সময়ের প্রশ্রয়ে জমে উঠছে নাট্যোৎসবগুলি
নাটক শেষ। শীতের রাত। মঞ্চের বাইরেটা কিন্তু তখনও মানুষজনে ভরা। নাটক ছড়িয়ে পড়ছে কথায় আলোচনায়। তাতে কখনও অভিনয়ের প্রসঙ্গ আসছে, কখনও আলোর ব্যবস্থার। আবার কখনও উঠছে অন্য কোনও নাটকের কথাও।
কিন্তু রাতে বাড়ি ফিরতে হবে তো? কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের নাট্যমেলার সামনে দাঁড়িয়ে থাকা এক দম্পতি হেসে ফেলে বললেন, “আরে এ তো কলকাতা নয় যে ট্রেন ধরতে ছুটতে হবে। এখান থেকে বাড়ি খুব দূরে নয়। তাই আর একটু আড্ডা চলতে পারে।” সময়ের এই প্রশ্রয়ই মঞ্চের আকর্ষণ মফস্সলে বেশ বাড়িয়ে তুলেছে বলে মনে করেন নাট্যোৎসবের আয়োজকেরাও। শান্তিপুরের নাট্যকর্মী কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “অনেকেরই ইচ্ছে থাকলেও কলকাতায় নাটক দেখা হয় না। তার প্রথম কারণ, ফেরার তাড়া। অনেকেই কলকাতায় নিত্যযাত্রী কিন্তু সন্ধ্যাবেলা অ্যাকাডেমি বা গিরিশে গিয়ে নাটক দেখে ট্রেন ধরতে গেলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। তাই তাঁরা সেই ঝুঁকি বছরে ক’বারই বা নিতে পারেন?” তাঁর কথায়, “তাই কলকাতার সেই নাটকই যখন মফসস্লের মঞ্চে আসে তখন তা দেখা অনেক সহজ। অনেকেই পরিবারের লোকজনদের নিয়েও আসেন। তাই এই ধরনের নাট্যোৎসবগুলি খুবই জনপ্রিয় হয়ে উঠছে।”
সরকারি কর্মী শঙ্করনারায়ণ সাহা এক সময়ে নিজে নাটক করতেন। তিনি বলেন, “এখন যখন নাটক দেখতে যাই সেই পুরনো নাটকের বন্ধুদের সঙ্গেই সেখানে দেখা হয়ে যায়। অনেক সময় দল বেঁধেও যাই। তাই করেই সম্পর্কটা টিকে রয়েছে। আমার মনেও নাটক জেগে রয়েছে। ওইটুকুই নিয়ে বাঁচি বাকি সারা বছর।” একই কথা বলেন নবদ্বীপ নাট্য উন্নয়ন পরিষদের সভাপতি দেবাশিস নন্দী। তাঁর কথায়, “অনেকেই নাটক দেখতে আসেন শীতের রাতে একটু সুস্থ বিনোদনের লোভে।” অনেকে জানান, শীতে নবদ্বীপ, মায়াপুরে মানুষ বেড়াতে আসেন। কিন্তু নবদ্বীপের লোক কোথায় যাবেন? সব সময়ে ছোটখাট এমন ঘুরতে যাওয়ার সময় ও খরচও কুলোনো যায় না। তার বদলে নাটক সেই সুযোগটা করে দেয়। দল বেঁধে নিজের শহরেই বা একটু দূরের কোথাও অনায়াসে গিয়ে সন্ধ্যাটা খুব ভাল ভাবে কাটানো যায়। তাই নবদ্বীপ থেকে বেশ কয়েকজনের একটি দল বিকেলে চলে যান কল্যাণী, কালনা বা কৃষ্ণনগরের নাট্যোৎসবে। তাতে এক সঙ্গে বেড়ানো ও বিনোদন দুই-ই হয়। এই নাট্যোৎসবের মঞ্চে তাই দেখা হয়ে যায় সমমনস্ক বহু মানুষের। পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নেওয়া যায় আবার। তাই দেরি একটু হয় হোক, শীত আরও জমিয়ে পড়ুক, নাটোৎসবের আঙিনায় কফির দোকানের পাশের ভিড় কমে না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.