরাশির বিশ্বকাপে আজও সেটাকেই মনে করা হয় ভারতের টার্নিং পয়েন্ট। ধোনি-কপিল দু’জনেই অপরাজিত। |
নেভিল গ্রাউন্ড টানব্রিজ ওয়েলস |
চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই |
|
|
১৮ জুন, ১৯৮৩
গাওস্কর ০, শ্রীকান্ত ০, মোহিন্দর ৫,
পাটিল ১, যশপাল ৯
পতন: ০, ৬, ৬, ৯, ১৭
কপিল দেব নিখাঞ্জ
(ছ’নম্বরে নেমে): ১৭৫ ন.আ.
(বল ১৩৮, চার ১৬, ছয় ৬)
ভারত ২৬৬-৮ (৬০ ওভারে)
জয় ৩১ রানে |
৩০ ডিসেম্বর, ২০১২
গম্ভীর ৮, সহবাগ ৪, কোহলি ০,
যুবরাজ ২, রোহিত ৪
পতন: ১৭, ১৭, ১৯, ২০, ২৯
মহেন্দ্র সিংহ ধোনি
(সাত নম্বরে নেমে): ১১৩ ন.আ.
(বল ১২৫, চার ৭, ছয় ৩)
ভারত ২২৭-৬ (৫০ ওভারে)
হার ছয় উইকেটে |
|
কিন্তু কপিলের ইনিংসে বাড়তি আছে ৬২ রান।
তবু কেন ধোনিকে তিনি আগে রাখছেন? দেব-চিত বিনয়? কপিল বলেন, “বিনয়-টিনয় নয়। মনে রাখতে হবে ধোনির প্রতিপক্ষ পাকিস্তান। আমার প্রতিপক্ষ ছিল জিম্বাবোয়ে। ধোনি খেলেছে নিজের দেশের মাঠে। চাপ অনেক বেশি। এমনিতেই এখনকার ক্রিকেটে চাপ বেশি। তার মধ্যে আবার পাকিস্তান। তার মধ্যে আবার ঘরের মাঠ।” কিন্তু আপনার টিমমেটরাই তো বলেন, যে অবস্থা থেকে আপনি টিমকে টেনে তুলেছিলেন সেখানে ড্রেসিংরুম পুরো হাল ছেড়ে দিয়েছিল। বিবিসি টিভি সে দিন স্ট্রাইক করেছিল বলে ফিল্মে তুলে রাখা যায়নি সবুজ ঘাসে সে দিন বল কী পরিমাণ সিম আর সুইং করেছিল। কপিল বললেন, “ঘাস-টাস যা-ই থাক, আমি খেলছিলাম দেশ থেকে অনেক দূরের একটা মাঠে। ঘরোয়া সমর্থকের চাপ ছিল না। দ্বিতীয়ত, টিম হিসেবেও কোনও চাপ ছিল না। আমরা যে বিশ্বকাপে ভাল কিছু করতে পারি, সেটা কেউ ভাবেইনি। আমার পক্ষে বেপরোয়া হওয়া অনেক সহজ ছিল। ধোনিকে আমার চেয়ে বেশি নম্বর দিতেই হবে। কারণ, ওর আজকের পরীক্ষাটা অনেক কঠিন ছিল। বেচারির ইনিংসটা ব্যর্থ হল, এটাই সবচেয়ে দুঃখের।” |
|
|
|
|
|