একটি যাত্রীবাহী বাস উল্টে জখম হলেন ৩০ জন। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে বর্ধমান এবং হুগলি জেলার সীমান্তবর্তী কুনোমোড় এলাকায়। আহতদের মধ্যে ২১ জনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বাগনান থেকে চার দিন আগে একটি বেসরকারি বাস ৫০ জন পর্যটক নিয়ে রওনা হয়। তারাপীঠ, বক্রেশ্বর-সহ বিভিন্ন জায়গা হয়ে শনিবার দলটি পৌঁছয় নদিয়ার মায়াপুরে। সেখান থেকে ফেরার জন্য বাসটি ছাড়ে। আহতদের দাবি, এদিন যাত্রীদের নামানোর পরে বাসটির একটি বিয়েবাড়িতে যাওয়ার কথা ছিল। তাই কুয়াশা থাকা সত্ত্বেও চালক তাড়াহুড়ো করে গাড়ি থামাননি। কুনোমোড়ের কাছে নিয়ন্ত্রণ হারায়। একটি আলু খেতে গাড়িটি উল্টে যায়। শেষ পর্যন্ত ক্রেন এনে গাড়িটিকে তোলা হয়। মহিলারা বেশি আহত হয়।
|
বিবেক ছাত্র-যুব উৎসব শেষ হল রবিবার। মন্তেশ্বরের সাগরবালা উচ্চবিদ্যালয়ে শনিবার এই অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় যোগ দেন স্থানীয় মানুষ। অনুষ্ঠানের শেষ দিন, রবিবার উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প, ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। তাঁর আশ্বাস, স্কুলমাঠটির সংস্কার করা হবে। মন্তেশ্বরে একটি ইন্ডোর হল তৈরি করা হবে। স্থানীয় গৌরমোহন কলেজে বিপ্লবীদের ছবি নিয়ে প্রদর্শশালা করারও ব্যবস্থা নেওয়া হবে।
|
আগুন লেগে নষ্ট হয়ে গেল কালনার টাউন ক্রেডিট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-সহ বিভিন্ন জিনিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে স্থানীয় লোকজন কিছু পোড়ার গন্ধ পায়। ব্যাঙ্কের ভিতরে কিছু হয়েছে, আশঙ্কা করে ব্যাঙ্ক-কর্মীদের বিষয়টি জানান তাঁরা। ব্যাঙ্ক খুললে ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলের ইঞ্জিন আসার আগেই স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রবিবার ব্যাঙ্কের পরিচালন সমিতির সম্পাদক লক্ষ্মণ রায় জানান, ব্যাঙ্কের ভিতরে থাকা সিসিটিভির ফুটেজ দেখে জানা গিয়েছে, চার ও পাঁচ নম্বর ক্যাশ কাউন্টার থেকে আগুন ছড়িয়েছে। শট সার্কিট হয়েই আগুন লেগেছে। সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।
|
মাদক বিরোধী জনচেতনা শিবির হল কালনার বৈদ্যপুর মোড়ে। শনিবার বিকেলে ওই শিবিরের আয়োজন করে বর্ধমান জেলা পুলিশ ও আসানসোলের একটি বেসরকারি সংস্থা। পুরসভার মালঞ্চ প্রেক্ষাগৃহে জনজীবনে মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে একটি তথ্যচিত্রও দেখানো হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ জানান, প্রশাসনকে কড়া হতে হবে। পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনন্দ দত্ত বলেন, “আমাদের আশা, এমন আলোচনা মানুষের সচেতনতা বাড়বে।
|
অন্তত চার টন বিদ্যুৎবাহী তার-সহ একটি মিনি ট্রাক আটক করেছে ভাতার থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন জনকে। বীরভূমের পানুরির এক গুদাম থেকে এই ট্রাকটিতে চোরাই তার বোঝাই করা হয়েছিল বলে জানান বর্ধমানের পুলিশ সুপার মহম্মদ হোসেন মির্জা। |