টুকরো খবর
রাত পর্যন্ত ঘেরাও শিক্ষক
প্রধান শিক্ষককে রাত পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল যুব তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার হলদিবাড়ির কমলাকান্ত হাইস্কুলের ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুল পরিচালন সমিতির ভোটার তালিকায় ভুয়ো অভিভাবকের নাম রয়েছে। তার জেরে এ দিন দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত ঘেরাও-বিক্ষোভ চলে। ভোট গ্রহণের দিন অভিভাবকত্ব নিয়ে কেউ আপত্তি জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় ঘেরাও উঠে যায়। স্কুল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর পরিচালন সমিতির নির্বাচন। গত ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। অভিভাবকদের নাম নিয়ে কোনও আপত্তি থাকলে তা জানানোর দিন ছিল ৩০ নভেম্বর। কিন্তু ওই সময়ের কোনও অভিযোগ জমা পড়েনি। গত ৭ ডিসেম্বর ১,৬৮৬ হাজার অভিভাবককে নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, তৃণমূলের তরফে এতদিন কোনও আপত্তি জানানো হয়নি। এ দিন হঠাৎ দলের যুব শাখার সমর্থকরা কিছু নাম নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি নতুন তালিকা প্রকাশের দাবি জানায়। হলদিবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি স্বদেশ রায় বলেন, “ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পকর্র্ নেই এমন অনেক অভিভাবকের নাম ভোটার তালিকায় রয়েছে। ওই নামগুলি বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশের দাবি জানিয়েছি।” প্রধানশিক্ষক অনুপ সাহা বলেন, “চূড়ান্ত তালিকা সংশোধন সম্ভব নয়। ভোটের দিন কোনও অভিভাবককে নিয়ে পোলিং এজেন্টরা আপত্তি জানালে নির্বাচন আধিকারিক খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।”

বিক্ষোভে আটকে ট্রেন
—নিজস্ব চিত্র।
রাসমেলা ফেরত যাত্রীদের বিক্ষোভের জেরে প্রায় তিন ঘন্টা আটকে থাকল বামনহাটগামী শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার। শুক্রবার রাতে কোচবিহার স্টেশনের ঘটনা। কামরা কম থাকায় ভিড়ের জন্য মেলা ফেরত বেশিরভাগ লোক ট্রেনে উঠতে না পেরে ট্রেন আটকে বিক্ষোভ দেখায়। রাত ১টা নাগাদ রেল কর্তারা বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেন রাতে নিউ কোচবিহারে ফিরে যায়। পরে রাত সাড়ে ৩টা নাগাদ মালদহ-কোচবিহার ট্রেন বামনহাট পর্যন্ত চালানো হয়। যাত্রীরা ওই ট্রেনে বাড়ি ফিরে যান। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম বীরেন্দ্র কুমার বলেন, “যান্ত্রিক সমস্যার জন্য রাতের ওই ট্রেন বাতিল করার মতো পরিস্থিতি ছিল। যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে তিনটি কামরা কমিয়ে পরিষেবা চালু রাখা হয়। এর পরেও যাত্রীদের সমস্যা হয়েছে শুনে খারাপ লাগছে।” শুক্রবার রাত ১০টা নাগাদ শিলিগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেন কোচবিহার স্টেশনে পৌঁছয়। যাত্রীদের অভিযোগ, ওই ট্রেনের আটটি কামরা থাকে। এ দিন ছিল পাঁচটি। ফলে মেলা ফেরত প্রচুর মানুষ ট্রেনে ওঠার সুযোগ পায়নি। মেলার ভিড়ের কথা জেনেও কেন কামরার সংখ্যা কমানো হল তা নিয়ে প্রশ্ন তোলেন যাত্রীরা। অভিযোগ, এ দিন কয়েকশো যাত্রী ট্রেনে উঠতে পারেনি। শীতের রাতে তাঁরা বিপাকে পড়েন। ওই পরিস্থিতিতে ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে শুরু হয় বিক্ষোভ। স্টেশন ম্যানেজারের ঘরের সামনেও বিক্ষোভ চলে।

প্রকল্প চালুর উদ্যোগ
হিমুলের জল প্রকল্প ফের চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শনিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান। কয়েক বছর ধরে হিমুলের জল প্রকল্প বন্ধ। মন্ত্রী জানান, হিমুলের দায়িত্বে থাকা শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব একটি প্রকল্প করেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ৮ লক্ষ টাকা হিমুলকে দেওয়া হয়েছে। এ ছাড়া চমকডাঙ্গিকে পর্যটনকেন্দ্র হিসেবে সাজাতে ৪ কোটি ১৩ লক্ষ টাকায় দ্রুত কাজ শুরু হবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, “দফতরের তরফে যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে। তার কাজ দ্রুত গতিতে চলছে।”

নিষ্ক্রিয় পুলিশ
হেমতাবাদে দু’টি গয়নার দোকানে লুঠপাটের ঘটনার ২৪ ঘন্টা পরেও দুষ্কৃতীদের চিহ্নিতই করতে পারেনি পুলিশ। শনিবার পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের এক প্রতিনিধি দল হেমতাবাদ থানার ওসির কাছে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান। রায়গঞ্জের মহকুমা পুলিশ আধিকারিক জ্যোতিষ রায় নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে বলেন, “জেলার বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করে দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। হেমতাবাদ সদর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।” শুক্রবার ২০ জনের একটি দুষ্কৃতী দল হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকায় দুই গয়নার দোকানের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকা, সোনা ও রূপো মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার সামগ্রী লুঠ করে।

গ্রেফতার ২
একাধিক চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার রাতে শিলিগুড়ির ফুলেশ্বরী থেকে দু’জনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি কমিশনারেটের গোয়েন্দা দফতর। ওই দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত সন্তোষ রাইয়ের বাড়ি কালিম্পংয়ের পেডংয়ে এবং মনোজ রাউতের বাড়ি ভক্তিনগরে।

লিটল ম্যাগাজিন মেলা
শুরু হল অষ্টম লিটল ম্যাগাজিন মেলা। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এ দিন প্রাবন্ধিক অশ্রুকুমার শিকদার, নেপালি ভাষার লেখক ইন্দ্র বাহাদুর রাই, লেপচা ভাষার লেখক পিটি লেপচাকে সংবর্ধনা দেওয়া হয়। ‘এবং বিকল্প’ এবং ‘ডেগর’ লিটল ম্যাগাজিনকে সংবর্ধনা দেওয়া হয়।

বধূ নির্যাতন, সাজা
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী এবং শাশুড়িকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন জলপাইগুলি ফাস্ট ট্র্যাক চতুর্থ কোর্টের বিচারক। ২০০৮ সালে ময়নাগুড়ির বধূ ময়না রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের তরফে স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়। আদালত শনিবার মৃতার স্বামী দীপঙ্কর রায় এবং শাশুড়ি সন্ধ্যা রায়ের সাজা ঘোষনা করে।

সংসদ নির্বাচন স্থগিত
হাইকোর্টের নির্দেশমত ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের সদস্য কলেজের অধ্যক্ষরা। শনিবার আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে সংগঠনের উত্তরবঙ্গ শাখার সম্পাদক দেবকুমার মুখোপাধ্যায় জানান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশমত আপাতত নির্বাচন স্থগিত থাকছে।

দুর্ঘটনায় জখম ৪০
বেসরকারি নয়ানজুলিতে বাস উল্টে জখম হয়েছেন ৪০ জন। শনিবার দুপুরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার কুনোরমোড় এলাকার ঘটনা। বাসটি রায়গঞ্জের দিকে যাওয়ার সময় একটি বাইকে ধাক্কা দিয়ে উল্টে যায়। বাইকের চালক-সহ জখম পাঁচ জনকে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

৫ জনের যাবজ্জীবন
তোলা আদায়ের প্রতিবাদ করায় বালুরঘাটের ব্যবসায়ীকে খুনের দায়ে যাবজ্জীবন হল ৫ জনের। শনিবার মালদহ জেলা আদালতে এই রায় দেন বিচারক।

বাইক উল্টে মৃত্যু
বাইক উল্টে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাঁর নাম নূর ইসলাম (৩৫)। শনিবার সন্ধ্যায় ধুবুরির আগমনী পুলিশ ফাঁড়ি এলাকার সত্রশাল গ্রামে ঘটনাটি ঘটে। বাড়ি আগমনী পুলিশ ফাঁড়ি এলাকায়। তাঁর স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় ধুবুরির সদর হাসপাতালে ভর্তি।

জয়ী এবিটিএ
শিক্ষক ও শিক্ষাকর্মী প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছেন এবিটিএ প্রার্থীরা। শনিবার শক্তিগড় বিদ্যাপীঠে ওই নির্বাচন হয়। চারটি আসনই দখল করেছেন এবিটিএ প্রার্থীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.