পুকুরের কাছে ইটভাটা, ক্ষোভ |
দূষণের ছাড়পত্র না নিয়ে দু’টি পুকুরের কাছে ইটভাটার অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ জামুড়িয়ায়। এর জেরে গ্রামের মানুষ ওই পুকুর ব্যবহার করতে পারছেন না। বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় মহিলাদের পুকুরে স্নান করা প্রায় বন্ধের মুখে। এ সব প্রতিকারের দাবিতে জামুড়িয়ার হিজলগড়ার বাসিন্দারা জামুড়িয়া ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক ঘণ্টা তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন বুধবার। দফতরের আধিকারিকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত আধাকারিক জানান, মাপজোক করে দেখা হবে অবৈধ ভাবে ভাটা তৈরির অনুমতি মেলার অভিযোগ কতখানি ঠিক।
|
আসানসোল দক্ষিণ থানার রাহা লেন অঞ্চলের নেতাজি সুভাষ রোডের একটি ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে দোকানের মালিক দোকান খুলতে গিয়ে এই ঘটনা বুঝতে পারেন। পুলিশ জানায়, দুষ্কৃতীরা শাটার ভেঙে ভিতরে ঢুকে টাকা ও মূল্যবান ওষুধ চুরি করে নিয়ে গিয়েছে। দোকানের মালিক গোপাল বার্নোয়াল পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে শাটার খোলার সময় বুঝতে পারেন সেটি ভাঙা হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
উখড়া এবি ইনস্টিটিউশনের অধিবেশন কক্ষে আইএনটিইউসি-র উদ্যোগে অসংগঠিত শ্রমিক-কর্মীদের জীবনযাপনে উন্নয়ন শীর্ষক একটি আলোচনাচক্র আয়োজিত হল বুধবার। বক্তাদের দাবি, অস্থায়ী বা অসংগঠিত কর্মীরা ইসিএলের স্থায়ী কর্মীরা সমান কাজ করলেও সরকারি নির্ধারিত ন্যূনতম মজুরি পান না।
|
রাজ্য সরকারের উদ্যোগে বুধবার আসানসোলে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল। কেন্দ্রটির উদ্বোধন করে বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। |