মুখ্যমন্ত্রীর সভামঞ্চ তৈরি করতে গিয়ে পড়ে এক শ্রমিক জখম হন। বুধবার সকালে কোচবিহারের পুন্ডিবাড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম শ্রমিকের নাম জাইদুল মিঁয়া। বাড়ি টাপুরহাট। বর্তমানে জেলা সদর এমজেএন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরে কাছেই থাকা পুলিশের একটি গাড়ি ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়নি বলে অভিযোগ। তা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে আধ ঘণ্টা ওই মঞ্চ তৈরির কাজ ব্যাহত হয়। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজ নিচ্ছি।” বৃহস্পতিবার কোচবিহারের পুন্ডিবাড়ির উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে ঋণ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানস্থলের মঞ্চ তৈরির কাজ চলছিল। |
পুন্ডিবাড়ির সভাস্থল। —নিজস্ব চিত্র। |
জাইদুল সহ তিন জন প্রায় ২৪ ফুট উঁচুতে বাঁশে বসে মঞ্চ তৈরির কাজ করছিলেন। আচমকা জাইদুল পড়ে যান। তাঁর হাতে ও বুকে চোট লাগে। জাইদুলের ভাই নবিউল ইসলাম বলেন, “আমরা সেই সময় নীচে ছিলাম। আচমকা শব্দ শুনে সকলে চমকে যাই। দেখি দাদা উপর থেকে পড়ে গিয়েছে।” ইনটাক অনুমোদিত কোচবিহার জেলা ডেকরেটর্স ওয়ার্কাস ইউনিয়নের অভিযোগ, জইদুল জখম হওয়ার পরে পুন্ডিবাড়ির সভাস্থলের পাশে থাকা একটি পুলিশের গাড়িতে ওকে তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা হয়। কিন্তু পুলিশ কর্মীরা সেই সময়ে সেই গাড়িতে জইদুলকে তুলতে চাননি বলে অভিযোগ। পরে অন্য গাড়ির ব্যবস্থা করে তাঁকে কোচবিহার জেলা হাসপাতালেন নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা প্রায় আধ ঘণ্টা কাজ বন্ধ রাখেন। ওই ইউনিয়নের সভাপতি অজিত চন্দ এই প্রসঙ্গে বলেন, “জাইদুল আমাদের সংগঠনের সদস্য। মঞ্চ তৈরির কাজ করতে গিয়ে ও ওপর থেকে পড়ে যাওয়ার পরে পুলিশের গাড়ি তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে আপত্তি করায় বিকল্প গাড়ির ব্যবস্থা করতে হয়। এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কিছুক্ষণ কাজ বন্ধ করে রাখেন। খবর পাওয়ার পর আমরা উদ্যোগী হয়ে ফের কাজ শুরুর ব্যবস্থা করি।” |