লেডি কারমাইকেল স্কুলের পাশের গলিটি এড়িয়ে চলি। তাই ঘুর পথে কোর্টের পাশের গলি দিয়ে যাতায়াত করতে হয়।
আয়ূষী বিশ্বাস, ছাত্রী |
|
প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যে রাস্তাটি হাইরোডের দিকে গিয়েছে তাতে অনেক বড় কর্তার আবাস হলেও আমি এড়িয়েই চলি।
তপলব্ধা ভট্টাচার্য, টেক্সটাইল ডিজাইনার |
|
কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মোড় থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত রাস্তাটি সন্ধ্যায় নিরাপদ নয়। তাই ফোয়ারার মোড় হয়ে ঘুরে যাই।
মানসী সরকার, ফিজিওথেরাপিস্ট |
|
বর্ণপরিচয় ভবন থেকে হোলি ক্যাথলিক গার্লস যাওয়ার রাস্তাটি বিপজ্জনক। মুড়িপাড়া থেকে নলুয়াপাড়া যাওয়ার পথও ভাল নয়।
তনুশ্রী পাল, শিক্ষিকা |
|
বাসস্ট্যান্ড থেকে ঘূর্ণি যাওয়ার রাস্তাটি ও প্রশাসনিক ভবন থেকেউইমেন্স কলেজের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটি অস্বস্তিজনক।
পূর্বা কুণ্ডু, গৃহকর্ত্রী |
|
চৌধুরীপাড়ার ঘোষপুকুর ও রাজারদিঘির পাশের রাস্তা দু’টি সন্ধ্যার পর বিপজ্জনক। কিন্তু এড়িয়ে চলতে হলে অনেকটা ঘুরতে হয়।
অনিতা দাস, রান্নার কাজ করেন |
|