টুকরো খবর
হাইকোর্টের পিপি-কে সরিয়েই দিল সরকার
বেশ কিছু দিন ধরেই বিভিন্ন মামলায় রাজ্য সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ হচ্ছিল। অবশেষে কলকাতা হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর (ফৌজদারি) দেবাশিস রায়কে তাঁর পদ থেকে সরিয়েই দেওয়া হল। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে হাইকোর্টের ফৌজদারি মামলা সামলানোর জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আইন ও বিচার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নতুন পাবলিক প্রসিকিউটর হিসেবে মনজিৎ সিংহের নাম হাইকোর্টে পাঠানো হয়েছে। দেবাশিসবাবুকে সরানো হল কেন, চন্দ্রিমাদেবী সেই ব্যাপারে কিছু বলতে চাননি। দেবাশিসবাবুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল কেন? হাইকোর্ট সূত্রের খবর, চলতি বছরে মাজদিয়ার সুধীরঞ্জন লাহিড়ী কলেজে গোলমালের ঘটনায় অভিযুক্ত পড়ুয়ারা হাইকোর্টে জামিনের আবেদন করলে পাবলিক প্রসিকিউটর হিসেবে দেবাশিসবাবু তার বিরোধিতা করেননি। তাঁর যুক্তি ছিল, ওই পড়ুয়াদের বিরুদ্ধে যে-সব অভিযোগ রয়েছে, তাতে আইন অনুযায়ী তাঁদের জামিনের বিরোধিতা করা যায় না। এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের ইচ্ছাকে মূল্য না-দিয়ে যা আইনসম্মত, তিনি সেই বক্তব্য তুলে ধরেন আদালতে। এই নিয়ে সরকারের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়েছিল। দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যেই দেবাশিসবাবু অবশ্য এক বার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন বলে হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে। তবে সেই সময় তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি। এখন তিনি বিদেশে আছেন। হাইকোর্টেও চলছে বড়দিনের অবকাশ। এর মধ্যেই রাজ্য সরকার তাঁকে পিপি (ফৌজদারি)-র পদ থেকে সরিয়ে দিল। রবিবার বিকেলে যোগাযোগ করা হলে দেবাশিসবাবু বলেন, “এখনও বরখাস্তের চিঠি পাইনি। তবে এমনটা হতে পারে বলে শুনেছি।” তিনি আরও বলেন, “এটা হলে আমি সন্তুষ্ট। ওই পদ নেওয়ায় পেশাগত ও অর্থনৈতিক দিক থেকে আমার অনেক ক্ষতি হচ্ছিল। এটুকু বলতে পারি, আমি সৎ আইনজীবী হিসেবেই কাজ করে এসেছি।”

ধর্ষণ-মামলা নিয়ে হুমকি অবস্থানের
দিল্লির প্রতিবাদ সংক্রামিত কলকাতাতেও! পুলিশের নিষেধ অগ্রাহ্য করে রবিবার ধর্মতলার মেট্রো চ্যানেলে দিল্লির ধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে সভা করল সমাজবাদী মঞ্চ। সেখান থেকেই তাদের হুঁশিয়ারি, এ রাজ্যে ধর্ষণের বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু না-হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে অবস্থান শুরু হবে। অনুমতি পেলে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও অনুরোধ জানাতে যাবেন মঞ্চের প্রতিনিধিরা। সমাজবাদী মঞ্চের নেতা সমীর ভট্টাচার্যের বক্তব্য, “১৯৭৭ সালের ৩০ জুন থেকে ২০১২ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ২৬৩৩টি ধর্ষণ সংক্রান্ত মামলা নিম্ন আদালতে বকেয়া আছে। এই মামলাগুলির নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে প্রশাসন উদ্যোগী হচ্ছে কি না, তা দেখার জন্য আমরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। কোনও কাজ না-হলে ১ মার্চ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান হবে! তাতে যা হওয়ার হবে!”

মেট্রোয় আতঙ্ক
রাতের মেট্রোয় হঠাৎ পোড়া পোড়া গন্ধ। আর তার থেকেই ছুটন্ত ট্রেনে ছড়িয়ে পড়ল আগুনের আতঙ্ক। রবিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক থেকে এসপ্লানেডমুখী একটি ট্রেনে। পোড়া গন্ধ বেরোতেই বেজে ওঠে বিপদঘন্টি। এসপ্লানেড স্টেশনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। প্রয়োজনীয় মেরামতির পরে মিনিট দশেক পরে ট্রেনটি ফের রওনা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.