এক ঝলকে...
পৃথিবী
কায়রো লন্ডন ওয়াশিংটন পিয়ংইয়ং ট্যাম্পা
মিশরের পরিস্থিতি এক সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে। যে সংবিধানের রূপরেখা প্রস্তুত হল, তার ভিত্তিতে গণভোট হল শনিবার। কায়রো ও কিছু শহরে দেশের ৫ কোটি লোকের অর্ধেক ভোট দিলেন এ দিন। বাকি অংশেরও ভোট নেওয়া হবে। ইসলামি শেখরা অবশ্য উঠেপড়ে লেগেছেন সমর্থন জোগাড়ের জন্য। মানুষকে বাধ্য করছেন সদর্থক ভোট দিতে। অবশ্য প্রেসিডেন্ট মহম্মদ মুর্সির বিরুদ্ধে প্রচারও চলছে। বহু জায়গায় ঝুলন্ত মুর্সির মুখের ছবি, উপরে কাটা চিহ্ন, কিংবা ‘আর একনায়ক চাই না’ স্লোগান।

• গত চার বছরে মার্কিন দেশে ব্যক্তিগত বন্দুক রাখার চল অনেক বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ‘গান কনট্রোল’-এর বিরুদ্ধে প্রতিবাদ। কানেকটিকাট-এর ঘটনার পর বন্দুক-বিরোধীদের প্রভাব কিছু বাড়তেও পারে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা যখন বললেন, ‘অর্থপূর্ণ’ পদক্ষেপ এ বার নিতেই হবে এ বার, সে দিকেই ইঙ্গিত হয়তো।

• উত্তর কোরিয়া জুড়ে আনন্দের ঢল, দেশের গৌরব বাড়িয়ে দিয়েছে তাদের সফল রকেট উৎক্ষেপণ।

• গুয়াতেমালা থেকে কোনও রকমে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এসে হাঁফ ছেড়ে বেঁচেছেন সফটওয়্যার ‘মুঘল’ (নায়ক) জন ম্যাকাফি। তিনি যে দেশে ছিলেন, সেই বেলিজ-এ তাঁর নামে গ্রেফতার ওয়ারেন্ট জারি হয়েছে, একটি খুনের মামলা সূত্রে। গুয়াতেমালাতেও নিরাপদ বোধ করেননি, তাই এই পলায়ন।

• জেসিন্থা সালডানহা বেঙ্গালুরু কন্যা হলেও কাজ করতেন লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে। সেখানে রাজপুত্র-পত্নী কেট মিড্লটন বিষয়ে একটি ফোন-মশকরার ফলে আত্মঘাতী হন তিনি। তদন্ত চলছে, কেন, কী অবস্থায় তিনি এ কাজ করলেন। তিনটি সুইসাইড নোট মিলেছে। হাসপাতালকে দায়ী করেছেন জেসিন্থা। হাসপাতাল কিন্তু বলছে তারা মানবিক ব্যবহারই করেছিল।
মস্কো
বাশার অল-আসাদ ক্রমেই সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আসাদের বিরোধীরাই এই যুদ্ধে জয়ী হবেন, সেই সম্ভাবনা আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বক্তা রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী মিখাইল বোগদানভ। (ছবি) তিনি আরও বললেন, সিরিয়া থেকে রাশিয়ানদের সরিয়ে নিয়ে যেতে তাঁরা তৈরি। অতি তাৎপর্যপূর্ণ ঘোষণা। রাশিয়ার উচ্চতম স্তরের কোনও রাজনীতিক এই প্রথম সিরিয়া বিষয়ে এতখানি হতাশা প্রকাশ করলেন। সবাই যথন নড়েচড়ে বসেছে তাঁর কথা শুনে, কী হল কে জানে, আবার পাল্টে গেল মস্কোর অবস্থান, আবারও ঘোষিত হল তাঁর প্রেসিডেন্ট বাশারেরই পক্ষে। প্রশ্ন হল, তা হলে কেন এমন কথা বললেন বোগদানভ? কেন মস্কোর বিরুদ্ধে যাওয়ার সাহস দেখালেন?

কারাকাস
নির্বাচনের যুদ্ধে বরং অনেক সহজে জয়ী হয়েছিলেন তিনি। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ রক্তক্ষয়ী। কিউবায় অস্ত্রোপচারের পর ক্রমে সেরে উঠছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেস। কিন্তু প্রক্রিয়াটি যে অতি দুরূহ এবং কষ্টের, জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। জানুয়ারিতে তাঁর ফের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা। সেই অনুষ্ঠানে কি উপস্থিত থাকতে পারবেন চাভেস? আশা কম, জানিয়েছেন দেশের তথ্যমন্ত্রী। কমিউনিস্ট দুনিয়ায় নেতাদের বিষয়ে তথ্য লুকনোই দস্তুর। ভেনেজুয়েলাও ব্যতিক্রম নয়। চাভেস প্রথম যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, কম লুকোছাপা হয়নি। এখন সরকারি সূত্র থেকেই এত কথা বলা হচ্ছে দেখে সন্দেহ হতেই পারে, খবর আরও খারাপ নয় তো?

লন্ডন
বিলেতে থাকতে হলে সকলকে ইংরেজি শিখতেই হবে। ‘একই ভাষা না শিখলে কথাবার্তা আলোচনা হবে কী করে?’ প্রশ্ন তুলেছেন ব্রিটেনের লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড (ছবি)। লেবার দলের সরকার যদি ক্ষমতায় আসে, তা হলে সব রকমের সরকারি চাকরির জন্য ইংরেজি ভাষাজ্ঞানের পরিচয় দিতে হবে, তাঁর ঘোষণা। এক কালে ব্রিটিশ সমাজের মধ্যে একটা ‘সংযুক্ত’ (connected) ভাব ছিল, এখন হঠাৎ বিক্ষিপ্ত (segregated) ভাবটাই প্রধান হয়ে উঠেছে। সংযোগ ফিরিয়ে আনতে হলে ইংরেজি-র সাহায্য নিতেই হবে। এর মানে এই নয় যে অভিবাসী বা বিদেশিদের নিজেদের সংস্কৃতি ত্যাগ করে মিশে যেতে হবে ব্রিটিশ সংস্কৃতিতে, কিন্তু একটা যোগাযোগ রাখতে হবে দুয়ের মধ্যে। কোনও দিকেই বাড়াবাড়ি নয়, মাঝামাঝি পথটাই ভাল, মিলিব্যান্ডের মত।

নিউ ইয়র্ক
২০৪৩ সালের পর সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হচ্ছেন আমেরিকায়! সমীক্ষা জানিয়েছে, ওই বছরই অ-হিস্পানিক শ্বেতাঙ্গদের তুলনায় অন্যরা বেশি হবেন। আমেরিকা দেশটি তৈরি হওয়ার পর এই প্রথম বার। জনসংখ্যার ৩৭ শতাংশ এখন যাঁরা, ২০৬০ সালে তাঁরাই হবেন জনসংখ্যার ৫৭ শতাংশ। সবচেয়ে বেশি হারে বাড়বেন এশীয়রা।

শেষ পাত
শত্রু ঠেকাতে হলে দেওয়াল তুলতে হবে, এই কথাটা চিনের শাসকরা খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে জানেন। এখনও যে ভোলেননি, চিনের ইন্টারনেট ব্যবহারকারীরা হাড়ে-হাড়ে, থুড়ি, সাইটে-সাইটে টের পাচ্ছেন। কোন সাইট দেখা যাবে, কোনটা যাবে না সে বিষয়ে পার্টি খুবই কড়া। বাইরের খোলা হাওয়া যদি ওয়েব বেয়ে ঢুকে পড়ে দেশে! সরকারকে এড়িয়ে বাইরের ওয়েবসাইট খোলা চিনের জাতীয় চোর-পুলিশ খেলা। এই বার আরও চালাক হয়েছে সরকার ‘ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক’-এও সাইট ব্লক করার মতো ফায়ারওয়াল তৈরি করে ফেলেছে। লোকমুখে তার নাম ‘দ্য গ্রেট ফায়ারওয়াল’।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.