কারখানার ফার্নেস লিক করে গলিত লোহা ছিটকে জখম হলেন চার ঠিকাশ্রমিক। রবিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঞ্জিলাল অ্যাভিনিউয়ের একটি বেসরকারি ‘রোলিং মিল’ কারখানায়। জখম ঠিকাশ্রমিকদের স্থানীয় একটি নাসির্ংহোমে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে কারখানায় শ্রমিক-নিরাপত্তা নিয়ে। কর্তৃপক্ষ অবশ্য দাবি করেন, নিরাপত্তা বিধি মেনেই কারখানা চালান তাঁরা। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ফার্নেসে লোহা গলানোর প্রক্রিয়া চলছিল। পাশেই কাজ করছিলেন বেশ কয়েক জন ঠিকা শ্রমিক। হঠাৎ ফার্নেস থেকে গলিত লোহা ছিটকে বেরোতে থাকে। তা এসে লাগে চার ঠিকাশ্রমিকের গায়ে। তাঁদের স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান কর্তৃপক্ষ। প্রয়োজনীয় চিকিৎসার পরে এ দিনই তাঁদের ছেড়ে দেওয়া হয়। ফার্নেসটিও বন্ধ করে দেওয়া হয়। জখম মদন পান্ডে, নাগেশ্বর যাদবরা বলেন,“গলিত লোহা ছিটকে শরীরে লাগতেই জ্বালা করতে শুরু করে।” দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় কোকওভেন থানা থেকে পুলিশ যায়। সিটি সেন্টার থেকে রাজ্য দমকলের একটি ইঞ্জিনও চলে আসে। যদিও তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
কারখানার শ্রমিকদের একাংশের অভিযোগ, কারখানায় নিরাপত্তা বিধি যে একেবারেই মানা হয় না তা নয়। কিন্তু এ ব্যাপারে তেমন কড়াকড়ি নেই। তাঁদের দাবি, কর্তৃপক্ষের গা-ছাড়া মনোভাবের জন্যই দুর্ঘটনা ঘটেছে। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এমন অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, জুতো, হেলমেট, দস্তানা, ডাস্টার-সহ অন্য নিরাপত্তা সামগ্রী তাঁরা শ্রমিকদের নিয়মিত সরবরাহ করেন। কারখানার যন্ত্রাংশের নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে। কারখানার এক আধিকারিক সুদীপ ভট্টাচার্য বলেন, “কারখানায় দুর্ঘটনা ঘটতেই পারে। কিন্তু আমরা চাই না তা হোক। কেন এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে।” |