কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাস উল্টে জখম হলেন ২২ জন। রবিবার ঘটনাটি ঘটেছে বলাগড় থানার কনুই মোড়ে। পুলিশ জানায়, রবিবার ভোর ৪টে নাগাদ যাত্রীবোঝাই একটি বাস মায়াপুর থেকে কোলাঘাটে ফেরার পথে আসাম লিঙ্ক রোডের কনুই মোড়ের কাছে কুয়াশা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাঠে উল্টে যায়। শীতের সকালে যাত্রীদের আর্তনাদে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের সহযোগিতায় পুলিশ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে কালনা হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়। কয়েক জনের চিকিৎসা চলছে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। গত শনিবার কোলাঘাট থেকে মায়াপুর বেড়াতে গিয়েছিলেন সকলে।
|
জবা গাছের ডালে গলায় মাফলারের ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে আরামবাগ শহরের নবপল্লি এলাকায় একটি বাড়ির বাগান থেকে সাগর রায় (২৮) নামে ওই যুবকের দেহটি মেলে। তাঁর বাড়ি ধনেখালির নিশ্চিন্দপুর গ্রামে। তিনি লরির খালাসির কাজ করতেন। যে বাড়ির বাগান থেকে দেহটি মেলে, সেই বাড়ির লোকজনই পুলিশকে খবর দেন। যুবকের পা মাটি স্পর্শ করে থাকায় স্থানীয় লোকজন এবং মৃতের আত্মীয়েরা সন্দেহ করেন, এটি খুনের ঘটনা। তবে, এ নিয়ে কোনও লিখিত অভিযোগ পুলিশের কাছে হয়নি। দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
পরিচালন কমিটির নির্বাচনকে ঘিরে উত্তেজনা দেখা দিল বলাগড়ের ইনচুড়া উচ্চ বিদ্যালয়ে। পুলিশ জানায়, রবিবার ভোট চলাকালীন তৃণমূল সমর্থকদের সঙ্গে সিপিএম সমর্থকদের বিবাদ-বিতর্কের পরে হাতাহাতি বাধে। প্রতিবাদে তৃণমূল সমর্থকেরা ঘণ্টাখানেকের জন্য কালনা-পাণ্ডুয়া রোডের ইনচুড়া মোড়ে রাস্তা অবরোধ করেন। প্রসঙ্গত, এখানে ৬টি আসনের সব ক’টিতেই তৃণমূল জয়ী হয়েছে।
|
মোহনবাগান ক্লাবের শাস্তি মুকুবের দাবিতে শ্রীরামপুরে মোহনবাগান সমর্থকেরা এক প্রতিবাদ মিছিল করে। রবিবার বিকেলে বটতলা থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ধোবিঘাটের কাছে শেষ হয়। |