জয়ী বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মোহনবাগান মাঠে।—নিজস্ব চিত্র। |
পূর্বাঞ্চল পর্বে শেষ চারে উঠে সারা ভারত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে ছাড়পত্র পেল বর্ধমান। রবিবার মোহনবাগান মাঠে কোয়ার্টার ফাইনালে তারা পাঁচ গোলে হারায় ওড়িশার র্যাভেনসকে। সেমিফাইনাল পর্বের লিগে প্রথম ম্যাচে এ দিন বর্ধমান ৬ গোলে হারায় অসমের ডিব্রুগড়কে। আজ, সোমবার সকালে বর্ধমান লিগের দ্বিতীয় ম্যাচ খেলবে বারাসত স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে। দুপুরে খেলবে কলকাতার বিরুদ্ধে। বারাসতকে হারিয়ে কলকাতার সঙ্গে ড্র করলেই পূর্বাঞ্চল পর্বে চ্যাম্পিয়য়ন হবে বর্ধমান। কলকাতা প্রথমে কোয়ার্টার ফাইনালে মণিপুরের বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে শেষ চারে উঠে বারাসতকে লিগ পর্বে ১ গোলে হারিয়ছে। বারাসত সকালে বিহারের মহাত্মা গাঁধী কাশি বিশ্ববিদ্যালয়কে ২-১ গোলে হারায়। ডিব্রুগড়, সম্বলপুরকে ৫ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে।
|
দুর্গাপুরে সারা ভারত টেনিসের আসর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কলকাতার বাইরে এই প্রথম সারা ভারত ট্যালেন্ট সিরিজ টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে দুর্গাপুরে। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব দিয়েছে দুর্গাপুর টেনিস ক্লাবকে। আজ, সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করবেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ। ২০০৮ সালে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা ও দুর্গাপুর পুরসভার সহযোগিতায় বিধাননগরে ১.২ একর জায়গায় গড়ে ওঠে দুর্গাপুর টেনিস ক্লাবের নতুন পাকা কোর্ট, বাড়ি। পরে তারা বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের অনুমোদনও পায়। তার পর থেকে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি টেনিস প্রশিক্ষণ শিবির আয়োজন করে আসছে দুর্গাপুর টেনিস ক্লাব। শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে ৫০ ছাড়িয়েছে। নভেম্বর মাসে ষষ্ঠ আন্তঃজেলা অ্যামেচার টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছিল। এ বার তারা জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে। সারা দেশের ৫০ জন প্রতিযোগী এই অনূধ্বর্র্ ১৪ প্রতিযোগিতায় যোগ দিতে এসেছেন।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
মানিক উপাধ্যায় স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল দুর্গাপুর ইয়ং বেঙ্গল ক্লাব। তৃণমূলের আঞ্চলিক যুব কমিটি আয়োজিত এই খেলায় রবিবার গৌরান্ডি স্কুল মাঠে তারা পানুড়িয়া একাদশকে ১ গোলে হারায়। ফাইনাল এবং প্রতিযোগিতার সেরা দলের শেখ জসিমুদ্দিন এবং হেমন্ত ক্ষেত্রী।
|
ইকড়ায় ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়ার ইকড়ায় আয়োজিত হল ক্রিকেট প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র। |
ইকড়াবাসীর উদ্যোগে দু’দিন ব্যাপী ক্রিকেটে চ্যাম্পিয়ন হল নর্থ সিহারশোল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইকড়া মাঠের ফাইনালে তারা ইকড়া সিএ-কে ৪৩ রানে হারায়। প্রতিযোগিতার সেরা বিজিত দলের স্বাধীন মুখোপাধ্যায়।
|
|
মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রতিযোগিতা কাটোয়া স্টেডিয়ামে। —নিজস্ব চিত্র। |
|