আগামী কাল একটি ঐতিহাসিক দিন। ১৯০৩
সালের এই দিনেই রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বাতাসের
চেয়ে ভারী, স্বয়ংচালিত প্লেন উড়িয়েছিলেন।
১. ১৯১১ সালে ভারতে প্রথম বাণিজ্যিক প্লেন উড়েছিল। কোথা থেকে কোথায়? ২. বিশ্বের বৃহত্তম যাত্রিবাহী প্লেনটি কী? ৩. ‘দি এভিয়েটর’ ছবিটি নির্মিত হয়েছিল বিমান ইতিহাসের কোন পথপ্রদর্শককে নিয়ে? ৪. কোন ভারতীয় একটি মাইক্রোলাইট প্লেনে করে ব্রিটেন থেকে ভারতে উড়ে আসার রেকর্ড গড়েছেন?
গত সপ্তাহের উত্তর
১. আটটি
২. আশঙ্কা গুরুসিংহ
৩. দু’বার
৪. ওয়েস্ট ইন্ডিজ
বর্ণচোরা
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.