টুকরো খবর
নির্বীজকরণে পুরসভাই
পথ কুকুরের নির্বীজকরণ এ বার থেকে করবে কলকাতা পুরসভাই। সেই লক্ষ্যে ধাপার কাছে ডগপাউন্ডটি ঢেলে সাজা হয়েছে। এতদিন পুরসভা কুকুর ধরা ও অস্ত্রোপচার করাত এক বেসরকারি সংস্থাকে দিয়ে। ডগপাউন্ডটি দেখভালের দায়িত্বও ছিল বেসরকারি সংস্থার। পুর সূত্রের খবর, সেখানে প্রায় তিনশো পথ কুকুর থাকতে পারে। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ মঙ্গলবার বলেন, “পথ কুকুর দ্রুত বাড়ছে। তুলনায় নির্বীজকরণ হচ্ছে না। এ বার পুর স্বাস্থ্য দফতরই সব কাজ করবে।” তিনি জানান, এই মুহূর্তে শহরে রাস্তার কুকুরের সংখ্যা লক্ষাধিক। বছরে ১৫ হাজার কুকুরের নির্বীজকরণ ও বন্ধ্যাত্বকরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সম্প্রতি বাইপাসের ওই ডগপাউন্ডে অস্ত্রোপচার শুরু করেছে পুরকর্মীদের দল। অতীনবাবু জানান, আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে অস্ত্রোপচার শুরু হলেও শীঘ্রই দু’টি ল্যাপারোস্কোপি যন্ত্র কেনা হবে। তিনটি ওটি-তে দিনে অন্তত ৩০টি অস্ত্রোপচার হবে। এর জন্য পুরসভার নিজস্ব ডাক্তার ছাড়াও চুক্তির ভিত্তিতে পশু চিকিৎসক রাখা হবে। ওই বিষয়ের দায়িত্বপ্রাপ্ত অফিসার দেবাশিস সেন জানান, আগে কুকুর ধরার দু’টি গাড়ি ছিল। আরও চারটি কেনা হয়েছে। গাড়িগুলি রোজই বিভিন্ন পথে ঘোরে। এ ছাড়া, কুকুরের উৎপাতের খবর পেলেই সেখানে ওই গাড়ি পৌঁছে যাবে বলে জানান দেবাশিসবাবু।

হাতির পা থেকে মিলল ধাতুর টুকরো
দাঁতভাঙা হাতির পা থেকে ময়নাতদন্তে পাওয়া গেল ধাতুর টুকরো। গত সোমবার দুপুরে হাতিটি পোরোর জঙ্গলে মারা যায়। মঙ্গলবার সেটির ময়নাতদন্তের পর ধাতুর টুকরোটি মেলে। পরিবেশপ্রেমীদের দাবি, চোরা শিকারীরা হাতিটি উপর গুলি বা তীর চালিয়ে থাকতে পারে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা বিজয়কুমার সালিমাথ জানান, হাতিটির শরীরের অন্য দাঁতালের আক্রমণের ক্ষত ছিল। সংক্রমণ ছড়ানোয় হাতিটির মৃতু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে সেটি পেরেক না অন্য কিছু তা দেখা হচ্ছে। এর মধ্যে অসম থেকে কয়েকটি জখম হাতি কুমারগ্রামের বালা পাড়ায় ঢুকেছে বলে বন দফতর সূত্রে খবর। চলতি মাসে কুমারগ্রামের একটি হস্তি শাবক জলদাপাড়ায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেটি মারা যায়। ময়না তদন্তে তার দেহ থেকে গুলি মেলে বলে বন কর্মীরা জানিয়েছেন।

সাফাই অভিযান
সাফাই অভিযান। —নিজস্ব চিত্র।
মেদিনীপুর কমার্স কলেজের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের নিয়ে ৭ দিনের শিবিরে ৫টি ইউনিটের প্রায় ২০০ জন ছাত্রছাত্রী যোগ দিলেন। ২২ ডিসেম্বর থেকে শিবির চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে ছাত্রছাত্রীরা বস্তি এলাকায় গিয়ে নিজ হাতে সাফাইয়ের কাজ করেছেন। সোমবার শহরের আকর্ষনগর, কামারপাড়া এলাকায় সাফাই অভিযান হয়। রাস্তাঘাটের পাশাপাশি পরিস্কার করা হয় নিকাশি নালাও। স্থানীয় বাসিন্দাদের পরিবেশ নিয়ে সচেতনও করা হয়।

প্রকৃতি পাঠ শিবির
মঙ্গলবার ডুর্য়াসের গরুবাথান ব্লকের সাকাম বনবস্তিতে শুরু হল প্রকৃতিপাঠ শিবির। শিলিগুড়ির হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডেভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) শিবিরের আয়োজন করেছে। শিবির চলবে ৩০ডিসেম্বর পর্যন্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.