টুকরো খবর
ভিন্ গ্রহে যোগাযোগ
পৃথিবী ছাড়া অন্য কোনও গ্রহে জীবনের অস্তিত্ব আছে কি না, আর ১২ বছরের মধ্যেই তা জানা যাবে পৃথিবীর বৃহত্তম রেডিও টেলিস্কোপের মাধ্যমে। এমনকী, চাইলে আলাপও জমিয়ে ফেলা যাবে ভিন্ গ্রহের বাসিন্দাদের সঙ্গে। এমনই দাবি করলেন লন্ডনের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রকের এক জন প্রথম সারির ইউএফও বিশেষজ্ঞ, নিক পোপ।

হার মানবে চাঁদ
সি/২০১২ নামের একটি বিরল ধূমকেতুর প্রভাবে ম্লান হয়ে যাবে চাঁদের ঔজ্জ্বল্যও, দাবি করলেন জ্যোতির্বিজ্ঞানীরা। আগামী বছরের নভেম্বর মাসে আসছে এই ধূমকেতু।

কোথাকার রাগ
মেয়ের খুনিদের মৃত্যুদণ্ড হয়নি। সেই রাগে ২৩ জন স্কুলপড়ুয়াকে গাড়িচাপা দিল এক ব্যক্তি। গুরুতর আহত ১৩ জন। হেবেই প্রদেশের ঘটনা।

বাংলাদেশে নাশকতায় সন্দেহ মিজানুরকেই
খাদিম-কর্তা অপহরণ কাণ্ডে অভিযুক্ত, কলকাতায় ধৃত হুজি চাঁই মিজানুর রহমান বাংলাদেশের কোনও কোনও নাশকতায় জড়িত বলে গোয়েন্দাদের সন্দেহ। তাঁদের দাবি, জেরায় বারবার মিজানুর বলছে, তাকে যেন কোনও ভাবেই বাংলাদেশে পাঠানো না-হয়। মিজানুর বাংলাদেশে যাদের নির্দেশে কাজ করত, সেই মুফতি শেখ ওবাইদুল্লা ও মৌলানা মহম্মদ মনসুর আলি ওরফে বাঙালি বাবাকে নাশকতার অভিযোগে ২০০৯-এর জুলাইয়ে গ্রেফতার করেন সে-দেশের গোয়েন্দারা। ওবাইদুল্লা হাওড়া এবং মনসুর উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা। তারা ধরা পড়ার পরেই মিজানুর এ দেশে ফিরে আসে। ওবাইদুল্লা ও মনসুরের সঙ্গে একই অভিযোগে মিজানুরকেও বাংলাদেশি পুলিশ খুঁজছিল বলে সন্দেহ করছে সিআইডি। ২০০৭-এর অগস্টে হায়দরাবাদে জোড়া বিস্ফোরণে জড়িত সন্দেহে মিজানুরকে জেরা করতে অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল কলকাতায় এসেছে। বুধবার তারা লালবাজারে মিজানুরকে জেরা করবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.