রাজ্যে বিনিয়োগ বাড়াতে উদ্যোগী অম্বুজা সিমেন্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে লগ্নি বাড়াচ্ছে অম্বুজা সিমেন্ট। হাওড়ায় সাঁকরাইলের কারখানা সম্প্রসারণের পাশাপাশি ব্যান্ডেলে আর একটি সিমেন্ট কারখানা তৈরি করতে চায় সংস্থাটি। শুক্রবার সাঁকরাইলে কারখানাটির সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করতে এসে এ কথা জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
২০০১-এ সাঁকরাইলের কারখানাটি চালু করেছিল অম্বুজা সিমেন্ট। পরে ফারাক্কাতে আর একটি কারখানা গড়ে তারা। সাঁকরাইলের কারখানা সম্প্রসারণের (যা চালু হতে দু’বছর লাগবে) জন্য সংস্থাটি লগ্নি করছে প্রায় ৩২৫ কোটি টাকা। ব্যাণ্ডেলের প্রকল্প নিয়ে সংস্থার কর্তা অজয় কাপুর মন্তব্য করতে না চাইলেও শিল্পমন্ত্রী নিজেই সে কথা জানান। তাঁর দাবি, সাঁকরাইল ও ব্যাণ্ডেলের কারখানা ধরে সংস্থাটি মোট লগ্নির পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকা।
এ রাজ্যে লগ্নিকারীদের সাহায্য করার পাশাপাশি কারখানায় শৃঙ্খলা বজায় রাখার জন্যও কর্মীদের বার্তা দেন শিল্পমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রের খবর, বিভিন্ন অভিযোগে সাঁকরাইলের কারখানার ছয় কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি পুনর্বিবেচনার জন্য তাঁদের তরফে শিল্পমন্ত্রীর কাছে মেমোর্যান্ডাম দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক শীতল সর্দার। শিল্পমন্ত্রী অবশ্য গোটা বিষয়টি কর্তৃপক্ষের উপরই ছেড়ে দিয়েছেন। তিনি বলেন,“দাবিদাওয়া থাকতেই পারে। কিন্তু শৃঙ্খলাও চাই। কর্তৃপক্ষকে বলব, যদি সুযোগ থাকে ওঁদের (অভিযুক্তদের) ভুল শোধরানোর সুযোগ দেবেন। তবে সেই সিদ্ধান্ত কর্তৃপক্ষই নেবেন।”
|
কিংফিশার ফের চালু নিয়ে জট অব্যাহত
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ঘুরে দাঁড়ানোর জন্য কিংফিশারকে আরও বিস্তারিত পরিকল্পনা জমা দিতে নির্দেশ দিল বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। কী ভাবে সংস্থার কর্মীদের বেতন এবং ঋণদাতা ব্যাঙ্ক ও অন্যান্য সংস্থাকে পরিষেবার জন্য টাকা মেটানো হবে, তার জন্য অতিরিক্ত তথ্য জমা দিতেও কিংফিশারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর। কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিয়ে সংস্থাকে উত্তর দিতে বলা হতে পারে বলেও জানিয়েছে ওই সূত্র। তার পরই ঋণদাতা ব্যাঙ্ক ও তেল সংস্থা, বিমানবন্দর কর্তৃপক্ষ, ঠিকাদার সংস্থার সঙ্গে আলোচনা করা হবে। সংস্থাকে ফের উড়ানে সম্মতি দেওয়া হবে কি না, সেই বিষয়টি নির্ভর করবে ওই আলোচনার উপরই।
|
দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ঝুঁকি কাটেনি: আরবিআই
সংবাদসংস্থা • মুম্বই |
আর্থিক বৃদ্ধির হার কমতে থাকা, চড়া মূল্যবৃদ্ধি এবং রাজকোষ ও লেনদেন খাতে ঘাটতি দেশের অর্থনীতিতে স্থিতি ফেরার পথে এখনও এই তিনটিই প্রধান বাধা বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার ডিসেম্বরের জন্য প্রকাশিত আর্থিক বিষয় সংক্রান্ত এক রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করেছে তারা। শীর্ষ ব্যাঙ্কের মতে, বিশ্ব জুড়ে মন্দার ছায়া কাটেনি। কমছে রফতানি। দেশে লগ্নিতে ভাটা ও পণ্যের চাহিদা কমায় বৃদ্ধির গতি থমকেছে। চড়া মূল্যবৃদ্ধি এখনও বড় চ্যালেঞ্জ। ব্যাঙ্কের মতে, চিন্তার যথেষ্ট কারণ রয়েছে ডলারের সাপেক্ষে টাকার দামে পতন নিয়েও। এই অবস্থায় চলতি অর্থবর্ষে বৃদ্ধি ৫.৮% হবে বলে রিপোর্টে ফের জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
|
চালু হবে উড়ান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে নতুন বছর থেকেই কলকাতা থেকে ভুবনেশ্বর, রাঁচি ও পটনার মধ্যে বিমান পরিষেবা চালু করতে চলেছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানান, ১ জানুয়ারি থেকে ওই পরিষেবা চালু হবে। কলকাতা-ভুবনেশ্বর-কলকাতা ও কলকাতা-রাঁচি-পটনা-কলকাতা রুটে বিমান চলবে। ফলে কলকাতা থেকে ১ ঘণ্টা ১৫ মিনিটে ভুবনেশ্বর, ৫৫ মিনিটে রাঁচি, সেখান থেকে ৪৫ মিনিটে পটনা যাওয়া যাবে। এতে নিত্যযাত্রীরা ছাড়াও পর্যটক এবং ব্যবসায়ীদের সুবিধা হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
|
স্যামসাং-এলজি দ্বন্দ্ব
সংবাদসংস্থা • সোল |
দক্ষিণ কোরিয়ায় স্যামসাং-এর গ্যালাক্সি নোট ১০.১ ট্যাবলেট কম্পিউটার উৎপাদন, বিক্রি ও অন্য দেশে তা রফতানি বন্ধের জন্য সোলের আদালতে আবেদন করল এলজি ডিসপ্লে। স্যামসাং-এর বিরুদ্ধে এলসিডি প্যানেল নিয়ে তিনটি বৈশিষ্ট্য নকলের অভিযোগ আনে এলজি গোষ্ঠীর শাখা সংস্থাটি। ক্ষতিপূরণও দাবি করেছে তারা। |