টুকরো খবর
কুয়াশায় উদ্বেগে সর্ষে চাষিরা
প্রায় এক সপ্তাহের ঘন কুয়াশায় মাথায় হাত পড়েছে মসুর ও সরষে চাষির। ভরা ফুলের মরসুমে ওই আবহাওয়ার কারণে বিপাকে চাষি। চাষিদের দাবি, “প্রায় শেষের দিকে এসে আমরা বড় ক্ষতির মুখে পড়লাম।” যদিও দফতরের বক্তব্য, সপ্তাহ জুড়ে যে কুয়াশা হয়েছে তাতে মসুর ও সরষের ক্ষতি হবে ঠিকই, তবে জলের মতো হয়ে কুয়াশা হওয়ার ফলে অনেকটাই বেঁচে গিয়েছেন চাষিরা। এখন কিছু ওষুধ প্রয়োগ করলে অনেকটাই ক্ষতির হাত থেকে মুক্তি মিলবে। প্রায় সপ্তাহখানেক ধরে সূর্যের মুখ দেখেনি মরসুমি ফসল। সঙ্গে ঘন কুয়াশার ফলে গোটা এলাকার মসুর ও সরষে চাষি বিপাকে। ডোমকলের চাষি আবদুর রসিদ মণ্ডলের কথায়, “এ বছর মসুর ও সরষে চাষ ভাল হয়েছিল। ক’দিন বাদে মসুর ঘরেও উঠত, কিন্তু কুয়াশাই বাদ সাধল। যা খরচ হয়েছিল, তাও ঘরে উঠবে কি না বলা কঠিন।” ডোমকলের কৃষি প্রযুক্তি সহায়ক আইনুদ্দিন মণ্ডল বলেন, “কুয়াশা জলের মতো হওয়ায় অনেকটাই বেঁচে গিয়েচেন চাষিরা। এই ধরনের কুয়াশায় ক্ষতির সম্ভাবনা কম থাকে। তবে এই আবহাওয়া সরষে এবং মসুরের জন্য ক্ষতিকর।” রানিনগরের মহিউদ্দিন সরকারের কথায়, “সীমান্তের চর এলাকায় কম খরচে মসুর চাষ ভাল হয়। কিন্তু এ বছর মনে হচ্ছে, চরের মাঠের চাষি বড় রকম ক্ষতিগ্রস্ত হবে।” জলঙ্গি এবং রানিনগর থানার বড় অংশ জুড়েই চরের মাঠ। কলাই, মসুর বা বাদাম ছাড়া তেমন কোনও ভাল চাষ হয় না। জলঙ্গির চাষি সি মোল্লার কথায়, “চরের মাঠে ৫ একর মসুর ছিল। আর ৩ একর ছিল সরষে। সবটাই জলে গেল। ফসল নষ্ট করে গম চাষ করার কথা ভাবছি।” রানিনগর-২ ব্লকের কৃষি আধিকারিক মিঠুন সাহা বলেন, “আমার এলাকার বড় একটা অংশের চাষের জমি চর এলাকায়। সেই এলাকায় প্রচুর মসুর হয়। তবে চাষিদের আমরা এই সময়ে কিছু ওষুধ প্রয়োগ করার পরামর্শ দিচ্ছি। ওই ওষুধ প্রয়োগ করলে কিছুটা হলেও ভাল ফলন পাবেন চাষিরা।”

কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু, জখম সাত জন
দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুর জামাল খাদিম (৩০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রামের কাঠাদিঘি গ্রামে। এই ঘটনায় জখম হয়েছেন সাত জন। তাঁদের মধ্যে দু’জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি পাঁচ জনের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে একটি ফাঁকা ট্রাক নিয়ে নুর জামালবাবু সুন্দরপুরের দিকে যাচ্ছিলেন। উলটো দিক থেকে আসা একটি ইটের ট্রাক ফাঁকা ট্রাকটিকে ধাক্কা মারলে হলদিয়া-ফরাক্কা বাদশাহী সড়কের উপর বৈদ্যনাথপুর মোড় সংলগ্ন এলাকায় এই বিপত্তি ঘটে। জানা গিয়েছে, ওই দুই ট্রাকের মাঝখানে একটি ছোট গাড়ি চলে আসে। সেই গাড়িটিকে খালি ট্রাকটি পাশ দিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। এর জেরে এ দিন সকালে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দু’টিকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। কান্দির এসডিপিও সন্দীপ মণ্ডল বলেন, “দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন মারা গিয়েছেন। ওই দুটি ট্রাক ও ছোট গাড়িটিকে আটক করা হয়েছে।”

নদিয়া বইমেলা
নদিয়া বইমেলা। নিজস্ব চিত্র।
কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে শুরু হল ২৮ তম নদিয়া জেলা বইমেলা। বুধবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন সাহিত্যিক ও গবেষক সুধীর চক্রবর্তী। ৮০টি স্টল থাকছে এ বারের মেলায়। প্রতিদিনই ভিন্ন ভিন্ন বিষয়ে সেমিনারের পাশাপাশি আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

দুষ্কৃতী হানা
বুধবার জলঙ্গির সিতানগর গ্রামে ছাগল ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দু’লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই ছাগল ব্যবসায়ীরা থানায় নালিশও করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ডোমকলের গরিবপুর থেকে জলঙ্গির ধনিরামপুর হাটে ম্যাটাডোরে করে ছাগল কিনতে যাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। সেই সময় সীতানগর মাঠে জনা পনেরোর সশস্ত্র দুষ্কৃতী দল তাঁদের গাড়ি আটকে ছিনতাই করে বলে অভিযোগ।

জয়ী বামফ্রন্ট
স্কুল ভোটে জয়ী হল বামেরা। মঙ্গলবার নওদার বৃন্দাবনপুর শরদিন্দু স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের মধ্যে ৪টিতে জয়ী হয়েছে বামেরা। ২টি আসন পেয়েছে কংগ্রেস।

দেহ উদ্ধার
বুধবার শান্তিপুরের রামনগর চর এলাকা থেকে পচাগলা অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বছর পয়ত্রিশের ওই যুবকের দেহে আঘাতের কোনও চিহ্ন নেই।

বৃদ্ধকে খুন
পারিবারিক বিবাদের জেরে মইনুউদ্দিন শেখ (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাড়ি রানিনগরের কেএম পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের ছেলে টিটু শেখের সঙ্গে প্রতিবেশী হিটলার শেখের ছেলে সিয়ারুলের একটি পারিবারিক বিবাদ চলছিল। বুধবার সেই বিবাদে উভয়ের বাড়ির লোক জড়িয়ে পড়লে হিটলার হাঁসুয়ার কোপে মইনুউদ্দিন শেখকে খুন করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.