টুকরো খবর
ধড়পাকড়ের প্রতিবাদ স্টেশনে
নিজস্ব চিত্র।
হকারদের নানা মিথ্যা অজুহাতে ধড়পাকড় করছে রেল পুলিশ। এই অভিযোগ তুলে রবিবার আইএনটিটিইউসি-এর নেতৃত্বে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ দেখালেন হকাররা। সংগঠনের নেতা মানসরঞ্জন চট্টোপাধ্যায় অভিযোগ করেন, গত কয়েক দিনে বেশ কয়েক জন হকারকে অহেতুক ধরে নিয়ে গিয়ে মামলা দায়ের করা হয়েছে। জরিমানা দিয়ে আদালত থেকে জামিন নিতে হয়েছে তাঁদের। এ দিকে, রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে তাঁদের পরিবার। জামিনে ছাড়া পাওয়ার পরেও রেল পুলিশ আটক করা ব্যবসার সামগ্রী ফেরত দিচ্ছে না বলে অভিযোগ। তাঁর দাবি, “রেল পুলিশের একাংশ এই ঘটনার সঙ্গে জড়িত। এর আগেও এক বার এই সমস্যা তৈরি হয়েছিল। হকাররা আন্দোলন করায় তা বন্ধ হয়।” পরিস্থিতি না বদলালে ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তিনি। যদিও রেল পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, আইন ভঙ্গের জন্যই ধড়পাকড় করা হয়েছে।

সপ্তাহান্তে ছুটির ব্যবস্থা খনিতে
অবশেষে আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল সাব ডিভিশনাল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের দাবি মেনে সপ্তাহান্তে ছুটির ব্যবস্থা করল এমটার তারা কোলিয়ারি কর্তৃপক্ষ। চোদ্দ বছর আগে পশ্চিমবঙ্গ সরকার ও বেসরকারি যৌথ উদ্যোগে গড়ে ওঠা সংস্থাটি চালু হয়। ইসিএলের পরিত্যক্ত ঘোষিত কোলিয়ারির দায়িত্ব নিয়ে এই সংস্থা প্রচুর পরিমাণ কয়লা উত্তোলন করেছে। এর আগে পরিবহণে যুক্ত চালক ও খালাসিদের সাপ্তাহিক সবেতন ছুটি ছিল না। ২২ নভেম্বর মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন খনি কর্তৃপক্ষের কাছে চিকিৎসা ভাতা, নিযুক্তিপত্র এবং সাপ্তাহিক ছুটির দাবি জানায়। ২৬ নভেম্বর ওই খনি কর্তৃপক্ষ ওই ইউনিয়নকে লিখিত ভাবে জানান, চালক এবং খালাসিরা ঠিকাদারের অধীনে কাজ করে। তাঁদের সম্পর্কে কোনও দায়িত্ব কর্তৃপক্ষের থাকতে পারে না। ওই গাড়ির মালিকরা গ্রামেরই বাসিন্দা। এবং তাঁরাই চালক এবং খালাসিদের নিয়োগ করে। এ সমস্যা মেটাতে গেলে ওই গাড়ির মালিকদের সঙ্গেই কথা বলতে হবে। এর পরে ২৭ ডিসেম্বর আবার ওই খনি কর্তৃপক্ষই সমস্ত পরিবহণ ঠিকাদারদের লিখিত নির্দেশ দিয়ে জানান, রবিবার তারা কোলিয়ারি থেকে ভানোড়া সাইডিং পর্যন্ত কোনও পরিবহণ হবে না। ওই দিনটি চালক এবং খালাসিদের ছুটির দিন। ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু অহলুওয়ালিয়া জানান, ওই পরিবহণ ঠিকাদারদের পাঠানো নির্দেশের প্রতিলিপি তাঁদের কাছেও কর্তৃপক্ষ পাঠিয়েছেন। রাজুবাবুর দাবি, “এত দিন মালিক পক্ষের বিরুদ্ধে কোনও ইউনিয়ন কিছু করেনি বলেই এমন ব্যবস্থা চলে আসছিল।” কোলিয়ারির ম্যানেজার বিবি চন্দ্র জানান, সপ্তাহান্তে এক দিন সবেতন ছুটির ব্যবস্থা করা হয়েছে।

সপ্তাহান্তে ছুটির ব্যবস্থা খনিতে
অবশেষে আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল সাব ডিভিশনাল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের দাবি মেনে সপ্তাহান্তে ছুটির ব্যবস্থা করল এমটার তারা কোলিয়ারি কর্তৃপক্ষ। আগে চালক ও খালাসিদের সাপ্তাহিক সবেতন ছুটি ছিল না। ২২ নভেম্বর মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন খনি কর্তৃপক্ষের কাছে চিকিৎসা ভাতা, নিযুক্তিপত্র ও সাপ্তাহিক ছুটির দাবি জানায়। ২৬ কর্তৃপক্ষ ইউনিয়নকে লিখিত ভাবে জানান, চালক ও খালাসিরা ঠিকাদারের অধীনে কাজ করে। তাঁদের দায়িত্ব খনি কর্তৃপক্ষের নয়। এর পর ২৭ তারিখ কর্তৃপক্ষ ফের সমস্ত পরিবহণ ঠিকাদারদের লিখিত নির্দেশ দেন, রবিবার তারা কোলিয়ারি থেকে ভানোড়া সাইডিং পর্যন্ত কোনও পরিবহণ হবে না। ওই দিন চালক ও খালাসিদের ছুটি। ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার দাবি, “মালিকের বিরুদ্ধে কোনও ইউনিয়ন এত দিন কিছু করেনি বলেই এমন চলে আসছিল।” কোলিয়ারির ম্যানেজার বিবি চন্দ্র জানান, সপ্তাহান্তে এক দিন সবেতন ছুটির ব্যবস্থা হয়েছে।

মারধর করে লুঠ
মারধর করে এক ব্যক্তির কাছ থেকে মোটরবাইক, মোবাইল ও নগদ টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার জামুড়িয়ার বাড়ুল গ্রামের কাছে ঘটনাটি ঘটে। জখম ওই ব্যক্তিকে আসানসোল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বীরভূমের জামালপুরের বাসিন্দা শেখ গুলজার নামে ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, মোটরবাইকে চড়ে তিনি জামুড়িয়ার হিজলগড়ায় যাচ্ছিলেন। বাড়ুলের কাছে দুষ্কৃতীরা তাঁর পথ আটকিয়ে মারধর করে সঙ্গের জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

যুবকের অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। রবিবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বাহাদুরপুরে। মৃতের নাম বাপি গোপ (১৯)। পুরনো জামশোল ও চকতুলসীর মাঝামাঝি একটি জঙ্গলে তাঁর ঝুলন্ত দেহ মেলে। মৃতের বাবা গোঁসাই গোপের দাবি করেন, এ দিন তাঁর ছেলে বাড়ি থেকে বেরিয়ে ফেরেনি। পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

জাল মদ উদ্ধার
অভিযান চালিয়ে শনিবার রাতে দুর্গাপুর বাসস্ট্যান্ডের কাছে দু’টি হোটেল থেকে দেড়শো লিটার জাল মদ উদ্ধার করেছে কোকওভেন থানার পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই দু’টি হোটেল থেকে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্কুলে জয়ী কংগ্রেস
স্কুল ভোটে ছ’টি আসনেই তৃণমূলকে হারিয়ে দিল কংগ্রেস। রবিবার ছিল বার্নপুরের বারি বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন। তৃণমূল মনোনীত প্রার্থীদের সঙ্গে সরাসরি নির্বাচন হয় কংগ্রেস মনোনীত প্রার্থীদের।ছ’টি আসনেই জেতেন কংগ্রেস মনোনীত প্রার্থীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.