রাজ্যে বেড়েছে ধর্ষণ: ক্ষিতি
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
তৃণমূল সরকারের আমলে মেয়েদের উপরে অত্যাচার বেড়েছে বলে দাবি করলেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী। শনি ও রবিবার জয়েন্ট কাউন্সিল অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল পিডব্লিউডি স্টাফ অ্যাসোসিয়েশনের নবম রাজ্য সম্মেলন ছিল সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে। রবিবার সম্মেলন শেষে আনন্দবাজারের প্রতিবেদকের প্রশ্নের উত্তরে আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী বলেন, “নেত্রী যে ভাবে ধর্ষণের ঘটনাকে সাজানো বলে আড়াল করতে চাইছেন, তাতে দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে পড়ছে। তাদের মনোভাব তৈরি হয়েছে, আমরা যা খুশি তাই করব কেউ কিছু করতে পারবে না। আসলে আইনের শাসন না থাকলে যা হয়। এখন মহিলারা দুষ্কৃতীদের কাছে সফ্ট টার্গেট। তাই রাজ্যে নারী-ধর্ষণ, গুণ্ডামি-সহ সমস্ত অপকর্ম বেড়ে চলেছে। যে আশা নিয়ে মানুষ পরিবর্তন এনেছিলেন, তার কিছুই হয়নি।” আর এক প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী বলেন, “মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় যে ভাবে মহিলাদের খুন-ধর্ষণ হচ্ছে, তা বাম জমানায় হয়নি। এখন রাজ্যে মহিলা থেকে সাধারণ মানুষ সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।” গত শনিবার দুপুরে ওই সম্মেলনের উদ্বোধন করেন জয়েন্ট কাউন্সিলের রাজ্য সাধারণ সম্পাদক কুন্তলকান্তি মণ্ডল। সংগঠনের বীরভূম জেলা সম্পাদক শামসের আলমকে সংগঠনের রাজ্য সভাপতি ও জলপাইগুড়ির নেতা অসিত সরকারকে রাজ্য সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শামসেরবাবু বলেন, “রাজ্যের প্রতিটি জেলা থেকে আড়াইশো জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন।”
|
মন্ত্রীর দাবি ঘিরে বিতর্ক
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
“পুরবাসী তো জল পাচ্ছেন!” রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর এই দাবিকে ঘিরে রবিবার বিতর্ক তৈরি হল নলহাটি শহরে। এ দিন নলহাটি পুর ছাত্র-যুব উৎসবে যোগ দিতে এসেছিলেন ফিরহাদ হাকিম। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করেন মন্ত্রী। তার পরেই আবার যোগ করেন, “জলপ্রকল্পের জল বাড়িতে নেওয়ার জন্য পুরবাসীকে আবেদন করতে হবে।” মন্ত্রীর ওই বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করে নলহাটি পুরসভার বিরোধী নেত্রী, কংগ্রেসের আয়েশা সিদ্দিকি বলেন, “এখনও ১১ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া পাইপ লাইনের কাজ শেষ হয়নি। ঠিকাদার সংস্থা এখনও জলট্যাঙ্কিগুলি পুরসভাকে হস্তান্তরই করেনি। অথচ রাজ্যের পুরমন্ত্রী বলছেন পুরবাসী জল পাচ্ছেন! দল কি মন্ত্রীকে কোনও খবরই দেয় না?” কংগ্রেসের দাবি, নলহাটি পুরসভার নির্বাচনের মুখে তৃণমূল রাজনৈতিক স্বার্থে অসম্পূর্ণ ওই জলপ্রকল্পের উদ্বোধন করে দেয়। আয়েশা সিদ্দিকি বলেন, “তখনও মন্ত্রী দাবি করেছিলেন কাল থেকেই জল পাবেন। সামনেই বিধানসভার উপনির্বাচন, তাই মন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।” কংগ্রেসের অভিযোগ অবশ্য নস্যাৎ করেছেন নলহাটি পুরসভার পুরপ্রধান, তৃণমূলের রাজেন্দ্রপ্রসাদ সিংহ। তিনি মন্ত্রীর বক্তব্যে সহমত রেখেই দাবি করেন, “আমরা তো জল দিচ্ছিই। আগে পিএইচই থেকে দু’বেলা জল দেওয়া হত। এখন আমরা দুপুরে জল দেওয়ায় তা তিন বারে দাঁড়িয়েছে।” যদিও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কংগ্রেসের মহেশ্বর ক্ষীরহরির মতো কিছু কাউন্সিলরের অভিযোগ, তাঁদের ওয়ার্ডে জলের হাহাকার চলছে।
|
বিকল তথ্য শামিয়ানা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
কোন পঞ্চায়েতে কী কী কাজ হয়েছে, তার খরচ কত হয়েছে, আগামী দিনে কী কী উন্নয়নমূলক কাজ করা হবে, জেলা পরিষদ এখন কী কাজ করছে বা ভবিষ্যতে কোন কাজ করবে। জেলার পঞ্চায়েত থেকে শুরু করে জেলাপরিষদ পর্যন্ত যাবতীয় তথ্য জানার জন্য গত ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলাপরিষদ ভবনে বসানো হয়েছিল তথ্য শামিয়ানা বা কিয়স্ক। কিন্তু ঠিকঠাক দেখভালের অভাবে প্রায়ই বিকল হয়ে যাচ্ছে সেটি। সম্প্রতি সেটি বিকল হয়েছে গত এক মাস আগে। জেলা সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়ও স্বীকার করে নিয়েছেন সেই তথ্য। তিনি বলেন, “ওই তথ্য শামিয়ানা দেখভাল করার মূল দায়িত্ব যাঁকে দেওয়া হয়েছে তিনি ঠিকমতো রিপোর্ট করেন না এবং বিকল তথ্য শামিয়ানা সচল করতেও দেরি করেন।”
|
বাড়ির ইটের চাঙর খসে শনিবার মৃত্যু হল বেলি গড়াই (৫৮) নামে এক প্রৌঢ়ার। বাড়ি ময়ূরেশ্বর থানার পাণ্ডুলিয়া গ্রামে। |