রাতে শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো রয়েছেই। ৮টা বাজলেই সিটি সেন্টার বাসস্ট্যান্ড সুনসান হয়ে যায়। দেখা মেলে না পুলিশেরও।
অনুজা বাগচি, কলেজ শিক্ষিকা |
|
জাতীয় সড়কের সমান্তরালে ডিভিসি মোড় থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তায় সন্ধ্যার পরে মোটরবাইক চড়ে যাওয়াটা বেশ ভয়ের।
ইন্দ্রাণী মুখোপাধ্যায়, কবি |
|
আর পাঁচটা শহরের মতো না হলেও দুর্গাপুরও আর মেয়েদের জন্য নিরাপদ নয়। স্টেশন চত্বর মোটেও ভাল জায়গা নয়।
স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া কর্মকর্তা |
|
শহরের কিছু কিছু জায়গায় নিরাপত্তার অভাব তো বোধ হয়ই। সরকারি কলেজের সামনের রাস্তায় যেতে দুপুরেও অস্বস্তি হয়।
তনিমা সেনগুপ্ত, গৃহবধূ |
|
মহিলারা এখন মহাকাশে যাচ্ছেন। অথচ তাঁদের সঙ্গেই অপরাধ ঘটছে। সিএমইআরআই সংলগ্ন রাস্তায় সন্ধ্যার পরে যেতে বেশ ভয় করে।
ঊষা সাহা, জিম ইনস্ট্রাক্টর |
|
ভবিষ্যতে কী হবে জানি না, তবে দুর্গাপুর এখনও অনেকটা নিরাপদ। তবে জওহরলাল নেহরু রোড ধরে যেতে সন্ধ্যায় বেশ অস্বস্তি বোধ করি।
বিশাখা দাস, ম্যানেজমেন্ট ছাত্রী |
|