জাঁকিয়ে বসেছে শীত। চারদিকে হাড়হিম করা ঠান্ডা। এখনই তো সময় বেড়িয়ে পড়ার। সারা বছর
অপেক্ষা তো এর জন্যেই। আপনিও বেড়িয়ে পড়ুন চেনা কলকাতার মধ্যে-ই অচেনার স্বাদ নিতে।
|
নিউটাউনে ২০০ একর জলাভূমিকে ঘিরে ৪৮০ একর জমির উপর তৈরি এই নতুন ইকো ট্যুরিজম পার্ক। দেশের সর্ববৃহৎ ইকো পার্ক হিসাবে গণ্য এই নতুন ইকো-ট্যুরিজম পার্কটিতে রয়েছে রবিঅরণ্য, ট্রপিকাল রেইন ফরেস্ট, ফুলের বাগান, ফর্মাল গার্ডেন, গোলাপ ও ফোয়ারা বাগিচা, ফুড কিয়স্ক, অ্যাম্ফিথিয়েটার। থাকছে বোটিং-এর সুবিধাও।
|
থ্রি-ডি নয়, রোমাঞ্চকর সেভেন-ডি থিয়েটার শুরু হয়েছে রাজারহাটে। প্রতিদিন এখানে হয় ৬-৭টি করে শো। টিকিট শুরু ১৫০ টাকা থেকে।
|
নিউটাউনে ‘রবিতীর্থে’-র প্রবেশমূল্য ১০ টাকা। এখানে আছে রবীন্দ্র মিউজিয়াম, গ্রন্থাগার, সভাগৃহ। তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে নিয়মিতই এখানে হয় নাটক, সঙ্গীতানুষ্ঠান, প্রদর্শনী। এখন চলছে রবীন্দ্রসঙ্গীতের উপর অনুষ্ঠান। |
এ বারের শীতে চিড়িয়াখানায় বিশেষ আকর্ষণ ধূসর কালো এবং চাইনিজ সিলভার রঙের নেপালি মোরগ। এ ছাড়াও আছে মণিপুরী হরিণ, বারাশিঙাদের ছোট ছোট বাচ্চাও। শীতের রোদ্দুর গায়ে মেখে সপরিবার বেড়িয়ে পড়লেই হল।
|
নিক্কো পার্কে বিভিন্ন রাইডের পাশাপাশি, এ বারে শীতে ২১ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে শেরু ও তার বন্ধুদের নাচ, চাইনিজ ও ছৌ নৃত্যশিল্পীদের নাচ। দেখা যাবে প্রতিদিন দুপুর ১.৩০ ও ৫.৩০টায়। শেরু ও তার বন্ধুরা প্রতিদিন বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত পার্ক পরিক্রমা করবে।
|
১৮ ডিসেম্বর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ঝাঁসি জাতীয় মিউজিয়ামের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘১৮৫৭-দ্য পাস্ট স্পার্ক অফ ইন্ডিপেডেন্স’ নামক একটি বিশেষ প্রদর্শনী। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সোমবার ও জাতীয় ছুটির দিনগুলি ছাড়া প্রতিদিন এই প্রদর্শনী দেখা যাবে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত।
|
এক কামরার ট্রাম/ সোনার তরী/ মা সারদা ট্রাম |